এএইচ১

এশিয়ান হাইওয়ে ১
(এশীয় মহাসড়ক ১ থেকে পুনর্নির্দেশিত)

এএইচ ১ বা এশিয়ান হাইওয়ে ১ হল এশিয়ান হাইওয়ে গুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম। এর মোট দৈর্ঘ্য ২০,৫৫৭ কিমি।[১] এটি জাপান এর টোকিও থেকে শুরু হয়ে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত গেছে। এটি বুলগেরিয়া সীমান্তে ইউরোপিয়ান রুট ই৮০র সঙ্গে যুক্ত হয়েছে যা পর্তুগাল পর্যন্ত গেছে। এএইচ ১ এশিয়ার দেশগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।

এশিয়ান হাইওয়ে 1 shield}}
এশিয়ান হাইওয়ে ১
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত:টোকিও, জাপান
পশ্চিম প্রান্ত:ইস্তাম্বুল, তুর্কি
অবস্থান
দেশজাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং, দক্ষিণ পূর্ব এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান,আফগানিস্থান, ইরান, তুরস্ক
মহাসড়ক ব্যবস্থা
এএইচ৮৭ এএইচ২
এএইচ১ এর পথ মানচিত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. Economic and Social Commission for Asia and the Pacific.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Asia Highway Handbook pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. ২০০৩ পূষ্ঠা ৫৪