এজরি এনগোয়ো কোন্সা (ইংরেজি: Ezri Konsa; জন্ম: ২৩ অক্টোবর ১৯৯৭; এজরি কোন্সা নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব অ্যাস্টন ভিলা এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

এজরি কোন্সা
২০২১ সালে অ্যাস্টন ভিলার হয়ে কোন্সা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এজরি এনগোয়ো কোন্সা
জন্ম (1997-10-23) ২৩ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান নিউহ্যাম, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অ্যাস্টন ভিলা
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪৭, ৪ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, কোন্সা ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

এজরি এনগোয়ো কোন্সা ১৯৯৭ সালের ২৩শে অক্টোবর তারিখে ইংল্যান্ডের নিউহ্যামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

কোন্সা ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ৮ই জুন তারিখে তিনি ইতালি অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১২ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০২৪ সালের ২৩শে মার্চ তারিখে, ২৬ বছর ও ৫ মাস বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোন্সা ব্রাজিলের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ২০তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় কাইল ওয়াকারের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি ব্রাজিল ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে কোন্সা সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৪ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Italy U20 - England U20, Jun 8, 2017 - U-20 World Cup 2017 - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "England vs. Brazil - 23 March 2024 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "England - Brazil 0:1 (Friendlies 2024, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. "England - Brazil, Mar 23, 2024 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  5. Strack-Zimmermann, Benjamin। "England vs. Brazil"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা