কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ চাঁদপুর জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে কচুয়া উপজেলা অবস্থিত একটি কলেজ। তৎকালীন পাকিস্তান আমলে কচুয়া উপজেলার শিক্ষার্থীদেরকে জেলা সদরের কলেজ ও দূরদুরান্তের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হতো। এমন পরিস্থিতিতে কচুয়া উপজেলার তৎকালীন শিক্ষানুরাগী, জনহিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় ২৪ ডিসেম্বর ১৯৬৯ সালের এক সভায় কলেজটি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। তৎকালীন কচুয়ার ব্যক্তি এডভোকেট আব্দুল আউয়াল সাহেব কলেজটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। কলেজটিতে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ১৯৮৫-৮৬ শিক্ষা বর্ষ হতে স্নাতক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্ত্তির কার্যক্রম শুরু হয়।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ
অবস্থান
,
বাংলাদেশ
,
সক্রিয়
,
৩৬০০
তথ্য
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৭০
কলেজ কোড৩৯১১
ইআইআইএন১০৩৮৩৭
অধ্যক্ষমোঃ আনোয়ারুল হক (ভারপ্রাপ্ত)
ভাষাবাংলা
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ের কোর্স চালু রয়েছে:

ডিগ্রি কোর্স
  1. বিএ
  2. বিএসএস
  3. বিবিএস
  4. বিএসসি

তথ্যসূত্র সম্পাদনা