উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/Self-references to avoid
Hello রচনাশৈলী নির্দেশনা. You tagged a page for speedy deletion, but you did not notify the article's creator that it had been so tagged. There is strong consensus that the creators of articles tagged for speedy deletion should be warned and that the person placing the tag has that responsibility. All of the major speedy deletion templates contain a pre-formatted warning for this purpose—just copy and paste to the creator's talk page. Thank you.টেমপ্লেট:Z19নাম : প্রফেসর বিপ্লব ভট্টাচার্য, তার পিতার নাম :বিজয় কুমার ভট্টাচার্য, মাতার নাম :রেনু ভট্টাচার্য
জন্ম: বরিশাল জেলার উজিরপুর থানার অন্তর্গত ধামুরা গ্রামে ভট্টাচার্য বাড়িতে ১৯৬০ সালের ২৮শে নভেম্বর জন্মগ্রহণ করেন।
শিক্ষাগত ইতিহাস : ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, খুলনা বিএল কলেজ থেকে 1978 সালে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ১৯৮১ সনের অনার্স এবং ১৯৮২ সালে মাস্টার্স (অনুষ্ঠিত ১৯৮৪ ) বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান সহ পাস করেন।
কর্মজীবন : তিনি 1984 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক এর সিনিয়র অফিসার হিসেবে আর কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সুইস এগ্রিকালচার প্রজেক্ট এর সিনিয়র অ্যানালিস্ট, ১৯৮৬ সনে অক্সফামের মূল্যায়ন কর্মকর্তা, ১৯৮৭ সালে পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার, ১৯৮৮ সালে সপ্তম বিসিএস এর মাধ্যমে চট্টগ্রাম কলেজে পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। কর্মজীবনে চট্টগ্রাম কলেজ, বরিশাল বিএম কলেজ এ পরিসংখ্যান বিভাগে, ২০১৬ সালে প্রফেসর পদে উন্নত হন। ওই বছরই শেষের দিকে পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেন, এরপর তিনি বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসেবে যোগদান করেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ২০১৮ সনে। অবসরের পর তিনি বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ পদের দায়িত্ব পালন করেন।
উল্লেখযোগ্য কর্ম : ২০১৪ সালের সরকারি বিএম কলেজের পরিসংখ্যান বিভাগে অনার্স কোর্স তার নেতৃত্বে এবং একক প্রচেষ্টায় চালু হয়