এ বি এম তালেব আলী
বাংলাদেশী রাজনীতিবিদ
এ বি এম তালেব আলী একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও শিক্ষক ছিলেন। তিনি দুইবার জাতীয় সংসদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এ বি এম তালেব আলী | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৬/২৭ |
মৃত্যু | ৭ মে ২০১৯ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা | রাজনীতিবিদ শিক্ষক |
এ বি এম তালেব আলী ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।[১][২] এছাড়া তিনি ফেনী মহকুমা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭০ সালে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব বঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তিনি। দেশ স্বাধীনের পর তিনি প্রথম ও দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৩][৪]
এ বি এম তালেব আলী ২০১৯ সালের মে মাসের ৭ তারিখে মৃত্যুবরণ করেন।[১][২][৫] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ফেনীর এবিএম তালেব আলী আর নেই"। জাগোনিউজ২৪.কম। ৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ "ফেনীর সাবেক সংসদ সদস্য তালেব আলী আর নেই"। বাংলানিউজ২৪.কম। ৭ মে ২০১৯। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।
- ↑ "List of 1st Parliament Members" (পিডিএফ)। www.parliament.gov.bd। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "List of 2nd Parliament Members" (পিডিএফ)। www.parliament.gov.bd। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি তালেব আলী আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।