ঋতা দত্ত চক্রবর্তী
ঋতা দত্ত চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী ৷স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মায়ে আরতির ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন।[১] তিনি আবৃত্তিকারক ও বটে। [২][৩]
ঋতা দত্ত চক্রবর্তী | |
---|---|
জন্ম | ঋতা দত্ত চক্রবর্তী |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
শৈশব
সম্পাদনাশৈশব কেটেছে উত্তরবঙ্গের বালুরঘাট শহরে ৷
অভিনয়
সম্পাদনারূপালী পর্দায় নানা ছায়াছবিতে ও টেলিভিশন ধারাবাহিকে নায়িকা ও অন্য চরিত্রে অভিনয় করেছেন ৷ বাণিজ্যিক ও শিল্পকলা দুই শৈলীর ছায়াছবিতে সাবলীল তার অভিনয় ও চিরযৌবনবতী মুখ দর্শকমহলে তাকে জনপ্রিয় করেছে ৷ কৈশোরে অভিনয়ে হাতেখড়ি কলকাতার থিয়েটার জগতের অন্যতম অভিনেত্রী তৃপ্তি মিত্রের কাছে ৷ ভারতের বিখ্যাত অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামা'র স্কলারশিপ অর্জন করেন ৷ তবে পরবর্তীকালে সেখানে যোগদান না করে তৃপ্তি মিত্রের কাছে অভিনয় শিক্ষা শুরু করেন ৷ এছাড়া জগন্নাথ বসুর কাছে কন্ঠ অভিনয় শিক্ষা করেন ৷ কলকাতার আকাশবানীর নানা জনপ্রিয় শ্রুতি নাটকে তিনি নায়িকার কন্ঠ দিয়েছেন ৷ তার অভিনীত নানা ছায়াছবির মধ্যে শিল্পী, রানু,আলো (চলচ্চিত্র),ক্রান্তিকাল [৪],হাউসফুল, জীবন সাথী, ক্রিমিনাল, শীতকাল কবে আসবে ও সুপর্ণা অন্যতম ৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যেভাবে স্টার জলসার মা নাটকের সকল পর্ব দেখবেন ও ডাউনলোড করবেন | প্রথম বাংলা আর্টিকেল ডিরেক্টরি ~ বিডি আর্টিকেল | BD-Article.Com"। web.archive.org। ২০১২-০৬-১৫। Archived from the original on ২০১২-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৭।
- ↑ "Musical extravaganza"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৭।
- ↑ "Aagomoni rocks it"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৭।
- ↑ "Rita Dutta Chakraborty"। photogallery.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৭।