এ বি এম গোলাম মোস্তফা (কুমিল্লার রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

এ বি এম গোলাম মোস্তফা (২ ফেব্রুয়ারি ১৯৩৪ – ৪ ডিসেম্বর ২০২২) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক সচিব, মন্ত্রী ও সংসদ সদস্য। কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]

এ বি এম গোলাম মোস্তফা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯১
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৮ - ২০১৪
পূর্বসূরীমঞ্জুরুল আহসান মুন্সী
উত্তরসূরীরাজী মোহাম্মদ ফখরুল
ব্যক্তিগত বিবরণ
জন্ম২ ফেব্রুয়ারি ১৯৩৪
বড়শালঘর গ্রাম, দেবিদ্বার, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৪ ডিসেম্বর ২০২২(2022-12-04) (বয়স ৮৮)
সমাধিস্থলবনানী কবরস্থান
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
জাতীয় পার্টি
সন্তান১ ছেলে এবং ১ মেয়ে
পিতামাতামফিজউদ্দীন আহমদ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন সম্পাদনা

মোস্তফা ব্রিটিশ রাজের বেঙ্গল প্রেসিডেন্সির কুমিল্লায় ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মফিজউদ্দিন আহমদ ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৩]

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

এ বি এম গোলাম মোস্তফা ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্য সহ তিনি ১৬ বছর ৭টি মন্ত্রনালয়ে সচিব হিসেবে দায়িক্ত পালন করেন।[৪]

রাজনৈতিক জীবন সম্পাদনা

জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।[৪]

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।[৫][৬][৭]

মৃত্যু সম্পাদনা

গোলাম মোস্তফা ৪ ডিসেম্বর ২০২২ সালে রাত ৯টায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।[৮] গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Comilla AL faction blames local MP for vandalising party office"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯ 
  2. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  3. "Board of Directors"AFC Capital Limited। ২৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯ 
  4. "খান সাহেব ছিলেন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক, যা বর্তমানে বড় অভাব: এবিএম গোলাম মোস্তফা"দৈনিক আমাদের সময়। ১৭ মে ২০১৮। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 
  5. "Board of Directors"afc-capital-limited (ইংরেজি ভাষায়)। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯ 
  6. "Two former ministers join AL"bdnews24.com। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯ 
  7. "Those who get AL ticket"The Daily Star। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯ 
  8. "সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফা মারা গেছেন"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৫