উপপুরাণ
উপপুরাণ হল এক ধরনের হিন্দু ধর্মগ্রন্থ। গুরুত্বের দিক থেকে পুরাণ সাহিত্যে এগুলির স্থান মহাপুরাণগুলির ঠিক পরেই। এগুলির অধিকাংশই মহাপুরাণগুলির পরবর্তীকালে রচিত। তবে এগুলির কয়েকটি আকারে বৃহৎ ও বিশেষ গুরুত্বপূর্ণ।[১]
মহাপুরাণগুলির মতো উপপুরাণগুলিও সংখ্যায় ১৮টি বলে দাবি করা হয়। যদিও বৃহদ্ধর্ম পুরাণ-এ বলা হয়েছে, উপপুরাণের সংখ্যায় অনেক। তবে মহাপুরাণগুলির নাম নিয়ে যেমন ঐকমত্য দেখা যায়, উপপুরাণগুলির ক্ষেত্রে তা হয় না। কূর্ম পুরাণ, গরুড় পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ, দেবীভাগবত পুরাণ, একাম্র পুরাণ, হেমাদ্রির চতুর্বর্গচিন্তামণি ও বল্লালসেনের দানসাগর-এ উপপুরাণগুলির তালিকা পাওয়া যায়। এই সব গ্রন্থে দেওয়া তালিকা থেকে ১৮-এর অনেক বেশি সংখ্যক উপপুরাণের কথা জানা যায়। সংস্কৃত ধর্মগ্রন্থগুলিতে বিভিন্ন তালিকায় প্রায় একশোটি উপপুরাণের নাম পাওয়া যায়। তবে এগুলির অধিকাংশই এখন অবলুপ্ত।[১]
তালিকা
সম্পাদনাকূর্ম পুরাণের তালিকা
সম্পাদনাকূর্ম পুরাণ-এ (পূর্বভাগ, ১। ১৭-২০) উপপুরাণের নিম্নোক্ত তালিকাটি পাওয়া যায়:[১]
- আদ্যা পুরাণ (সনৎকুমার)
- নরসিংহ পুরাণ
- স্কন্দ পুরাণ
- শিবধর্ম পুরাণ
- দুর্বাসা পুরাণ
- নারদীয় পুরাণ
- কপিল পুরাণ
- বামন পুরাণ
- ঔশানস পুরাণ
- ব্রহ্মাণ্ড পুরাণ
- বরুণ পুরাণ
- কালিকা পুরাণ
- মহেশ্বর পুরাণ
- সাম্ব পুরাণ
- সৌর পুরাণ
- পরাশর পুরাণ
- মারীচ পুরাণ
- ভার্গব পুরাণ
বৃহদ্ধর্ম পুরাণের তালিকা
সম্পাদনাবৃহদ্ধর্ম পুরাণ-এ উপপুরাণের নিম্নোক্ত তালিকাটি পাওয়া যায়:[১]
- আদি পুরাণ
- আদিত্য পুরাণ
- বৃহন্নারদীয় পুরাণ
- নারদীয় পুরাণ
- নন্দীশ্বর পুরাণ
- বৃহন্নন্দীশ্বর পুরাণ
- সাম্ব পুরাণ
- ক্রিয়াযোগসার
- কালিকা পুরাণ
- ধর্ম পুরাণ
- বিষ্ণুধর্মোত্তর পুরাণ
- শিবধর্ম পুরাণ
- বিষ্ণুধর্ম পুরাণ
- বামন পুরাণ
- বরুণ পুরাণ
- নরসিংহ পুরাণ
- ভার্গব পুরাণ
- বৃহদ্ধর্ম পুরাণ
সাম্প্রদায়িক বিভাজন
সম্পাদনামহাপুরাণগুলির মতো অধিকাংশ উপপুরাণও উপকরণগত দিক থেকে সাম্প্রদায়িক চরিত্রের। উপপুরাণগুলিকে সম্প্রদায়ভেদে বৈষ্ণব, শাক্ত, শৈব, সৌর, গাণপত্য ও অসাম্প্রদায়িক - এই কয়টি ভাগে ভাগ করা যায়।[১]
বৈষ্ণব উপপুরাণ
সম্পাদনাবৈষ্ণব উপপুরাণগুলির মধ্যে প্রধান: বিষ্ণুধর্ম পুরাণ, বিষ্ণুধর্মোত্তর পুরাণ, নরসিংহ পুরাণ, বৃহন্নারদীয় পুরাণ ও ক্রিয়াযোগসার।[১]
শাক্ত উপপুরাণ
সম্পাদনাশাক্ত উপপুরাণগুলির মধ্যে উল্লেখযোগ্য দেবী পুরাণ, কালিকা পুরাণ, মহাভাগবত পুরাণ, দেবীভাগবত পুরাণ, ভগবতী পুরাণ, চণ্ডী পুরাণ (বা চণ্ডিকা পুরাণ) ও সতী পুরাণ।[১]
শৈব উপপুরাণ
সম্পাদনাশৈব উপপুরাণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিব পুরাণ, সৌর পুরাণ, শিবধর্ম পুরাণ, শিবধর্মোত্তর পুরাণ, শিবরহস্য পুরাণ, একাম্র পুরাণ, পরাশর পুরাণ, বশিষ্ঠলৈঙ্গ পুরাণ ও বিখ্যাদ পুরাণ।[১]
শিবধর্ম পুরাণ-এ শুধুমাত্র ধর্মীয় ক্রিয়াকাণ্ডের উল্লেখ আছে। এটি একটি ধর্মশাস্ত্র হিসেবে উল্লিখিত হয়েছে।[২]
সৌর উপপুরাণ
সম্পাদনাসাম্ব পুরাণ হল একমাত্র সৌর উপপুরাণ।[১]
গাণপত্য উপপুরাণ
সম্পাদনামুদগল পুরাণ ও গণেশ পুরাণ হল দুটি গাণপত্য উপপুরাণ।[১]
অসাম্প্রদায়িক পুরাণ
সম্পাদনাভবিষ্যোত্তর পুরাণ, কপিল পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয়।[১]
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট Hazra, R.C. (1962, reprint 2003). The Upapuranas in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, আইএসবিএন ৮১-৮৫৮৪৩-০৩-১, pp.271-286
- ↑ Rocher, Ludo (১৯৮৬)। "The Purāṇas"। Jan Gonda (ed.)। A History of Indian Literature। Vol.II, Epics and Sanskrit religious literature, Fasc.3। Wiesbaden: Otto Harrassowitz Verlag। পৃষ্ঠা 228। আইএসবিএন 3-447-02522-0।