উলচাপাড়া মসজিদ
বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার প্রত্নতাত্ত্বিক স্থান
উলচাপাড়া জামে মসজিদ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার অধীনে উলচাপাড়া গ্রামে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন।[১] মসজিদটিতে প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা যায় সপ্তাদশ শতাব্দীতে অর্থাৎ ১৭২৭-২৮ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ করা হয়েছে। এটির প্রতিষ্ঠাতা পশ্চিম দেশীয় বনিক শাহ সৈয়দ মো: মুরাদ, যাকে মসজিদের পাশেই সমাহিত করা হয়েছে।[২]
উলচাপাড়া জামে মসজিদ | |
---|---|
![]() উলচাপাড়া মসজিদ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া |
অঞ্চল | চট্টগ্রাম |
পরিচালনা সংস্থা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
পবিত্রীকৃত বছর | ১৭২৭-২৮ (আনুমানিক) |
অবস্থান | |
অবস্থান | ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫৭′০২″ উত্তর ৯১°০৫′৪৯″ পূর্ব / ২৩.৯৫০৪৭° উত্তর ৯১.০৯৬৮৭° পূর্ব |
স্থাপত্য | |
প্রতিষ্ঠাতা | শাহ সৈয়দ মো: মুরাদ |
নির্দিষ্টকরণ | |
দৈর্ঘ্য | ২২ ফুট (৬.৭ মি) |
প্রস্থ | ৫২ ফুট (১৬ মি) |
গম্বুজসমূহ | ৩ |
উপাদানসমূহ | ইট |
প্রাতিষ্ঠানিক নাম: উলচাপাড়া মসজিদ | |
ধরন | প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
মাতৃ তালিকায়ন | বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা |
সূত্র নং | BD-B-04-1 |
অভ্যন্তরীণ নকশাসম্পাদনা
মসজিদটির আয়তন ৫২ ফুট (১৬ মি) X ২২ ফুট (৬.৭ মি), এবং এর দেয়াল ৪ ফুট (১.২ মি) ফুট পুরু। প্রধান গম্বুজের কেন্দ্র থেকে মসজিদের ভিতরের দেয়ালে নিচ পর্যন্ত কারুকাজ রয়েছে। ফরাসি ভাষার একটি শিলালিপি মসজিদের ভিতরে পাওয়া গিয়েছিল কিন্তু এর অর্থ উদ্ধার করা সম্ভব হয় নি।[৩][৪]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ মাহবুবুর রহমান (২০১২)। "ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "উলচাপাড়া মসজিদ, ব্রাক্ষ্মণবাড়িয়া"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৫ ফেব্রুয়ারি ২০১৫। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯।
- ↑ "উলচাপাড়া মসজিদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নকশা"। ২ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৬।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে উলচাপাড়া মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |