উইকিপিডিয়া আলোচনা:ভালো নিবন্ধ

সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ১ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ১৮ জুন ২০২২" অনুচ্ছেদে

ভাল নিবন্ধের সংখ্যা সম্পাদনা

@Aftabuzzaman: ভাল নিবন্ধের সংখ্যাটি প্রদর্শিত না হয়ে ০ প্রদর্শিত হচ্ছে। একটু দেখিয়েন। ধন্যবাদ >>কায়সার আহমাদ (আলাপ) ০৭:২১, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি নিজেই বুঝতে পারছি না। আব্দুল্লাহ আল আশিক (আলাপ) ১৮:০২, ২৯ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম সম্পাদনা

ভালো না ভাল কোন বানানটি সঠিক ও বেশি ব্যবহৃত। আমারতো মনে হয় এটি ভাল হওয়ার কথা ছিল। >>কায়সার আহমাদ (আলাপ) ০৭:২১, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কোন বানানটি সঠিক ও বেশি ব্যবহৃত তা তর্কের বিষয়। তবে বাংলা একাডেমির অভিধান অনুসারে ভালো বানানে সমস্যা দেখি না। --আফতাব (আলাপ) ১৫:২১, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বানান সম্পাদনা

প্রথম অনুচ্ছেদে 'প্রক্রিয়া' বানান সম্ভবত ভুল --Greatder (আলাপ) ১৫:২৭, ২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৪, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পৃষ্ঠায় একটি ভুল তথ্য প্রসঙ্গে সম্পাদনা

বাংলা ভাষা নিবন্ধটি ভালো নিবন্ধ স্তরে উন্নীত হয়েছে। প্রধান পৃষ্ঠায় এটির যে সারাংশ দেওআ হয়েছে, তাতে একটি ছোটো ভুল চোখে পড়ল। বলা হয়েছে, "…ভারতের জাতীয় সঙ্গীত ও স্তোত্র বাংলাতে রচিত।" ভারতের জাতীয় স্তোত্র "বন্দে মাতরম্‌"-এর মূল গানটি সংস্কৃত-বাংলা মিশ্র ভাষায় লেখা। কিন্তু জাতীয় স্তোত্র (National Song) হিসেবে গানটির প্রথম নয়টি চরণ নেওয়া হয়, যেগুলি শুধুমাত্র সংস্কৃতে লেখা। "বন্দে মাতরম্" গানের মাঝের ও শেষের অংশ জাতীয় স্তোত্র হিসেবে গৃহীত না হওয়া এক দীর্ঘকালীন বিতর্কিত বিষয়। তাই উইকিপিডিয়ায় এই তথ্যটি শীঘ্রই সংশোধন করা দরকার। উক্ত লাইনটি হওয়া উচিত "…ভারতের জাতীয় সঙ্গীত বাংলাতে রচিত।" ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৮:৩০, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১৮ জুন ২০২২ সম্পাদনা

103.103.88.255 (আলাপ) ১২:৫৪, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ফাঁকা অনুরোধ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:৫৭, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ভালো নিবন্ধ" প্রকল্প পাতায় ফিরুন।