সময়

একটি মাত্রা যা অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতের দিকে ক্রমে ধাবিত হয়
(ওয়াক্ত থেকে পুনর্নির্দেশিত)

সময় সম্বন্ধে একাধিক স্বতন্ত্র মতবাদ রয়েছে। একটি মতানুসারে সময় মহাবিশ্বের মৌলিক কাঠামোর একটি অংশ যেটি একটি বিশেষ মাত্রা এবং যেখানে ভৌত ঘটনাসমূহ একটি ক্রমধারায় ঘটে। এটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি যা আইজ্যাক নিউটনের তত্ত্বসম্মত। এই মতানুসারে সময় একটি ভৌত রাশি, যা পরিমাপযোগ্য। Lorentz transform of world line.gif অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে পার্থক্যকারীকে সময় বলা হয়।

একটি এনালগ পকেট ঘড়ি, সময় পরিমাপ করতে ব্যবহৃত একটি যন্ত্র।

এককসম্পাদনা

সময়ের একক
একক মানদণ্ড মন্তব্য
ইউক্টোসেকেন্ড ১০−২৪ এস (10−24 s)
জেপ্টোসেকেন্ড ১০−২১ এস (10−21 s)
এটোসেকেন্ড ১০−১৮ এস (10−18 s) ক্ষুদ্রতম সময় যা বর্তমানে প্রয়োগ করা হয়
ফেমটোসেকেন্ড ১০−১৫ এস (10−15 s) দ্রুতগামী লেজাররশ্মিতে প্রয়োগ করা হয়
পিকোসেকেন্ড ১০−১২ এস (10−12 s)
ন্যানোসেকেন্ড ১০−৯ এস (10−9 s)
মাইক্রোসেকেন্ড ১০−৬ এস (10−6 s)
মিলিসেকেন্ড ০.০০১ এস (0.001 s)
সেকেন্ড ১ এস (1 s) এসআই ভিত্তিতে একক
মিনিট ৬০ সেকেন্ড
ঘণ্টা ৬০ মিনিট
দিন ২৪ ঘণ্টা
সপ্তাহ ৭ দিন এর আরেক নাম 'সেননাইট' (sennight)
পক্ষ ১৪ দিন ২ সপ্তাহ (বাংলা সংস্কৃতিতে ১৫ দিন)
চান্দ্র মাস ২৭.২ - ২৯.৫ দিন চান্দ্র মাসের অনেক ধরনের সংজ্ঞা রয়েছে
মাস ২৮ থেকে ৩১ দিন বাংলা সংস্কৃতিতে শ্রাবণ মাস ৩২ দিন
ফিসক্যাল ইয়ার বা ত্রি-মাস ৩ মাস
অর্ধ-বৎসর ৬ মাস
বছর ১২ মাস
সাধারণ বছর ৩৬৫ দিন ৫২ সপ্তাহ + ১ দিন
অধিবর্ষ ৩৬৬ দিন ৫২ সপ্তাহ + ২ দিন
ট্রপিক্যাল ইয়ার ৩৬৫.২৪২১৯ দিন[১] গড়
গ্রীগোরিয়ান বর্ষ ৩৬৫.২৪২৫ দিন[২] গড়
অলিম্পিয়াড চতুঃবর্ষীয় চক্র
লাসট্রাম ৫ বছর কাল এর অন্য নাম পেনটাড বা লাস্টার
দশক ১০ বছর কাল
যুগ ১২ বছর কাল
ইন্ডিকশন ১৫ বছরের সময়কাল
জেনারেশন ১৭ - ৩৫ বছর প্রায়
জয়ন্তী (বাইবেলে বর্ণিত) ৫০ বছর সুবর্ণ জয়ন্তী (হীরক জয়ন্তীঃ ৬০ বছর, রজত জয়ন্তীঃ ২৫ বছর)
শতাব্দী বা শতক ১০০ বছর
সহস্রাব্দ ১,০০০ বছর
এক্সাসেকেন্ড ১০১৮ এস (1018 s) অনুমিত করা হয় যে ৩২ বিলিয়ন বছর, দ্বিগুণেরও বেশি সময়
বিশ্বব্রহ্মাণ্ডের বর্তমানে বয়স থেকে
বিশ্বতত্ত্বীয় দশক পরিবর্তনশীল বিগ ব্যাং সংজ্ঞার উপর নির্ভরশীল

সময় আসলে অবস্থার পরিবর্তন। এমনটা ভাববার একটা যৌক্তিক কারণ আছে। আমরা এখন পৃথিবীতে আছি। আমাদের চারপাশে সকল বস্তুই হয় চলমান অথবা স্থিতিশীল৷ কোন একটি বদ্ধ ঘরে আমরা সকল বস্তুকে স্থির করে রেখে দিয়ে যদি একজন মানুষকে ঘরে ছেড়ে দেই তাহলে সেও প্রাথমিক অবস্থায় নির্ধারণ করতে পারবে না সময়ের পরিবর্তন হচ্ছে কি না। কিন্তু এটা কমরা সবাই জানি যে, পৃথিবী ঘুরছে। তাই অবস্থার পরিবর্তনও হচ্ছে। কোনভাবে আমরা যদি একটা পরম স্থিতিশীল বস্তুকে খুজে পেতাম তাহলে তার সাপেক্ষে আমরা কোন বস্তুকে পরম স্থিতিশীল চিন্তা করতে পারতাম এবং আমরা তার অবস্থার পরিবর্তন করে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনলে সেটা টাইম ট্রাভেলিং হতো। কিন্তু মহাবিশ্বে কোন কিছুই পরম স্থিতিশীল নয়। আর সময় প্রসংগ কাঠামোর উপর নির্ভর করে। আইন্সটাইনের থিওরি ওব রিলেটিভিটি তে বলা আছে যে সময় আপেক্ষিক। এটা প্রকৃতপক্ষে অবিজার্ভারের অনুভবের উপরে নির্ভরশীল।

তথ্যসূত্রসম্পাদনা

  1. McCarthy, Dennis D.; Seidelmann, P. Kenneth (২০০৯)। Time: from Earth rotation to atomic physics। Wiley-VCH। পৃষ্ঠা 18। আইএসবিএন 3-527-40780-4 , Extract of page 18
  2. Jones, Floyd Nolen (২০০৫)। The Chronology Of The Old Testament (15th সংস্করণ)। New Leaf Publishing Group। পৃষ্ঠা 287। আইএসবিএন 0-890-51416-X , Extract of page 287

আরও পড়ুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা