উইকিপিডিয়া:নতুন অবদানকারীর সাহায্য পাতা/২০১৭-২০২৩
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
কীভাবে মূল পাতায় প্রবন্ধ যোগ করব?
আমি নতুন নিবন্ধিত সদস্য। তাই আমার বিষয়গুলো বুঝতে সমস্যা হচ্ছে। কোথায় প্রবন্ধ লিখলে সেগুলো প্রধান পাতায় যুক্ত হবে। যদি সেটা তথ্য পূর্ণ দিয়ে থাকি।
- প্রধান পাতার নিবন্ধ একটিপ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে থাকে। কেউ নিবন্ধ লিখলেই সেটি প্রধান পাতায় যাবে বিষয়টি এমন নয়। প্রধান পাতার নিবন্ধগুলো হয় নির্বাচিত হতে হয় অথবা ভালো নিবন্ধ হতে হয়। এ নিবন্ধের গুণাবলী কি কি তা জানতে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৭, ২৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজিপুর কই
আমি আপনাদের বিশ্ববিদ্যালয় এর একদম ফুল ঠিকানা জানতে চাচ্ছি। — 8.37.225.189 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
Dhaka - Mymensingh Highway, গাজীপুর সদর উপজেলা, Tongi — Md sayful redwan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
আমি প্রথম আমার ব্যবহারকারী পৃষ্ঠা বানিয়েছি, কিন্তু সেখানে বেশ কিছু পাতার অস্তিত্ব থাকা স্বত্বেও সেগুলো লিঙ্ক করতে পারছি না, এক্ষেত্রে কি করনীয়? — Rupak Ghosh (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
How to go from English to Bengali
My mother tongue is Bengali and I know how to write in Bengali. But in my computer English to Bengali is not being translated. — Prof Chatterjee (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
সাহায্য ও পরামর্শ প্রয়োজন
নতুন নিবন্ধ লেখার পরামর্শ চাই। কীভাবে নিবন্ধ তথ্যসুত্র সহ পাতায় আসবো তা জানালে বাধিত হবো। নতুন নিবন্ধের বিষয়বস্তু ও শিরোনামা কীভাবে বর্ণনাক্রমিক দিতে হয় বিশদে জানালে উপকৃত হবো। --লক্ষ্মণ ভাণ্ডারী (আলাপ) ০৬:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
নতুন একাউন্ট কীভাবে লিখব
নিয়ম সম্পর্কে জানতে চাই — 119.30.39.251 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
উইকিপিডিয়ায় সম্পাদনা করার ক্ষেত্রে সাময়িক বা স্থায়ীভাবে নিষিদ্ধ হলে কি করবো?
আমি সম্পাদনা করতে গিয়ে সমস্যার স্বীকার হচ্ছি। জানিনা নিষিদ্ধ হয়েছি কিনা।এটা তো উন্মুক্ত বিশ্বকোষ।যে কেউ সম্পাদনা করতে পারে। আমি যদি ভুল তথ্য দেই, সেটা তো কেউ না কেউ সম্পাদনা করবে।এটা তো স্বেচ্ছাসেবামূলক কাজ।তবে নিষিদ্ধ করার ব্যাপারটা রাখা হয়েছে কেন,তা আমার বোধগম্য নয়। — মোঃ হাসান উজ জামান সুমন (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
দুর্গাপূজা
দুর্গাপূজা বিষয়ে ঝাড়খন্ড/ছত্তিশগড়ের অসুর জনজাতির কথা বলা হয়নি--- যারা মনে করে দুর্গা অসম এবং অন্যায় যুদ্ধে ওদের পূর্ব পুরুষ মহিষাসুর কে হত্যা করেছিলেন এবং পূজোর কদিন ওরা পূজায় যোগ না দিয়ে অশৌচ পালন করে । এছাড়া দূর্গা র সাথে মধ্যপ্রাচ্যের ক্ষীণ যোগাযোগের কথা বলা হয়েছে কিনা দেখলামনা। ইজিপ্ট এবং সুমনের/ব্যাবিলনে সিংহবাহিনী দেবীর উল্লেখ আছে । — 2409:4060:2014:929:307D:8CC:748D:467A (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
উইকিপিডিয়া ভাল লেখক বা সম্পাদক হওয়া এবং উইকিপিডিয়ায় লেখার নিয়মানুবর্তিতা জানা প্রসঙ্গে
জনাব , উইকিপিডিয়া ভাল লেখক বা সম্পাদক হওয়া এবং উইকিপিডিয়ায় লেখার নিয়মানুবর্তিতা জানা প্রসঙ্গে আমি বিস্তারিতভাবে জানতে চাই।
ধন্যবাদ হাফিজ
- আপনি এ বিষয়ে উইকিপিডিয়ার নীতিমালা অধ্যায়ন করতে পারেন তাহলে ভালো উকিপিডিয়ান হতে পারবেন। উইকিপিডিয়া নীতিমালা সকল তথ্য দেওয়া আছে।
আমার লাভ
আমি এই কাজ করে কি মুল্য পাবো??আমাকে কি দেওয়া হবে? — কলিচুন (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
আপনি উইকিপিডিয়ার পাতা সম্পাদনা করে বা পাতা তৈরি করে কোন অর্থমূল্য পাবেন না এতে বৈশ্বিক উন্নয়ন ঘটবে শুধু। Skh sourav halder (আলাপ) ০৮:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
জানতে ইচ্ছুক
আমি উইকিপিডিয়ার সম্পাদনা জগতে বলতে গেলে খুবই নতুন,কিন্তু তারপরও আমি সম্পাদনা করতে আগ্রহী তার প্রেক্ষিতেই এই লেখা। কয়েকটা বিষয় একটু জানতে চাই।আমার পরিচিত তেমন কেউই নেই যে ইতিপূর্বে সম্পাদনা করেছে। প্রথম জানতে চাওয়া বিষয়, ধরুন,উইকিপিডিয়াতে কোন একটা টপিক কিংবা কারো নামে ইনফো দেয়া আছে, এক্ষেত্রে কি আমি সেই একই টপিক এ আরো পরিপূর্ন তথ্য দিয়ে সম্পাদনা করতে পারবো কি??
দ্বিতীয় জানতে চাওয়া বিষয়, আমি কি আমার ইচ্ছে মতো টপিকে, সুনির্দিষ্ট রেফারেন্স প্রদান করে যদি কোন সম্পাদনা করতে চাই,তবে কি আমি তা পারবো?
ধন্যবাদ। — Rizwanur Rahad (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
উইকিপিডিয়ায় তথ্য যুক্ত
কীভাবে তথ্য যুক্ত করবো?
ঠিকানা অথবা ফটো
আমি জানতে চাচ্ছি যে আমার সমস্ত ঠিকানা অথবা ফটো গ্যালারী জোগ করা যায় কিনা ধন্যবাদ সবাইকে
উইকিপিডিয়াতে আমার নামে একাউন্ট খুলতে পারছিনা
উইকিপিডিয়াতে আমার এই mohammad Mostafa kamal নামের একাউন্ট খুলতে পারছিলাম না আমার নামে নাকি অন্য কেউ অ্যাকাউন্ট খুলে নিয়েছে
কি ভাবে উইকিপিডিয়া প্রফাইল সাজাবো?
আমার প্রোফাইলে কি ভাবে আমার যাবতীয় তথ্য এবং ছবি যোগ করবো?
সম্পূর্ণ নতুন সম্পাদনা
স্বতন্ত্র এবং একেবারেই নতুন সম্পাদনা কীভাবে কর?— Areafin tawfiq (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Areafin tawfiq: আপনার সম্পাদনা দেখে মনে হচ্ছে, আপনি জানেন কীভাবে একটি পাতা সম্পাদনা করতে হয় এবং নতুন পাতা তৈরি করতে হয়। দয়া করে, নির্দিষ্ট করে বলুন, আপনি কী জানতে চান! —ইয়াহিয়াবলুন... • ১৪:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
পর্যালোচনার জন্য জমা দিন বক্স ফেরত আনা
খেলাঘর থেকে পর্যালোচনার জন্য জমা দিন বক্স মুছে ফেলেছি। ফেরত আনতে চাই। --Babul Akter Khan (আলাপ) ১৪:১২, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Babul Akter Khan: ওটা আনার প্রয়োজন হবে না। আপনি চাইলে আমি নিবন্ধটি পর্যালোচনা করে মূল নামস্থানে নিয়ে আসতে পারি।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৪:২০, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @—ইয়াহিয়া - ভাই আমি আর একদিন সময় নিবো তারপর আপনি পর্যালোচনা করে মূল নামস্থানে নিয়ে আসবেন আশা করি। --Babul Akter Khan (আলাপ) ১৪:৪৩, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Babul Akter Khan: প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের বাইরে কিছু সংবাদপত্রের উদ্ধৃতি যোগ করে দিয়েন।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৫:২০, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @—ইয়াহিয়া- ভাই এখন আপনি পর্যালোচনা করে মূল নামস্থানে নিয়ে আসা যায় কিনা দেখেন। --Babul Akter Khan (আলাপ) ১১:১০, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @—ইয়াহিয়া - ভাই আমি আর একদিন সময় নিবো তারপর আপনি পর্যালোচনা করে মূল নামস্থানে নিয়ে আসবেন আশা করি। --Babul Akter Khan (আলাপ) ১৪:৪৩, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় নিবন্ধটি পর্যালোচনা প্রসংগে
@—ইয়াহিয়া- ভাই শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় নিবন্ধটি খেলাঘরে লিখে পর্যালোচনার জন্য জমা দেয়া হয়েছে। পর্যালোচনা শেষে লেখাটি নিবন্ধ নাম স্থানে স্থানান্তরের জন্য অনুরোধ করছি। --Babul Akter Khan (আলাপ) ০২:১১, ২৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Babul Akter Khan: করা হয়েছে—ইয়াহিয়া (আলাপ • অবদান) ০৫:২৩, ২৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@—ইয়াহিয়া- ভাই, অনেক ধন্যবাদ। --Babul Akter Khan (আলাপ) ০৬:২৮, ২৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
সার্চ বিডি (অনুসন্ধান ইঞ্জিন)
@—ইয়াহিয়া- ভাই সার্চ বিডি (অনুসন্ধান ইঞ্জিন) নিবন্ধটি খেলাঘরে লিখে পর্যালোচনার জন্য জমা দেয়া হয়েছে। পর্যালোচনা শেষে লেখাটি নিবন্ধ নাম স্থানে স্থানান্তরের জন্য অনুরোধ করছি। --Babul Akter Khan (আলাপ) ১২:৪০, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি) https://bn.wikipedia.org/s/hacs --Babul Akter Khan (আলাপ) ১৩:০৫, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Babul Akter Khan: দুঃখিত। আমার মনে হচ্ছে নিবন্ধটি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা বা ওয়বে উপাদানের নীতিমালা কোনোটাই পূরণ করছে না। এছাড়া এটি স্বতন্ত্র কোনো সার্চ ইঞ্জিনও নয়। গুগল ফায়ারবেজ ব্যবহার করে ডেভেলপ করা সিম্পল একটা সার্চ ইঞ্জিন। অর্থ্যাৎ, এখানে সার্চ করলে যে ফলাফল আসে তা গুগলের ফলাফল। সরকার হয়তো ছেলেটাকে উৎসাহ দেয়ার জন্য কিছু অনুদান দিয়েছে। তবে এটি বিশ্বকোষীয় মানদণ্ড পূরণ করে না। গুগল সার্চে আপনার নিবন্ধের বিষয়বস্তু সম্পর্কে একটিও ফলাফল পাওয়া যায় নি। দয়া করে আপনিও নিরুৎসাহিত হবেন না। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ বাংলায় অনুবাদ করতে পারেন।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৪:২৮, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
@—ইয়াহিয়া- ধন্যবাদ ভাই । --Babul Akter Khan (আলাপ) ১৪:৫৬, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সাহায্য
আমার লেখা আলাপ পাতায় যোগ করার পর পরবর্তীতে পাই না কেন? সহযোগিতা চাই।— জে আই চৌধুরী মুকুল (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @জে আই চৌধুরী মুকুল: উইকিপিডিয়া কোনো প্রচার মাধ্যম নয়। আপনি বারবার বিভিন্ন পাতায় ভুল ও অপ্রাসঙ্গিক তথ্য যোগ করতেছেন। এটি একটি বিশ্বকোষ। উইকিপিডিয়ায় অবদান রাখার পূর্বে আপনার আলাপ পাতার স্বাগত বার্তাটি পড়ে নিন। এছাড়াও, পরীক্ষা মূলক সম্পাদনা করতে চাইলে খেলাঘর পাতাটি তৈরি করুন। — রিয়াজ (আলাপ) ১৮:৫৩, ১৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
"পাতা তৈরি"
কীভাবে আমি একটি পাতা তৈরি করব? — সাখাওয়াত সাব্বাহ (আলাপ • অবদান) ০৫:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @সাখাওয়াত সাব্বাহ:, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ এবং উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন? দেখুন। -- জনি (আলাপ) ০৮:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
ঢাপরকাঠী নাগরিক সংসদ ( ঢানাস) পাতা প্রসংগে
আমি নতুন । আমি যা লিখি সবই আমার জানা বাস্তব ঘটনা থেকে। কিন্ত আমার পাতাটি বার বার অপসারন হচ্ছে। — Abu Bakar ( Dulal ) (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। বিশ্বকোষের কাজ হলো অন্য বিভিন্ন উৎস থেকে তথ্য যোগাড় করে উপস্থাপন করা। প্রতিটি তথ্য অবশ্যই কোন উৎস থেকে নেয়া হয়েছে, তা উল্লেখ করতে হবে। এর অর্থ, উইকিপিডিয়ার কোনো নিবন্ধে আপনি আপনার মতামত, অভিজ্ঞতা, অনুযোগ, বা উপসংহার প্রয়োগ করতে পারেন না।
- @Abu Bakar ( Dulal ): বিশ্বকোষের কাজ হলো অন্য বিভিন্ন উৎস থেকে তথ্য যোগাড় করে উপস্থাপন করা। প্রতিটি তথ্য অবশ্যই কোন উৎস থেকে নেয়া হয়েছে, তা উল্লেখ করতে হবে। এর অর্থ, উইকিপিডিয়ার কোনো নিবন্ধে আপনি আপনার মতামত, অভিজ্ঞতা, অনুযোগ, বা উপসংহার প্রয়োগ করতে পারেন না। বিস্তারিত জানার জন্য মৌলিক গবেষণা বিষয়ক এই নির্দেশনা পাতাটি পড়ে আসতে পারেন। --NahidHossain (আলাপ) ০৫:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)