উইকিপিডিয়া:সরলীকৃত রচনাশৈলী নির্দেশনা

(উইকিপিডিয়া:SMOS থেকে পুনর্নির্দেশিত)

সরলীকৃত রচনাশৈলী নির্দেশনা হলো উইকিপিডিয়ায় মান্য প্রধান রচনাশৈলী নির্দেশনা ও এর উপপাতাসমূহের একটি সংক্ষিপ্ত বর্ণনা। রচনাশৈলী নির্দেশনায় একাধিক ঐচ্ছিক রীতির সন্নিবেশ ঘটানো হয়; কাজেই লক্ষ্য রাখবেন, যেন একটি নিবন্ধে একটিমাত্র রীতি অনুসৃত হয়। কোনো কারণ ছাড়া একাধিক রীতি অন্তর্ভুক্ত করবেন না। রচনাশৈলী নির্দেশনায় একাধিক বিকল্প থাকায় সেগুলো স্মৃতিতে ধারণ করতে হয়। নির্দেশনাগুলো নিয়ে আরও আলোচনা হতে পারে; তবে সবগুলো নির্দেশনাই সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ায়, সেইসব আলোচনা নিছক সময় নষ্ট করা বিতর্কে পর্যবসিত হতে পারে। উইকিপিডিয়ার কোনো নীতিই অপরিবর্তনশীল নয়। কিন্তু এই নির্দেশনাবলি উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে অধিক সংহত করে। উইকিপিডিয়ার সকল রচনাশৈলী নির্দেশনার বিস্তারিত সূচি পাবেন এখানে

সংক্ষেপ

সম্পাদনা

আনুমানিক প্রকাশ করতে আনু. (একটি ফাঁকাস্থান বা স্পেস-সহ) ব্যবহার করুন। অনুমান., আনুমা. কিংবা আনুমানি. এর ওপর প্রথমটিকে প্রাধান্য দিন। আরও পড়ুন ...

দেশের নামের ইংরেজি সংক্ষেপ ব্যবহার করবেন না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা শুধু যুক্তরাষ্ট্র; কিন্তু ইউএস বা ইউএসএ নয়। আরও পড়ুন ...

বিরামচিহ্ন

সম্পাদনা

উদ্ধৃতি ও লোপচিহ্ন

সম্পাদনা

উদ্ধৃতি চিহ্ন হিসেবে "' এবং উভয়টিই ব্যবহার করা যায়। তবে নিবন্ধে " "' ' ব্যবহার করা হলে, “ ”‘ ’ ব্যবহার করবেন না। আরও পড়ুন ...

বই, চলচ্চিত্র, টিভি সিরিজ, সঙ্গীতের অ্যালবাম, চিত্রকলার নাম এবং জাহাজের নাম বাঁকা হরফে লিখুন। কিন্তু গান, কবিতা ইত্যাদি বাঁকা হরফে না লিখে উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রকাশ করুন। আরও পড়ুন ...

ক্রিয়াপদের সংক্ষেপকরণে ইলেক চিহ্ন বসাবেন না। যেমন হবে লিখুন, হ'বে লিখবেন না। সম্বন্ধ পদ বোঝাতে ইলেক পরিহার করুন। যেমন: বাংলাদেশের গান, কিন্তু বাংলাদেশ'র গান নয়। আরও পড়ুন ...

পূর্ণ ও আংশিক বিরাম

সম্পাদনা

যদি উদ্ধৃতিতে দাঁড়ি (পূর্ণ বিরাম) কিংবা কমা বাক্যের অংশ হয়, তাহলে উদ্ধৃতি চিহ্নের ভেতরে সেগুলো দিন; অন্যথায় উদ্ধৃতিচিহ্নের বাইরে দিন। ইদ মানে "আনন্দ" কিন্তু সে বলল, "আজ ইদের দিন" আরও পড়ুন ...

বর্জন চিহ্ন বোঝাতে শুধু তিনটি ডট দিন: (...)। ডটগুলোর মাঝখানে কোনো ফাঁকাস্থান বা স্পেস দিবেন না: (. . .)। একক বর্জন চিহ্নও () পরিহার করুন। আরও পড়ুন ...

সিরিয়াল কমা পরিহার করুন। অর্থাৎ, এবং ইত্যাদি যোজক শব্দের পূর্বে কমা দিবেন না। যেমন: দুধ, কলা এবং চিনিআরও পড়ুন ...

দুইটি স্বাধীন খণ্ডবাক্যকে কমা দিয়ে যুক্ত করবেন না। আরও পড়ুন ...

চিত্রের ক্যাপশন একটি পূর্ণবাক্য না হলে দাঁড়ি (পূর্ণ বিরাম) ব্যবহার করবেন না। আরও পড়ুন ...

ড্যাশ ও হাইফেন

সম্পাদনা

সম্বন্ধ পদ ও ক্রিয়াবিশেষণ বোঝাতে হাইফেন পরিহার করুন: বাংলাদেশের, স্বয়ংক্রিয়ভাবে; কিন্তু বাংলাদেশ-য়ের, বাংলাদেশ-এর কিংবা স্বয়ংক্রিয়-ভাবে ব্যবহার করবেন না। (অনুরূপভাবে সম্বন্ধ পদ বোঝাতে ষষ্ঠী বিভক্তির পূর্বে স্পেস বা ফাঁকা স্থান দিবেন না: বাংলাদেশ এর।) আরও পড়ুন ...

হাইফেনকে ড্যাশ হিসেবে ব্যবহার করবেন না। দুইটি শব্দকে যুক্ত করতে হাইফেন ব্যবহার করা হয়। বাক্যের বিরামচিহ্ন হিসেবে ড্যাশ ব্যবহার করুন। এন ড্যাশের (–) পূর্বে ও পরে একটি করে   ব্যবহার করে স্পেস বা ফাঁকাস্থান রাখুন। কিন্তু এম ড্যাশের (—) পূর্বে ও পরে স্পেস বা ফাঁকাস্থান রাখবেন না। উইকিপিডিয়া:কীভাবে ড্যাশ দেবেন, দেখুন। ড্যাশ হিসেবে দ্বৈত হাইফেন (--) ব্যবহার করবেন না; বিয়োগ চিহ্ন হিসেবে হাইফেন দেবেন না। আরও পড়ুন ...

সংখ্যার মাঝখানে হাইফেন ব্যবহার করবেন না; এন ড্যাশ ব্যবহার করুন: পৃষ্ঠা ১৪–২১; ১৯৫৩–২০০৮। দ্বন্দ্ব সমাস প্রকাশ করতে বা পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয়সমূহকে যুক্ত করতে এন ড্যাশ ব্যবহার করুন: লাল–সবুজ বর্ণান্ধতা; ঢাকা–বরিশাল নৌপথ। একাধিক পদবিশিষ্ট তারিখের ক্ষেত্রে এন ড্যাশের উভয় পাশে ফাঁকাস্থান বা স্পেস দিন: জানুয়ারি ১৯৯৯ – ডিসেম্বর ২০০০আরও পড়ুন ...

সংখ্যা ও তারিখ

সম্পাদনা

নিবন্ধে ১ নম্বর বা ১ নং ব্যবহার করা যাবে; কিন্তু #১ কিংবা ১ নাম্বার ব্যবহার করবেন না। কমিক বইয়ের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। কিন্তু নিবন্ধে কখনোই প্রতীক ব্যবহার করবেন না। আরও পড়ুন ...

বারো হাজার প্রকাশ করতে ১২,০০০ লিখুন; ১২.০০০ লিখবেন না। কমা ব্যবহারের ভারতীয় পদ্ধতি অনুসরণ করুন: ১,১২,২৭০আরও পড়ুন ...

তারিখ প্রকাশের জন্য ১০ জুন ১৯২১ (দদ মম বববব) বিন্যাস ব্যবহার করুন; জুন ১০, ১৯২১ বিন্যাস (মম দদ, বববব) বিন্যাস ব্যবহার করবেন না। প্রথমটির ক্ষেত্রে কোনো কমা ব্যবহার করতে হয় না। শুধু মাস ও বছর লিখতেও কমার প্রয়োজনীয়তা নেই: জুন ১৯২১আরও পড়ুন ...

খ্রিষ্টীয় ৪০০ অব্দ, ২০২০ সাল, ১৯২১ খ্রিষ্টাব্দ এবং ২০০০ খ্রিষ্টপূর্বাব্দ ব্যবহার করা সঠিক। কিন্তু ১৯৯৯ ইংরেজি কিংবা ২০২১ ইং ব্যবহার করবেন না। নিবন্ধে যেই বিন্যাসই অনুসরণ করুন না কেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সেই বিন্যাসই অনুসরণ করুন। অর্থাৎ শুরুতে খ্রিষ্টাব্দ ব্যবহার করলে, প্রথম থেকে শেষ পর্যন্ত খ্রিষ্টাব্দই ব্যবহার করুন; সাল ব্যবহার করবেন না। আরও পড়ুন ...

নিবন্ধে সাধারণ অবস্থায় এক, দুই, তিন, ..., আট, নয় বিন্যাস অনুসরণ করুন; ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ বিন্যাস ব্যবহার করবেন না (যদিও এর অনেক ব্যতিক্রম রয়েছে)। আরও পড়ুন ...

মার্ক-আপ

সম্পাদনা

কোনো গাণিতিক সংখ্যা ও একক ইত্যাদির মাঝখানে স্পেস ভেঙে দুই লাইনে চলে আসা আটকাতে সাধারণ স্পেস বা ফাঁকাস্থানের পরিবর্তে   (কঠিন স্পেস বা ভাঙনহীন স্পেস ব্যবহার করুন)। যেমন: ১৭ কেজি, ৫৬৫ খ্রিষ্টাব্দ, বেলা ২:৫০, ৳১১ কোটি, ১২৯ লাখ, ডিসেম্বর ২০২৪, ৫° ২৪′ ২১.১২″ উত্তর বা বোয়িং ৭৪৭; এছাড়া ১২৩ সিসিমপুর ইত্যাদির পর হার্ড স্পেস ব্যবহার করুন। উইকিসংযোগের ক্ষেত্রেও একইভাবে   ব্যবহার করুন। (বিকল্পে: {{nowrap}} ব্যবহার করে সম্পূর্ণ মানটিকে আবদ্ধ করতে পারেন।) আরও পড়ুন ...

কোনো শব্দের পর কতবার স্পেস বা ফাঁকাস্থান দেওয়া হয়েছে, তা নিবন্ধে কোনো প্রভাব ফেলে না। কারণ, শুধুমাত্র একটি স্পেসই প্রদর্শিত হয়। তবে একাধিক ফাঁকা লাইন নিবন্ধে অতিরিক্ত লাইন তৈরি করে। আরও পড়ুন ...

উইকিসংযোগ প্রদান করুন; তবে শুধু সেই সকল শব্দেই, যা নিবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নিবন্ধের বিষয়বস্তু বুঝতে সহায়ক হবে। প্রতিটি সংযোগ উদ্দিষ্ট নিবন্ধেই হচ্ছে কিনা বা দ্ব্যর্থতা নিরসন কিংবা ভুল পাতায় সংযুক্ত হচ্ছে কিনা, তা পরীক্ষা করুন। আরও পড়ুন ...

উৎসনির্দেশ

সম্পাদনা

কোনো তথ্যের উৎসনির্দেশের জন্য বিভিন্ন রীতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে সাধারণ রীতি হলো <ref>...</ref> (রেফ ট্যাগ) ব্যবহার করে পাদটীকা তৈরি করা (ফুটনোট বা এন্ডনোটও বলা হয়), যা প্রবন্ধের নিচের তথ্যসূত্র বা পাদটীকা অনুচ্ছেদে আবির্ভূত হবে। এইসকল তথ্যসূত্র বাক্যের বিরামচিহ্নের ঠিক পরে (কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে) যুক্ত করতে হবে। আরও পড়ুন ...

ভাষারীতি

সম্পাদনা

নিবন্ধগুলোতে বাংলা ভাষার প্রমিত রূপ ব্যবহার করুন। বাংলাদেশের প্রমিত বাংলা ও ভারতীয় প্রমিত বাংলা ভাষার শব্দভাণ্ডার, বানান ও ব্যাকরণের মধ্যে কোনো গুরুতর প্রভেদ নেই। আরও পড়ুন ...

সরাসরি প্রথম ও দ্বিতীয় পুরুষবাচক শব্দ আমি, আমরা, তুমি বা আপনি ইত্যাদি ব্যবহার করবেন না, যদি না তা কোনো উদ্ধৃতি কিংবা কর্মের নামের অন্তর্ভুক্ত হয়। আরও পড়ুন ... – আরও পড়ুন ...

কিছু বাক্যাংশ, যেমন: লক্ষ্য করুন কিংবা মনে রাখবেন (পাঠকের উদ্দেশ্যে কিছু বলা হলে) এবং অবশ্যই ইত্যাদি শব্দ পরিহার করুন। আরও পড়ুন ...

আরও দেখুন

সম্পাদনা
রচনাশৈলী নির্দেশনা সম্পর্কিত
সাধারণ বিন্যস্তকরণ

টেমপ্লেট:মৌলিক তথ্য