উত্তরখান থানা

বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা বা থানা।

উত্তরখান, বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা বা থানা[]

উত্তরখান
থানা
উত্তরখান থানা
উত্তরখান থানার পুলিশের লোগো
উত্তরখান থানার পুলিশের লোগো
উত্তরখান বাংলাদেশ-এ অবস্থিত
উত্তরখান
উত্তরখান
বাংলাদেশে উত্তরখান থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫২′ উত্তর ৯০°২৮′ পূর্ব / ২৩.৮৬৭° উত্তর ৯০.৪৬৭° পূর্ব / 23.867; 90.467 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলাতেজগাঁও উন্নয়ন সার্কেল
আয়তন
 • মোট২০.০৯ বর্গকিমি (৭.৭৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৫২,০১৪
 • জনঘনত্ব২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৪.৫৮
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১২৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ২৬ ৯৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

উত্তরখান থানার আয়তন প্রায় ২০.০৯  কিমি (৭.৭৬ বর্গমাইল)[]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

উত্তরখান থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত। তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি উত্তরা জোন এবং এসি এয়ারপোর্ট জোন। এই থানাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন।[]

সীমানা

সম্পাদনা

উত্তরখান থানার সীমানা: উত্তরে টঙ্গী (খাল) ও গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে খিলক্ষেত ও দক্ষিণখান থানা, পূর্বে বালু নদী ও কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা, গাজীপুর সদর উপজেলা ও পশ্চিমে দক্ষিণখান থানা।[]

ইতিহাস

সম্পাদনা

উত্তরখান থানা ২০০৬ সালে ১টি ইউনিয়ন ও ১৪টি মৌজা নিয়ে গঠিত হয়। উত্তরখান ইউনিয়নের নামানুসারে এই থানার নামকরণ করা হয়েছে।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তরখান থানার মোট জনসংখ্যা ৫২০১৪, পুরুষ ২৭২৫৪; মহিলা ২৪৭৬০। যার মধ্যে মুসলিম ৪৯৪৮৮, হিন্দু ২১১৪, বৌদ্ধ ৪০৮ এবং অন্যান্য ৪ জন।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তরখান থানা সাক্ষরতার হার ৬৪.৫৮%।[]

যোগাযোগ

সম্পাদনা

উত্তরখান থানার আওতাধীন মোট ৫ টি বিট রয়েছে। বিট ও এলাকা অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বরঃ-

বিট নং আওতাভুক্ত এলাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নং
রাজাবাড়ী, বড়বাগ, কুড়িপাড়ারটেক, মাষ্টারপাড়া, মাষ্টারপাড়া বাজার, মুডা, ভাটুলিয়া, মুন্ডাবাজার, মুন্ডা লালবাগ, মুন্ডাপুলার টেক। এসআই- ০১৯১৭০৬৩৬৬১

এএসআই- ০১৭১৪৮০৩২৫০

মাউসাইদ, চাপানেরটেক, উজামপুর, শীতলেরটেক, নিনিরটেক, নোয়ারখোলা, খঞ্জরদিয়া, মৈনারটেক বাজার, প্রমী ফ্যাক্টরী, তেরমুখঘাট কুমুরখোলা, স্নানঘাটা, চাঁনপাড়াবাজার, নৈকাল কলেজ। এসআই- ০১৭১২৭৩০০২৪

এএসআই- ০১৭১৩০৫১৩১১

এএসআই- ০১৭১৮২০৫৩৬৩

চামুরখান, কাঁচকুড়া, পলাশিয়া, ভারদী, জামাইয়া। এসআই- ০১৭১০৪২৩৮০০

এএসআই- ০১৯২৬৮৭৯০০৩

এএসআই- ০১৯৪৭৫২১৪৯

দোবাদিয়া, কামরুলবাগান , কাঁচকুড়াবাজার (দক্ষিণ) ভাতুরিয়া, বেতুলী, বাউথার। এসআই- ০১৭১১৯৮০৮৭৩

এএসআই- ০১৭১৬৮৮১৯৫৪

এএসআই- ০১৭১৫২২৬৫৪

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মো. তুহীন মোল্লা (২০১২)। "ঢাকা জেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. শরীফ খুরশীদ আলম (২০১২)। "উত্তরখান থানা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০