এমআরটি লাইন ৫ হলো ঢাকা মেট্রোরেল একটি অনুমোদিত গণ দ্রুত পরিবহন লাইন। এটি হবে ঢাকা মেট্রোরেল ব্যবস্থার তৃতীয় লাইন। এই লাইনটি নর্দার্ন রুট এবং সাউদার্ন রুট নিয়ে গঠিত। এমআরটি লাইন এ এর উত্তর রুটের নির্মাণ ২০২৩ সালের জুলাই মাসে শুরু হবে এবং ২০২৮ সালের মধ্যে এটি চালু হওয়ার কথা রয়েছে।[]

ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন ৫
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিঅনুমোদিত
মালিকসড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
অঞ্চলবৃহত্তর ঢাকা, বাংলাদেশ
স্টেশন২৯
পরিষেবা
ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
ব্যবস্থাঢাকা মেট্রোরেল
পরিচালকঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
ডিপো
দৈনিক যাত্রীসংখ্যা১২৩০০০০ (আনুমানিক)
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্যনর্দার্ন রুট: ২০ কিলোমিটার (১২ মা)
সাউদার্ন রুট: ১৭.৩ কিলোমিটার (১০.৭ মা)
ট্র্যাকসংখ্যা
বৈশিষ্ট্যউড়াল ও পাতাল
যাত্রাপথের মানচিত্র

পটভূমি

সম্পাদনা

২০০৫ সালে বিশ্ব ব্যাংক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে , যেখানে বাংলাদেশ সরকারকে ঢাকায় গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। একই বছরে মার্কিন পরামর্শক সংস্থা লুই বার্জার গ্রুপ ঢাকার জন্য একটি কৌশলগত পরিবহন পরিকল্পনা তৈরি করে।[] বিশ্ব ব্যাংক এই পরিকল্পনাটি বিকাশে সহায়তা করেছিল যা ঢাকায় পাঁচটি এমআরটি লাইন নির্মাণের প্রস্তাব দিয়েছিল।[] পাঁচটি মেট্রো লাইন ছিল এমআরটি লাইন ১, এমআরটি লাইন ২, এমআরটি লাইন ৪, এমআরটি লাইন ৫ এবং এমআরটি লাইন ৬[]

স্টেশন

সম্পাদনা

নর্দার্ন রুট

সম্পাদনা

এমআরটি লাইন ৫ এর নর্দার্ন রুট নির্মাণ কাজ ২০২৩ সালের জুলাই মাসে শুরু হবে এবং ২০২৮ সালের মধ্যে শেষ হবে।[]

কোড নাম সংযোগ অবস্থান চালু
হেমায়েতপুর সাভার উপজেলা পরিকল্পিত
বালিয়ারপুর
বিলামালিয়া
আমিনবাজার
গাবতলী  এমআরটি লাইন ২ 
 এমআরটি লাইন ৫দ 
মিরপুর থানা
দার-উস-সালাম দার-উস-সালাম থানা
মিরপুর ১ মিরপুর থানা
মিরপুর ১০  এমআরটি লাইন ৬ 
মিরপুর ১৪
১০ কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট থানা
১১ বনানী বনানী থানা
১২ গুলশান ২ গুলশান থানা
১৩ নতুন বাজার  এমআরটি লাইন ১  ভাটারা থানা
১৪ ভাটারা

সাউদার্ন রুট

সম্পাদনা

এমআরটি লাইন ৫ এর সাউদার্ন রুট এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। নতুন স্টেশন যোগ করা - স্টেশনগুলির বিভিন্ন নাম নির্ধারণ করা বা লাইন থেকে বাদ দেওয়া কিছু স্টেশন সহ স্টেশনগুলির তালিকায় পরিবর্তন হতে পারে। তাই স্টেশনগুলির তালিকা চূড়ান্ত নয় এবং ভবিষ্যতে আপডেট করা হতে পারে।

কোড নাম সংযোগ অবস্থান চালু
গাবতলী  এমআরটি লাইন ২ 
 এমআরটি লাইন ৫উ 
মিরপুর থানা পরিকল্পিত
টেকনিক্যাল দারুস সালাম থানা
কল্যাণপুর কল্যাণপুর থানা
শ্যামলী আদাবর থানা
কলেজগেট তেজগাঁও থানা
আসাদগেট মোহাম্মদপুর থানা
রাসেল স্কয়ার ধানমন্ডি থানা
কারওয়ান বাজার  এমআরটি লাইন ৬  তেজগাঁও থানা
হাতিরঝিল হাতিরঝিল থানা
১০ তেজগাঁও তেজগাঁও থানা
১১ আফতাবনগর  এমআরটি লাইন ১  গুলশান থানা
১২ আফতাবনগর সেন্টার
১৩ আফতাবনগর পূর্ব
১৪ নাসিরাবাদ বাড্ডা থানা
১৫ দাশেরকান্দি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Deal signed for developing MRT Line-5 depot"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২১ 
  2. Rahman, Shamim (২৩ ডিসেম্বর ২০২২)। "পুরোটাই উড়ালপথে নির্মাণ ভারতের 'মেট্রো ম্যান' শ্রীধরনের পরামর্শে"Bonikbarta.net। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২ 
  3. Zaman, Sheikh Shahriar (২৫ ডিসেম্বর ২০২২)। "মেট্রোরেল ছিল বিরাট এক চ্যালেঞ্জ"Bangla Tribune। ২৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২ 
  4. "এয়ারপোর্ট থেকে কমলাপুর আন্ডারগ্রাউন্ড লাইন হচ্ছে"Kaler Kantho। ১৪ অক্টোবর ২০১৯। ৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৩ 
  5. "Construction of Bangladesh's first underground metro line begins in July"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২১