এরিক মাসকিন

মার্কিন অর্থনীতিবিদ

এরিক স্টার্ক মাসকিন একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ২০০৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

এরিক স্টার্ক মাসকিন
05N3441 emaskin.jpg
জন্ম (1950-12-12) ১২ ডিসেম্বর ১৯৫০ (বয়স ৭২)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রক্রীড়া তত্ত্ব
শিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
যাদের প্রভাবিত করেছেনMathias Dewatripont
অবদানসমূহMechanism design
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার ২০০৭
Information at IDEAS / RePEc

জীবনীসম্পাদনা

মাসকিন ১৯৫০ সালের ১২ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস এবং ফলিত গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগে যোগ দেন এবং ২০০০ সাল পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন। ২০০০ সালে ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে যোগ দেন।

পুরস্কারসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা