এক আকাশের নিচে
এক আকাশের নিচে একটি ধারাবাহিক নাটক যা শুরুতে সম্প্রচার করা হয়েছিলো আলফা বাংলাতে। ২০০৫ সালের জানুয়ারি মাসে এটির প্রচার শেষ হয়ে যায়।
এক আকাশের নিচে | |
---|---|
লেখক | মিতালি ভট্টাচার্য |
পরিচালক | রবি ওঝা |
অভিনয়ে | সুমিত্রা মুখোপাধ্যায়, চৈতী ঘোষাল, রজতাভ দত্ত, শাশ্বত চ্যাটার্জি, প্রমুখ |
আবহ সঙ্গীত রচয়িতা | চন্দন |
মূল দেশ | ভারত |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | আলফা বাংলা |
জনপ্রিয় এই নাটক আলফা বাংলায় সম্প্রচার হবার পরে জি বাংলায় মার্চ ২০২০ সালে পূনরায় প্রচার শুরু হয়।[১]
কাহিনি
সম্পাদনা‘এক আকাশের নিচে’ এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের প্রতিদিনের সুখদুঃখ আনন্দবেদনা ঘাতপ্রতিঘাতের গল্প।
শিরোনাম সঙ্গীত
সম্পাদনা“কিছু মেঘ, কিছু রোদ্দুর, পালাবে কোথায় বলো কতদূর, ফিরে আসতেই হবে তোমায়, ফেলে আসা সেই পুরনো সময়… এক আকাশের নিচে।”
‘এক আকাশের নিচে’র শিরোনাম সঙ্গীত গেয়েছিলেন ভূপিন্দর সিং আর হোমিকা আচার্য্য। সুরকার চন্দন, যিনি সিরিয়ালেও একজন সুরকারের ভূমিকায় অভিনয়ও করেছিলেন। যার সুরে চৈতি গান গাইতেন।[২]
অভিনয়
সম্পাদনাআম্মা | সুমিত্রা মুখোপাধ্যায় / সোমা দে |
অজয় | পার্থসারথি দেব / অরিন্দম শীল |
অতুল | রজতাভ দত্ত |
আকাশ | শাশ্বত চ্যাটার্জি |
রাজ | ঋতা দত্তচক্রবর্তী |
মিনু | অপরাজিতা আঢ্য |
ছুটকি | কমলিকা ব্যানার্জি |
মাধু | চৈতি ঘোষাল |
অনিতা | সুদীপা বসু |
নন্দিনী | অদিতি চ্যাটার্জি /দেবলীনা দত্ত |
ভাস্কর | বাদশা মৈত্র |
শৈবাল | শান্তিলাল মুখার্জি |
পাখি | কনীনিকা বন্দ্যোপাধ্যায় |
টুসকি | সমতা দাস |
কানাই | কল্যাণ চ্যাটার্জি |
তরু | রুমকী চ্যাটার্জি |
জুলিয়া | সুনীতা সেনগুপ্ত |
ঋত্মিক | কৌশিক সেন |
ইন্দ্র | ভাস্বর চট্টোপাধ্যায় |
পিউ | স্বস্তিকা মুখার্জি |
প্রবাল | রুদ্রনীল ঘোষ |
পলাশের বাবা | দেবশংকর হালদার |
জিনাত | মনামী ঘোষ |
সায়ন | পরমব্রত চট্টোপাধ্যায় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফিরছে 'এক আকাশের নিচে', 'অগ্নিপরীক্ষা', লকডাউনে নস্টালজিয়া জি বাংলায়"। ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০।
- ↑ "রবি আমাদের এক আকাশ স্বপ্ন দেখিয়েছিল"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০।