সাধারণ অর্থে, অতীত (Past) হচ্ছে কোন নির্দিষ্ট সময়ের পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলীর সমষ্টিকে নির্দেশ করে।[] অতীত শব্দটির সমার্থক শব্দ গত,বিগত,প্রাচীন। অতীতকে বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে সংজ্ঞায়িত করা হয় এবং এদুয়ের বিপরীতে দেখানো হয় । অতীতের ধারণাটি এসেছে একটি সরল ধারায় যেভাবে মানব পর্যবেক্ষকগণ সময়কে উপলব্ধি করে থাকে এবং তা স্মৃতিশক্তি এবং অণুচিন্তার মাধ্যমে সংগ্রহ করা হয়। একই সাথে, লিখিত ভাষার আবির্ভাবের পর থেকে মানুষ অতীত ঘটনাবলী লিপিবদ্ধ করে আসছে।[]

ভ্যাসিলি ম্যাক্সিমভ, "সবকিছুই অতীতে" (১৮৮৯).

অতীত হচ্ছে এই সব ক্ষেত্রের বস্তুসমূহ : ইতিহাস, প্রত্নতত্ত্ব, পুরাজ্যোতির্বিদ্যা, কালপঞ্জি, ভূবিদ্যা, (ঐতিহাসিক ভূবিদ্যা), ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, আইন, তত্ত্ববিদ্যা, জীবাশ্মবিজ্ঞান,জীবাশ্ম বংশাণুবিজ্ঞান paleobotany, paleoethnobotany, প্রত্ন ভূগোল, paleoclimatology, এবং বিশ্বতত্ত্ব[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "past" (web article)Dictionary.com। Dictionary.com। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  2. Christian, David। "Record Keeping and History: How We Chronicle the Past" (web article)www.khanacademy.org। Khan Academy। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  3. Merriam-Webster (n.d.)। "Past" (Web)। Merram-Webster.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮