একনা ক্রিকেট স্টেডিয়াম
একনা ক্রিকেট স্টেডিয়াম (হিন্দি: भारत रत्न श्री अटल बिहारी वाजपेयी इकाना क्रिकेट स्टेडियम, উর্দু: بھارت رتن شری اٹل بہاری واجپائی ایکانا کرکٹ اسٹیڈیم) এই নামেও পরিচিত ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী (বিআরএসএভি) একনা ক্রিকেট স্টেডিয়াম উত্তরপ্রদেশের লখনউতে অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ৫০,০০০ ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামটি ভারতের পঞ্চম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী (বিআরএসএভি) একনা ক্রিকেট স্টেডিয়াম | |||||
স্টেডিয়ামের তথ্যাবলি | |||||
---|---|---|---|---|---|
অবস্থান | একনা স্পোর্টস সিটি, লখনউ, উত্তরপ্রদেশ, ভারত | ||||
দেশ | ভারত | ||||
প্রতিষ্ঠা | ২০১৭ | ||||
ধারণক্ষমতা | ৫০,০০০ | ||||
স্বত্ত্বাধিকারী | একনা স্পোর্টস সিটি | ||||
স্থপতি | স্কাইলাইন আর্কিটেকচারাল কন্সালট্যান্টস | ||||
পরিচালক | একনা স্পোর্টস সিটি | ||||
ভাড়াটে | উত্তরপ্রদেশ ক্রিকেট দল লখনউ সুপার জায়ান্টস ভারত জাতীয় ক্রিকেট দল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল | ||||
প্রান্তসমূহ | |||||
উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্ত | |||||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||||
একমাত্র পুরুষ টেস্ট | ২৭–২৯ নভেম্বর ২০১৯: আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||||
প্রথম পুরুষ ওডিআই | ৬ নভেম্বর ২০১৯: আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||||
সর্বশেষ পুরুষ ওডিআই | ২১ অক্টোবর ২০২৩: নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা | ||||
প্রথম পুরুষ টি২০আই | ৬ নভেম্বর ২০১৮: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||||
সর্বশেষ পুরুষ টি২০আই | ২৯ জানুয়ারি ২০২৩: ভারত বনাম নিউজিল্যান্ড | ||||
প্রথম নারী ওডিআই | ৭ মার্চ ২০২১: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ||||
সর্বশেষ নারী ওডিআই | ১৭ মার্চ ২০২১: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ||||
প্রথম নারী টি২০আই | ২০ মার্চ ২০২১: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ||||
সর্বশেষ নারী টি২০আই | ২৩ মার্চ ২০২১: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | ||||
ঘরোয়া দলের তথ্য | |||||
| |||||
২৩ মার্চ ২০২১ অনুযায়ী |
২০১৯-এ জুলাই মাসে বিসিসিআই এই মাঠটিকে আফগানিস্তানের তৃতীয় ঘরের মাঠ হিসেবে ঘোষণা করে।
এটি নতুন আইপিএল দল লখনউ সুপার জায়ান্টস এরও ঘরের মাঠ।
ইতিহাস
সম্পাদনা২০১৮ সালের ৬ নভেম্বর স্টেডিয়ামটিতে প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ ছিল। এটি ভারতের ৫২তম স্টেডিয়াম যেখানে অন্তত একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। ম্যাচটিতে রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি করেন। খেলায় ভারত ৭১ রানে জয়লাভ করে।
লখনউতে ১৯৯৪ সালের জানুয়ারি মাসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছিল। ম্যাচটি কে. ডি. সিং বাবু স্টেডিয়ামে হয়েছিল যাতে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলে। আন্তর্জাতিক অভিষেকের পূর্বে, এখানে ২০১৭-১৮ দিলীপ ট্রফির ফাইনাল আয়োজন করা হয়েছিল।
২০১৯ সালের মে মাসে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তাদের আন্তর্জাতিক ম্যাচের জন্য এই স্টেডিয়ামটি ব্যবহার করতে দেওয়ার অনুরোধ জানায়। ২০১৯ সালের আগস্টে, বিসিসিআই আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলকে ভারতে তাদের তৃতীয় হোম ভেন্যু হিসাবে স্টেডিয়ামটি প্রদান করে। তাদের পূর্বের ভেন্যু ছিল দেরাদুন এবং বৃহত্তর নয়ডা।
এখানে ২০১৯ সালে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সমস্ত ম্যাচ আয়োজন করা হয়। ২০১৯ সালের ৬ নভেম্বর, ভেন্যুটিতে প্রথমবারের মত ওডিআই ম্যাচ আয়োজন করা হয়। ২৭ নভেম্বর, ভেন্যুটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ আয়োজন করা হয়।
আন্তর্জাতিক শতকের তালিকা
সম্পাদনাটেস্ট
সম্পাদনাএকটি মাত্র টেস্ট শতক এই মাঠে হয়েছে।
নং | রান | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১১১* | শামার ব্রুকস | ওয়েস্ট ইন্ডিজ | ২১৪ | ২ | আফগানিস্তান | ২৮ নভেম্বর ২০১৯ | বিজয়ী |
একদিনের আন্তর্জাতিক
সম্পাদনাএকটি মাত্র ওডিআই শতক এই মাঠে আছে।
নং | রান | খেলোয়াড় | দল | বল | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ১০৯* | শাই হোপ | ওয়েস্ট ইন্ডিজ | ১৪৫ | আফগানিস্তান | ১১ নভেম্বর ২০১৯ | বিজয়ী |
২ | ১০৯ | কুইন্টন ডি কক | দক্ষিণ আফ্রিকা | ১০৬ | অস্ট্রেলিয়া | ১২ অক্টোবর ২০২৩ | বিজয়ী |
টি২০ আন্তর্জাতিক
সম্পাদনাএকটি মাত্র টি২০আই শতক এই মাঠে হয়েছে।
নং | রান | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১১১* | রোহিত শর্মা | ভারত | ৬১ | ১ | ওয়েস্ট ইন্ডিজ | ৬ নভেম্বর ২০১৮ | বিজয়ী |
মহিলাদের একদিনের আন্তর্জাতিক
সম্পাদনাএকটি মাত্র ডব্লিউ-ওডিআই শতক এই মাঠে আছে।
নং | রান | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১৩২* | লিজেল লি | দক্ষিণ আফ্রিকা | ১৩২ | ২ | ভারত | ১২ মার্চ ২০২১ | বিজয়ী |
এক ইনিংসে পাঁচ উইকেট লাভের রেকর্ড (আন্তর্জাতিক)
সম্পাদনাটেস্ট
সম্পাদনাNo. | Bowler | Date | Team | Versus | Inn | Overs | Runs | Wkts | Result |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | Rahkeem Cornwall | ২৭ নভেম্বর ২০১৯ | ওয়েস্ট ইন্ডিজ | আফগানিস্তান | 1 | 25.3 | 75 | 7 | West Indies won |
2 | Hamza Hotak | ২৭ নভেম্বর ২০১৯ | আফগানিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | 2 | 28.3 | 74 | 5 | West Indies won |
টি২০আই
সম্পাদনাNo. | Bowler | Date | Team | Versus | Inn | Overs | Runs | Wkts | Result |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | Karim Janat | ১৬ নভেম্বর ২০১৯ | আফগানিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | 2 | 4 | 11 | 5 | Afghanistan won |