উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৪

rony3679 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত লেখার চেষ্টা করি আমি যদি এই অধিকার পাই উইকিপিডিয়াতে নতুন বিষয় লিখতে উৎসাহিত হব এবং বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করব। Rony3679 (আলাপ) ১৬:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি খুবই দুঃখিত। এই অধিকারটি আপনাকে দেয়া গেল না। আপনি একজন নতুন ব্যবহারকারী, আপনার উইকি অভিজ্ঞতা ও বাংলা উইকিতে সম্পাদনার করার হার কম। যেসকল ব্যবহারকারীর সম্পাদনা ইতিহাসে এই বিশ্বাস প্রকাশ পেয়েছে যে, তাঁরা নিবন্ধ অবাঞ্ছিত লেখা যোগ করেন না, উইকির নীতিমালা মেনে চলেন তাঁদেরকেই এই অধিকারটি দেয়া হয়। আপনি কি ধরনের লেখা সাধারণত যোগ করে থাকেন, তা দেখার উপায় নেই কারণ আপনি এই পর্যন্ত খুব কম সম্পাদনা ও লেখা যোগ করেছেন। বাংলা উইকিতে নিয়মিত সম্পাদনা চালিয়ে যান। আশা করি, ভবিষ্যতে আপনি এই অধিকারটি পেয়ে যাবেন। --আফতাব (আলাপ) ১৭:০৬, ৯ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

rony3679 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়াতে অনুবাদের কাজ করি যদি আমাকে এই অধিকার দেয়া আমি আরও বেশি অনুবাদ করতে উৎসাহিত হব। রনি ০৯:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

  করা হয়নি। নিবন্ধে আপনার মোট সম্পাদনা মাত্র ৩৮টি। উইকিপিডিয়া সম্পাদনা অব্যাহত রাখুন, একদিন পেয়ে যাবেন। --আফতাব (আলাপ) ১১:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

খান আল নোমান সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ায় অনুবাদ প্রকল্পে কাজ করছি। আমি উইকিপিডিয়ার প্রতেকটি নিয়মের সাথে পরিচিত। আমি জানি উইকিপিডিয়ায় কোন মিথ্যা তথ্য সমর্থন করেনা আব্দুল্লাহ আল নোমান (আলাপ) ১৬:৪৫, ১২ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এই মুহুর্তে আপনাকে আমি এই অধিকারটি দিতে পারছি না। একজন ব্যবহারকারী উইকিপিডিয়াতে তার কর্মকাণ্ডের উপরে ভিত্তি করেই এই ধরনের অধিকার পেয়ে থাকেন। সেক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই তার অবদানের মান (এবং সংখ্যা) দিয়ে প্রশাসকসহ অন্যান্য ব্যবহারকারীদের বিশ্বস্ততা অর্জন করতে হয়। বাংলা উইকিপিডিয়াতে আপনি নতুন। আপনার সম্পাদনা সংখ্যাও বেশি নয় (৭৮টি), ফলে এই অধিকার দেওয়ার জন্য ভালো করে আপনার সম্পাদনার মান এবং গ্রহনযোগ্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না। বাংলা উইকিতে নিয়মিত সম্পাদনা চালিয়ে যান। আশা করি খুব শ্রীগ্রই পেয়ে যাবেন। --আফতাব (আলাপ) ১৭:০৩, ১২ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Sufidisciple সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বিগত 2003 সালে উইকিপিডিয়া উন্মুক্ত বিশ্বকোষটি আমার নজর কাড়ে। প্রায় 6/7 বছর আমি কেবল এর পাঠক ও এর নিকট হতে তথ্য সংগ্রাহক হিসাবে নিয়োমিত সংযুক্ত থাকি। তখন উইকিপিডিয়ার মেইন পেইজে ও প্রবেশের পরে মেইন পেইজের বাম পাশের মেনুতে ব্যবহারকারীর জন্য বাংলা ভাষা নির্বাচনের সুবিধা সম্বলিত লিংক সরাসরি প্রদর্শিত হত। কিন্তু বেশ কয়েক মাস নানাবিধ কারনে উইকিপিডিয়া দেখা সম্ভব নাহওয়ায় পরে, বিগত কয়েক বছর পূর্বে যখন উইকি পেইজ ব্রাউজ করছি তখন ঐ প্রধান পাতা ও বাম পাশের তালিকায় বাংলা এর লিংকটি পাচ্ছিলাম না। পরে নানা প্রশাসকের সাথে যোগাযোগে জানতে পারলাম যে, বাংলায় নিবন্ধ সংখ্যা কম হওয়ায় এটি স্বয়ংক্রিয় ভাবে তালিকায় পিছিয়ে পড়েছে। এটি আমার জন্য ছিল খুবই দু:খজনক ও আত্মামর্যাদায় আঘাত। বিশেষ কারনে আমার পূর্বের আইডিটি এখন ব্যবহুত হচ্ছেনা। ইতিপূর্বে কেবল ইংরেজী পিডিয়াতে কাজ করলেও নতুন ব্যবহারকারী নামে তখন হতে চেষ্টা করছি নিয়োমিত বাংলায় কিছু নিবন্ধ যুক্ত করতে। প্রীত হই, সাম্প্রতিককালে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায়। প্রবাস হতে অনেক সময় যথাযথ তথ্য সংগ্রহ সম্ভব না হলেও আমি উপযুক্ত তথ্যসূত্র সংগ্রহে জোর প্রচেষ্টা চালিয়ে থাকি। এ ক্ষেত্রে অনেক সময় আমার পরিবারের সদস্যদেরও সহযোগিতা নিয়ে থাকি। আমি সাধারণত বাংলা ও ইংরেজী মাধ্যমে পূর্বের নিবন্ধ সংশোধন ও সংগোজন, বিয়েজন এবং বিশেষ করে নতুন নিবন্ধ তৈরী ও অনুবাদের কাজ করে থাকি। এখন এ পর্যায়ে আমি “স্বয়ংক্রিয় পরীক্ষণ” অধিকারের জন্য আবেদন করছি। মূলত দিনোত্তর দিন উইকিপিডিয়াতে আরও ব্যাপক ভূমিকা রাখাই আমার উদ্দেশ্য। ইতিমধ্যে অনেক প্রিয় প্রশাসকগণের সাথে আমার নানা বিষয়ে সরাসরি আলাপ হয়েছে। অাশা করব আপনারা আমার উদ্দেশ্য ও অতীত সম্পাদনার দিক বিবেচনা করে এ অধিকার প্রদানে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। --- Sufidisciple (আলাপ) ১২:৩৬, ১৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি) Sufidisciple (আলাপ) ১২:৩৬, ১৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সচারচর যে-সকল ব্যবহারকারী উইকিপিডিয়া ৫০টিরও বেশি নিবন্ধ তৈরি করেছেন তাঁদেরকেই এই অধিকার দেওয়া হয়। আপনার প্রণীত নিবন্ধ সংখ্যা এখন পর্যন্ত ২০টি। যার অধিকাংশ নিবন্ধে অপসারণ প্রস্তাবসহ বিভিন্ন মানোন্নয়ন সম্পর্কিত ট্যাগ লাগানো রয়েছে। আমার মনে হয় আপনি কিছুটা সময় নিতে পারেন। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ০৩:১৮, ১৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মহীন রীয়াদ, আপনাকে ধন্যবাদ। আপনার পরিচ্ছন্ন তথ্য সমেত মন্তব্য ও পরামর্শে সত্যিই প্রীত হলাম। শুভকামনা রইল। --- Sufidisciple (আলাপ) ১১:২৪, ১৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি ব্যবহারকারী যারা ৫০টির বেশি নিবন্ধ তৈরি করেছেন ও নিয়মিত গঠনমূলক সম্পাদনা করে থাকেন তাদের সাধারণত এমনিতেই এই অধিকার দেওয়া হয়ে থাকে। আপনি পরবর্তিতে পুনরায় আবেদন করতে চাইলে স্বাগতম। আশা করি শীঘ্রই পেয়ে যাবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৪, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]