উত্তরা (চলচ্চিত্র)
চলচ্চিত্র
এই নিবন্ধে ব্যবহৃত কিছু তথ্যসূত্র নির্ভরযোগ্য নয়। (মার্চ ২০১৪) |
উত্তরা (ইংরেজি: The Wrestlers), হচ্ছে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত বাঙালি কবি বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র। এটি সমরেশ বসুর গল্পের ভিত্তিতে চিত্রিত। জয়া শীল উত্তরা নামে অভিনয় করেন। এছাড়াও তাপস পাল, শঙ্কর চক্রবর্তী এবং রাইসুল ইসলাম আসাদ খ্রিস্টান পাদ্রি হিসেবে অভিনয় করেন।
উত্তরা Uttara | |
---|---|
পরিচালক | বুদ্ধদেব দাশগুপ্ত |
প্রযোজক | বুদ্ধদেব দাশগুপ্ত দুলাল রায় |
রচয়িতা | বুদ্ধদেব দাশগুপ্ত সমরেশ বসু (গল্প) |
শ্রেষ্ঠাংশে | জয়া শীল, তাপস পাল, শঙ্কর চক্রবর্তী, রাইসুল ইসলাম আসাদ |
সুরকার | বিশ্বদেব দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | অসীম বসু |
সম্পাদক | রবিরঞ্জন মৈত্র |
পরিবেশক | বুদ্ধদেব দাশগুপ্ত প্রোডাকশন |
মুক্তি | ২০০০ |
স্থিতিকাল | ৯৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ এলাকার মানুষের সহিংসতা, মানবিক পাপ এবং অনাচারকে বৈপরীত্যের মাধ্যমে তুলে ধরেছে। স্থানটি হচ্ছে বাংলার পুরুলিয়া জেলার একটি শান্ত গ্রাম।
অভিনেতাগণ
সম্পাদনা- জয়া শীল উত্তরা চরিত্রে
- তাপস পাল নিমাই চরিত্রে
- শঙ্কর চক্রবর্তী বলরাম চরিত্রে
- রাইসুল ইসলাম আসাদ খ্রিস্টান পাদ্রি চরিত্রে
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে উত্তরা (ইংরেজি)