ইসহাক আদম

সুদানী ফুটবলার

ইসহাক আদম আব্দুল্লাহ মুহাম্মদ (আরবি: اسحق ادم, ইংরেজি: Ishag Adam; ১ জানুয়ারি ১৯৯৯; ইসহাক আদম নামে সুপরিচিত) হলেন একজন সুদানী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুদানী ক্লাব আল হিলাল এবং সুদান জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ইসহাক আদম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইসহাক আদম আব্দুল্লাহ মুহাম্মদ
জন্ম (1999-01-01) ১ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান সুদান
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল হিলাল
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৬ আল মিরিখ
২০১৭ উসুদ দারফুর
২০১৮–২০২১ আল আহলি শিন্দি
২০২১– আল হিলাল
জাতীয় দল
২০১৭ সুদান অনূর্ধ্ব-২০ (০)
২০১৮– সুদান (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪২, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪২, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪–১৫ মৌসুমে, সুদানী ক্লাব আল মিরিখের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল মিরিখের হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৭–১৮ মৌসুমে তিনি উসুদ দারফুরে যোগদান করেছেন। উসুদ দারফুরে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর আল আহলি শিন্দির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি আল আহলি শিন্দি হতে সুদানী ক্লাব আল হিলালে যোগদান করেছেন।

২০১৭ সালে, ইসহাক সুদান অনূর্ধ্ব-২০ দলের হয়ে সুদানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত সুদানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে সুদানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুদানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইসহাক আদম আব্দুল্লাহ মুহাম্মদ ১৯৯৯ সালের ১লা জানুয়ারি তারিখে সুদানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ইসহাক সুদান অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে সুদানের প্রতিনিধিত্ব করেছেন।[১][২][৩]

২০১৮ সালের ১৩ই অক্টোবর তারিখে, ১৯ বছর, ৯ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইসহাক সেনেগালের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সুদানের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৫] ম্যাচটি সেনেগাল ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] সুদানের হয়ে অভিষেকের বছরে ইসহাক মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সুদান ২০১৮
২০২১
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sudan - South Africa 1:3 (U20 Africa Cup 2017 Zambia, Group B)"worldfootball.net। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  2. "Sudan U20 - South Africa U20, Mar 5, 2017 - Africa U-20 Cup of Nations 2017 - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  3. "Sudan U20 vs. South Africa U20 - 5 March 2017"Soccerway। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  4. "Senegal - Sudan 3:0 (Africa Cup Qual. 2017-2019, Group A)"worldfootball.net। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  5. "Senegal - Sudan, Oct 13, 2018 - Africa Cup of Nations qualification - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  6. Strack-Zimmermann, Benjamin (১৩ অক্টোবর ২০১৮)। "Senegal vs. Sudan (3:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা