অ্যালায়েন্স এয়ার (ভারত)

ভারতীয় আঞ্চলিক বিমান সংস্থা, এআই অ্যাসেট হোল্ডিং লিমিটেডের সহযোগী সংস্থা
(এয়র ইন্ডিয়া রিজনাল থেকে পুনর্নির্দেশিত)

এয়ার ইন্ডিয়া রিজনাল হলো ভারতের একটি স্বল্প খরচের বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। এটি এল্যায়েন্স এয়ার নামে ১৯৯৬ সালে গঠিত হয় এয়ার ইন্ডিয়ার সহযোগি হিসাবে।[] বর্তমানে এই সংস্থার বিমান বহরে ১৭ টি বিমান রয়েছে। বিমানগুলি ৭০ ও ৪৮ আসন বিশিষ্ট। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এই বিমান সংস্থা ৩৪ টি গন্তব্যস্থলে বিমান চালায়।[]

এয়ার ইন্ডিয়া রিজিওনাল
আইএটিএ আইসিএও কলসাইন
৯আই[] এলএলআর[] এএলএলআইইডি[]
প্রতিষ্ঠাকাল১৯৯৬
কার্যক্রম শুরু২১ জুন ১৯৯৬; ২৮ বছর আগে (1996-06-21)
হাব
নিয়মিত যাত্রী প্রোগ্রামপ্রর্ত্যাবর্তন উড়ান
জোটস্টার অ্যালায়েন্স (অধীনস্থ)
বিমানবহরের আকার১৭ (এপ্রিল ২০১৮)
গন্তব্য৩৪ (সেপ্টেম্বর ২০১৭)
প্রধান কোম্পানিএয়ার ইন্ডিয়া লিমিটেড
প্রধান কার্যালয়দিল্লি
গুরুত্বপূর্ণ ব্যক্তিপ্রদীপ সিং খড়োলা (সিএমডি)
সি এস সুব্বিহ (প্রধান নির্বাহী কর্মকর্তা)
ওয়েবসাইটairindia.in

ইতিহাস

সম্পাদনা

এই বিমান সংস্থাটি গঠিত হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের সহযোগি হিসাবে এলায়েন্স এয়ার নামে। এটি ১লা এপ্রিল ১৯৯৬ সালে গঠিত হয় তথা ২১-এ জুন, ১৯৯৬ সালে বিমান পরিষেবা আরম্ভ করে। এর পর ইন্ডিয়ান এয়ারলাইন্স যখন এয়ার ইন্ডিয়া হিসাবে পরিচালিত হতে থাকে তখন এলায়েন্স এয়ার, এয়ার ইন্ডিয়া রিজনাল হিসাবে কার্যক্রম শুরু করে।[]

গন্তব্য

সম্পাদনা

এয়ার ইন্ডিয়া রিজনাল ৩৪ টি গন্তব্যস্থলে বিমান পরিচালনা করে। এর প্রধান ঘাঁটি গুলি হলোঃ কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ[]

এপ্রিল ২০১৮ সাল অনুযায়ী এলায়েন্স এয়ার নিম্নলিখিত বিমানগুলি পরিচালনা করে:[]

অ্যালায়েন্স এয়ারের বিমানবহর
বিমান সক্রিয় ক্রয়ের জন্য আবেদন করা হয়েছে যাত্রী তথ্য
এটিআর ৪২-৩০০  — ৪৮  —
এটিআর ৭২-৬০০ ১৬ ৭০  —
মোট ১৮  —  —

সাবেক বিমানবহর

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Alliance Air"ch-aviation। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "JO 7340.2G Contractions" (পিডিএফ)Federal Aviation Administration। ৫ জানুয়ারি ২০১৭। পৃষ্ঠা 3-1-17। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "Directory: World Airlines"। Flight International। ২৭ মার্চ ২০০৭। পৃষ্ঠা 73। 
  4. "Alliance Air destinations."। Alliance Air- Air India। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪ 
  5. "Air India Regional"। Air India। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪ 
  6. "Alliance Air"Air India। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭ 
  7. "India's Alliance Air adds UDAN flights, ATR72s"ch-aviation। ৫ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা