এমিলি রাটাকাউস্কি
এমিলি ও'হারা রাটাকাউস্কি[১] (জন্ম ৭ই জুন, ১৯৯১[২]) একজন আমেরিকান মডেল ও প্রাক্তন অভিনেত্রী। তার ক্যারিয়ার শুরু হয় আমেরিকান টিভি চ্যানেল নিকেলোডিয়ন-এ প্রচারিত সিরিজ আইকারলি (২০০৯-১০)-এর দুইটি পর্বে অভিনয় করার মাধ্যমে। মডেলিংয়ে তার অভিষেক হয় ট্রিটস! নামক ইরোটিক ম্যাগাজিনের ২০১২ সালের মার্চ সংখ্যার প্রচ্ছদে; যেখান থেকে তিনি পরপর দুটি মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পান: গায়ক রবিন থিক এর "ব্লার্ড লাইনস" এবং মারুন ৫ ব্যান্ডের "লাভ সামবডি"।
এমিলি রাটাকাউস্কি | |
---|---|
জন্ম | এমিলি ও'হারা রাটাকাউস্কি |
জাতীয়তা | আমেরিকান |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
ওয়েবসাইট | https://www.emrata.com/ |
চলচ্চিত্র জগতে তার পদার্পণ হয় গন গার্ল (২০১৪)-এ অভিনয় করে। নিজেকে একজন নারীবাদী হিসাবে পরিচয় দিয়ে থাকেন এমিলি। সেই সাথে ক্যারিয়ারের শুরু থেকেই তাকে যৌন প্রতীক এর খেতাব দেওয়া হয়।[৩] তবে নিজের যৌনতার বহিঃপ্রকাশ নিয়ে একই সাথে প্রশংসা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে।
ক্যারিয়ার
সম্পাদনা২০০৯ সালে এক বছরের জন্য এমিলি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলস-এ পড়াশোনা করেছিলেন, কিন্তু পরে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিয়ে মডেলিংকেই নিজের পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নেন।[৪] আলোকচিত্রী টনি ডুরান এর সাথে কিছু সম্পাদকীয় ও প্রচারণায় অংশ নেবার পর[৫] তিনি ইরোটিকা ম্যাগাজিন ট্রিটস! এর প্রকাশনার শুরুর দিকের বেশ কয়েকটি সংখ্যায় মডেলিং করেন। ম্যাগাজিনটির ২০১২ সালের মার্চ সংখ্যার প্রচ্ছদে তার ছবি ছাপা হলে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়া শুরু করে।[৬]
এই এক প্রচ্ছদের জন্যই দুইটি প্রখ্যাত মিউজিক ভিডিওতে তিনি কাজ করার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেন এমিলি।[৭] গায়ক রবিন থিক এমিলিকে প্রথমবারের মতো দেখেন ম্যাগাজিনটির সেই প্রচ্ছদেই। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বি শাপিরো-র ভাষায় সেই প্রচ্ছদে এমিলি "নান্দনিকতার সাথে ধারণকৃত একটি সাদা-কালো ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়ে নিজের হাঁটু দুটি বুকের সাথে সেঁটে বসে ছিলেন"।[৪]
প্রচ্ছদের ছবিটি দেখে পরিচালক ডায়ান মারটেল এমিলিকে রবিন থিক এর "ব্লার্ড লাইন্স" মিউজিক ভিডিওতে কুশীলব হিসাবে কাজ করার প্রস্তাব দেন। এমিলি প্রথমে রাজি হননি, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে এতে করে দর্শকেরা তাকে কেবলই একজন মিউজিক ভিডিও মডেল হিসাবে ভাবতে শুরু করবেন, কারণ এর আগেই আরো দুটি মিউজিক ভিডিওতে ইতোমধ্যে কাজ করে ফেলেছিলেন তিনি। যার মাঝে একটি ছিল মারুন ৫ ব্যান্ডের "লাভ সামবডি"[১]। কিন্তু শেষ পর্যন্ত মারটেল তাকে রাজি করাতে সক্ষম হন। "ব্লার্ড লাইন্স" ভিডিওটি অনলাইনে মুক্তি পায় ২০১৩ সালের ২০ মার্চে[৮]। একই সালের ২৮ মার্চ রবিন থিক ভিডিওটির অসংক্ষেপিত এক সংস্করণ মুক্তি দেন[৯], যেখানে এমিলিকে নিজের বক্ষ সম্পূর্ণ অনাবৃত করে উপস্থিত হতে দেখা যায়।[৭]
"ব্লার্ড লাইন্স" মিউজিক ভিডিওটি প্রকাশনার পর বেশ বিতর্কিত হয়: কেউ কেউ ভিডিওটিতে নারীর প্রতি অবমাননা ও নারীবিদ্বেষের নমুনা খুঁজে পেয়ে এটিকে লিঙ্গবাদী বলে অভিহিত করেন[১০][১১], আবার কয়েকজন সেই গানের কথায় ধর্ষণকে উৎসাহিত করা হয়েছে বলে মনে করেন।[১২] এসব ধারণার বিপরীতে কেউ কেউ এমনও মন্তব্য করেন যে ভিডিওটির মাধ্যমে বরং নারীদের ক্ষমতা ও যৌনতার স্বাধীনতাকে উদযাপন করা হয়েছে।[১৩][১৪] অন্যদিকে এমিলির মন্তব্য এমন ছিল যে, মানুষ যেভাবে মিউজিক ভিডিওটিতে তার নগ্নতা নিয়ে এত উৎসাহিত হয়ে উঠেছিল, এতে করে বরং এটাই প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র সমাজ হিসাবে যতটা প্রগতিশীল হওয়া উচিত ততটা আসলে হতে পারেনি[১৫]; এবং যৌনতার বহিঃপ্রকাশকে সমাজ বরাবরের মতোই অবদমিত করছে, যা উভয় লিঙ্গের মানুষদের জন্যই খারাপ।[১৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Greene, Andy (২০১৩-০৯-০৩)। "10 Things You Don't Know About 'Blurred Lines' Model Emily Ratajkowski"। Rolling Stone (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৪।
- ↑ FashionModelDirectory.com, The FMD-। "Emily Ratajkowski - Fashion Model | Models | Photos, Editorials & Latest News | The FMD"। The FMD - FashionModelDirectory.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৪।
- ↑ Funk, Nakita (২০২১-১১-২৯)। "What Do Christina Rossetti and Emily Ratajkowski Have in Common?: Gendered Power Dynamics in the Relationship Between the Female Model and the Male Artist"। USURJ: University of Saskatchewan Undergraduate Research Journal। 7 (2)। আইএসএসএন 2292-1141। ডিওআই:10.32396/usurj.v7i2.605।
- ↑ ক খ Shapiro, Bee (২০১৩-১০-২৩)। "For Emily Ratajkowski, 'Blurred Lines' Brings a Career Path Into Focus"। The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ "Stunning star of controversial music video reveals Irish roots"। Independent.ie (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ FashionModelDirectory.com, The FMD-। "Cover of TREATS! with Emily Ratajkowski, March 2012 (ID:12404)| Magazines | The FMD"। The FMD - FashionModelDirectory.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ ক খ Ayers, Mike (জুলাই ২২, ২০১৩)। "Q&A: Emily Ratajkowski on 'Blurred Lines' and Her Song of the Summer"। www.esquire.com। Archived from the original on এপ্রিল ৭, ২০১৫। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০২৩।
- ↑ "The 15 Most Hilarious Parts of Robin Thicke's 'Blurred Lines' Video | SPIN"। web.archive.org। ২০১৬-০৩-০৫। Archived from the original on ২০১৬-০৩-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ "'Blurred Lines' Banned By YouTube As Robin Thicke's Video Features Nude Models"। web.archive.org। ২০১৪-০৭-০১। Archived from the original on ২০১৪-০৭-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ "Director Fires Back At Sexism Claims"। HuffPost (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ Plank, Elizabeth (২০১৩-০৭-২৭)। "Robin Thicke's sexism isn't "blurry""। Salon (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ Romano, Tricia (২০১৩-০৬-১৭)। "'Blurred Lines,' Robin Thicke's Summer Anthem, Is Kind of Rapey"। The Daily Beast (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ Lai, Jennifer (২০১৩-০৬-২৭)। ""Blurred Lines" Is Cocky, Yes. But Rapey? No."। Slate (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 1091-2339। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ Lynskey, Dorian (২০১৩-১১-১৩)। "Blurred Lines: the most controversial song of the decade"। The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ "'Blurred Lines' Model Emily Ratajkowski on Her Role in 'Gone Girl'"। web.archive.org। ২০১৫-০৮-২৪। Archived from the original on ২০১৫-০৮-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।
- ↑ "Emily Ratajkowski: from SD theater to movie star | SanDiegoUnionTribune.com"। web.archive.org। ২০১৬-০৩-০৬। Archived from the original on ২০১৬-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১।