ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম

চট্টগ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম হলো চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান । এটি এমইএস কলেজের পাশে অবস্থিত। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭৯ খ্রিষ্টাব্দে মির্জা আহমেদ ইস্পাহানী কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম
অবস্থান
মানচিত্র
জাকির হোসেন রোড,


তথ্য
ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
নীতিবাক্যশিক্ষা ব্রতে এসো, সেবার তরে যাও
প্রতিষ্ঠাকাল১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
প্রতিষ্ঠাতামির্জা আহমেদ ইস্পাহানী
ইআইআইএন১০৪৭১১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষলেফটেন্যান্ট কর্নেল মইনুল ইসলাম চৌধুরী
অনুষদ১২২
ক্যাম্পাস1
রং নেভি ব্লু  সাদা 
ডাকনামআইপিএসসি (IPSC)
ওয়েবসাইটipscctg.edu.bd

ইতিহাস সম্পাদনা

চট্টগ্রামে কোনো আবাসিক স্কুল না থাকায় শিক্ষানুরাগী ও দানবীর মির্জা আহমেদ ইস্পাহানি[১] কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠিত ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অনরূপ একটি আবাসিক বিদ্যালয় হিসাবে ১৯৭৯ সালে ইস্পাহানী পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে একটি ত্রিতল ভবনে কেজি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী নিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ থেকে এখানে উচ্চ মাধ্যমিক শাখা চালু হয়েছে। ১৯৮৫ সালে এই এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মতো এসএসসি এবং ১৯৯১ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ভর্তি সম্পাদনা

স্কুল সম্পাদনা

স্কুল শাখায় তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়।[২]

কলেজ সম্পাদনা

কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থী ভর্তি করা হয়।

অডিটোরিয়াম সম্পাদনা

প্রতিষ্ঠানটিতে একটি অডিটোরিয়াম আছে।এটি বিভিন্ন কারুকার্যে সাজানো।

লাইব্রেরি সম্পাদনা

এই প্রতিষ্ঠানের লাইব্রেরিতে প্রায় ২০০০ বই রয়েছে। এর মধ্যে রয়েছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর পাঠ্যবই, অভিধান, সাধারণ জ্ঞান, ম্যাগাজিন, উপন্যাস প্রভৃতি।

পরীক্ষাগার সম্পাদনা

এই প্রতিষ্ঠানে একটি করে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান,গনিত ও কম্পিউটার ল্যাব রয়েছে।[৩][৪][৫][৬]

সহ-শিক্ষা কার্যক্রম সম্পাদনা

সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদনা

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান তার প্লে গ্রাউন্ডে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

 
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি

খেলাধুলা সম্পাদনা

ব্যাডমিন্টন এই প্রতিষ্ঠানে জনপ্রিয় খেলা। এখানে রয়েছে ইনডোর গেমের ব্যবস্থা। প্রতিবছর প্রতিষ্ঠানে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বার্ষিক ম্যাগাজিন সম্পাদনা

এই প্রতিষ্ঠান প্রয়াস নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে থাকে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল|আর্কাইভের-ইউআরএল= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য) থেকে আর্কাইভ করা। 
  3. http://www.ipsc-ctg.com/physics.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. http://www.ipsc-ctg.com/chemistry.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. http://www.ipsc-ctg.com/biology.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. http://www.ipsc-ctg.com/computer.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]