কচুয়া পৌরসভা

চাঁদপুর জেলার একটি পৌরসভা

কচুয়া পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা

কচুয়া
পৌরসভা
কচুয়া পৌরসভা
কচুয়া বাংলাদেশ-এ অবস্থিত
কচুয়া
কচুয়া
বাংলাদেশে কচুয়া পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২০′৪৫″ উত্তর ৯০°৫৩′১৭″ পূর্ব / ২৩.৩৪৫৮৩° উত্তর ৯০.৮৮৮০৬° পূর্ব / 23.34583; 90.88806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাকচুয়া উপজেলা, চাঁদপুর
প্রতিষ্ঠাকাল১০ মে, ১৯৯৮; ২৫ বছর আগে (10 May, 1998)
সরকার
 • পৌর মেয়রনাজমুল আলম স্বপন (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১১.২১ বর্গকিমি (৪.৩৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৭,০২৪
 • জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৩.৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

কচুয়া পৌরসভার আয়তন ১০.০৬ বর্গ কিলোমিটার (২,৪৮৬ একর)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া পৌরসভার জনসংখ্যা ২৭,০২৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩৭১ জন এবং মহিলা ১৩,৬৫৩ জন। মোট পরিবার ৫,১২৫টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

কচুয়া উপজেলার মধ্যাংশে কচুয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে কচুয়া দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে কচুয়া দক্ষিণ ইউনিয়নকাদলা ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে কড়ইয়া ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

১৯৯৮ সালের ১০ মে কচুয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে শ্রেণির পৌরসভা থাকলেও ২০১৫ সালের ২ সেপ্টেম্বর এটি শ্রেণিতে উন্নীত হয়।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

কচুয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে।[১] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া পৌরসভার সাক্ষরতার হার ৬৩.৩%।।[১]

অর্থনীতি সম্পাদনা

মূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • পৌর মেয়র: নাজমুল আলম স্বপন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা