সপ্তাহ

সময়ের একক, সাত দিনের সমষ্টি

সপ্তাহ হচ্ছে সময় পরিমাপের একটি একক, যা সাত দিনের সমষ্টিতে গঠিত। সমগ্র পৃথিবীতে এটি কর্ম-দিবস এবং বিশ্রাম-দিবসের চক্রে সংগঠিত।

সংজ্ঞা এবং মান

সম্পাদনা

বাংলায় 'সপ্তাহ' হচ্ছে একটি সমাসবদ্ধ পদ, যার ব্যাসবাক্য হচ্ছে 'সপ্ত অহের (দিনের) সমাহার'।

১ সপ্তাহ = ৭ দিন = ১৬৮ ঘণ্টা = ১০,০৮০ মিনিট = ৬০৪,৮০০ সেকেন্ড।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে:

  • ১ গ্রেগরীয় বর্ষপঞ্জী সময় = ৫২ সপ্তাহ + ১ দিন (অধিবর্ষের ক্ষেত্রে + ২ দিন)
  • ১ সপ্তাহ = ১৬০০৬৯৫৭ ≈ গড়ে এক গ্রেগরীয় মাসের ২২.৯৯৮৪%।

মোট সাত দিন (বার) মিলিত হয়ে একটি সপ্তাহ গঠন করে যাদের ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়; এগুলো হলো:

Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday
বাংলায় নাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার


ইতিহাস

সম্পাদনা

সপ্তাহ মানে ‘সপ্ত অহের সমাহার’।‘অহ’ মানে দিন। সাত দিনের সমাহারকে সপ্তাহ বলে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় উইক (Week) এই একক ৮, ৯ কিংবা ১০ দিনেরও হতো। ৪৩০০ বছর আগে আক্কাদের শাসক সারগন প্রথমের রাজত্বকালে দিকে একটি ৭ দিনের সপ্তাহ তৈরি হয়েছিল। সারগন ছিলেন ব্যাবিলনীয়দের রাজা। মানুষ যেসব গ্রহ দেখতে পায় তার নামে এই সাত দিনের নামকরণ করা হয়েছে। যেমন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। প্রাচীন ব্যাবিলনে জ্যোতিষবিদর হিসাব রাখার জন্য সূর্যের বদলে চাঁদকে ব্যবহার করত । কারণ, মাসের ৩০ দিন সূর্য একই রকম থাকে। কিন্তু চাঁদের আকৃতি বদলায়। কখনো একফালি চাঁদ, কখনো অর্ধগোলক কিংবা পূর্ণচন্দ্র, কখনো অমাবস্যার অন্ধকার।

মাসের প্রথম দিন আকাশে একফালি চাঁদ থাকে। সেটা সপ্তম দিনে অর্ধগোলকের আকৃতি নেয়। ১৪তম দিনে দেখা যায় পূর্ণগোলক। এরপর চাঁদের আকৃতি ক্রমান্বয়ে ছোট হয়। ২১তম দিনে অর্ধগোলক হয়ে ২৮তম দিনে আবার ফিরে আসে সেই একফালি চাঁদ। তারপর কখনো এক দিন, কখনো দুই দিন আকাশে চাঁদ থাকে না। অমাবস্যার এসব দিনকে অধিদিবস (Leap Day) বল। চান্দ্রমাস তাই কখনো ২৯, কখনো ৩০ দিনে হয়। সাত দিনের একটা চক্র এখানে স্পষ্ট। [১]

সে জন্য ব্যাবিলনীয়রা চান্দ্রমাসকে চার ভাগে ভাগ করে ফেলেন। প্রতিটি ভাগে পড়ল সাত দিন, মানে এক সপ্তাহ। ব্যাবিলনীয়রা প্রতি সাত দিনের একটি দিনকে অশুভ দিবস বলে জানতেন। সেই দিন সব ধরনের কাজকর্ম ছিল নিষিদ্ধ। অশুভের হাত থেকে বাঁচতে এই দিনগুলোতে তাঁরা তাঁদের বিভিন্ন দেবতার উদ্দেশে বলি দিতেন। এভাবেই ইভিল ডে বা অশুভ দিবস পরিণত হয় ‘হলি ডে'তে। প্রাচ্যের পারস্য ও গ্রিসের অনেকটা জুড়ে ছড়িয়ে পড়ে সপ্তাহ গণনা।[২]

আলেকজান্ডার দ্য গ্রেটের পর গ্রিক সভ্যতার জায়গা দখল করে নেয় রোমান সভ্যতা। প্রাচীন রোমে ‘উইক’ ছিল আট' দিনের। এর সাতটা দিন ছিল আমাদের মতোই, আরেক দিন নির্ধারিত ছিল বেচাকেনার জন্য—হাটবার। আট দিনের এই একককে ‘নানডাইনাল (Nundinal) চক্র’ বলা হতো। নানডাইনাল মানে বাজার। সে জন্য ইংরেজিতে একে ‘মার্কেট উইক’ও বলা হতো। ৩২১ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যানটিন নতুন একটি ক্যালেন্ডার বা দিনপঞ্জি চালু করেন। ক্যালেন্ডারটি তিনি আনুষ্ঠানিকভাবে সাত দিন বা সপ্তাহ একক ধরেই করেছিলেন। ফলে বিলুপ্ত হয়ে যায় বাজার চক্র। আর এর জায়গা দখল করে নেয় সপ্তাহ। রোমান সাম্রাজ্যে, এই সাতটি ‘গ্রহ’ ক্রমানুসারে স্থাপন করে মান নির্ধারণ করা হয়েছিল। পুরো মধ্যপ্রাচ্য ও ইউরোপ যখন রোমান সাম্রাজ্যের অধীন চলে এল, ছড়িয়ে পড়ল সপ্তাহের ধারণাও। এভাবেই পূর্ব থেকে পশ্চিমে, পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়ে সপ্তাহের ধারণা। [৩]

স্যাক্সন জাতিগোষ্ঠী বিভিন্ন দেব-দেবীর নামে সপ্তাহের সাতটি বারের নাম রাখে। ইংরেজি ভাষার পুরোটাই প্রায় গড়ে উঠেছে এই স্যাক্সন জাতির ভাষা থেকে। ইংরেজি সাতটি দিনের নামও সেখান থেকেই উদ্ভূত হয়েছে। তবে, শনিবারের যে ইংরেজি রূপ মানে Saturday, সেটি স্যাক্সন ভাষায় এই রূপটি পাওয়া যায়নি জার্মানিক জাতিগোষ্ঠী মূলত রোমকদের স্থলাভিষিক্ত, বা বলা যায় তাদের উত্তরকালের জাতি। এরা রোমকদের কাছ থেকে সপ্তাহের সাত বারের নাম জেনেছে এবং প্রত্যেকটি বারের নামের ক্ষেত্রে রোমান দেবতার নামের জায়গায় নিজ নিজ অনুরূপ দেবতার নাম বসিয়েছে। রোমক ভাষাতে সপ্তাহের সাতটি দিনের নাম রোমান দেবতাদের সাথে মিলিয়ে রাখা হয়েছে এবং এই দেবতাগুলো স্যাক্সন ভাষার দেবতাদের অনুরূপ। ফলে সাতটি বারের নামের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য পরিলক্ষিত হয়।‘Saturday’ নামটির উৎসমূল স্যাক্সন ভাষায় পাওয়া যায়নি, সেটি আসলে রোমান ভাষা থেকেই নেওয়া হয়েছে।

মূলত বিভিন্ন দেব-দেবীর নাম অনুসারে সপ্তাহের সাতটি দিনের নাম রেখেছে। আর এই গ্রিক পুরাণের এই দেব-দেবীরা যে যে বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেসব বিষয়ে রোমানরা আবার যেসব দেবতায় বিশ্বাসী, সেই সব দেবতার নাম প্রতিস্থাপন করে নিজেদের সাতটি দিনের নামকরণ করেছে। সেই গ্রিক ঐশ্বরিক সত্ত্বারা কিন্তু আবার পৃথিবীর আকাশে দৃশ্যমান (তখন পর্যন্ত যেগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা গেছে আরকি) বিভিন্ন জ্যোতিষ্ক দ্বারা সংকেতায়িত। যেমন গ্রিক পুরাণমতে, আফ্রোদিতি হচ্ছেন সৌন্দর্যের দেবী। আর আকাশে খালি চোখে যেসব গ্রহ দেখা যায়, সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে শুক্র গ্রহ। তাই, গ্রিক ভাষায় শুক্র গ্রহের নাম রাখা হয়েছে ‘আফ্রোদিতি’ ।

  1. Pinches, T.G. (2003). "Sabbath (Babylonian)". In Hastings, James (ed.). Encyclopedia of Religion and Ethics. Vol. 20. Selbie, John A., contrib. Kessinger Publishing. pp. 889–891. ISBN 978-0-7661-3698-4. Retrieved 17 March 2009.
  2. Emil Schürer (১৯০৫)। "Die siebentägige Woche im Gebrauche der christlichen Kirchen der ersten. Jahrhunderte" (পিডিএফ)Zeitschrift für die neutestamentliche Wissenschaft: 1–66। 
  3. https://www.kishoralo.com/%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9