এমিল আউদেরো

ইতালীয় ফুটবলার

এমিলিও আউদেরো মুলিয়াদি (ইতালীয়: Emil Audero; জন্ম: ১৮ জানুয়ারি ১৯৯৭; এমিল আউদেরো নামে সুপরিচিত) হলেন একজন ইন্দোনেশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলানের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

এমিল আউদেরো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এমিলিও আউদেরো মুলিয়াদি
জন্ম (1997-01-18) ১৮ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান মাতারাম, ইন্দোনেশিয়া
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্টার মিলান
জার্সি নম্বর ৭৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:১৬, ২৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১২ সালে, আউদেরো ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইন্দোনেশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

এমিলিও আউদেরো মুলিয়াদি ১৯৯৭ সালের ১৮ই জানুয়ারি তারিখে ইন্দোনেশিয়ার মাতারামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

আউদেরো ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৫, ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৬, ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৭, ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৮, ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৯, ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-২০ এবং ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ইন্দোনেশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ৩৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 
  2. "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা