ইলভেস তামপেরে (ফিনীয়: Ilves Tampere; এছাড়াও তামপেরিন ইলভেস, ফুটবল ক্লাব ইলভেস অথবা শুধুমাত্র ইলভেস নামে পরিচিত) হচ্ছে তামপেরে ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইলভেস তাদের সকল হোম ম্যাচ তামপেরের তাম্মেলান স্তাদিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,০৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জার্কো উইস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আরি রুথ। ফিনীয় গোলরক্ষক মিকা হিলান্দের এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ইলভেস তামপেরে
পূর্ণ নামতামপেরিন ইলভেস
ডাকনামআইপিএ
প্রতিষ্ঠিত১৯৩১; ৯৩ বছর আগে (1931)
মাঠতাম্মেলান স্তাদিওন[]
ধারণক্ষমতা৫,০৬০
সভাপতিফিনল্যান্ড আরি রুথ
ম্যানেজারফিনল্যান্ড জার্কো উইস[]
লিগভেইক্কাউসলিগা
২০১৯৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ইলভেস এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ভেইক্কাউসলিগা এবং ৩টি ফিনীয় কাপ শিরোপা রয়েছে।

ভেইক্কাউসলিগা

ফিনীয় কাপ

  • বিজয়ী: ১৯৭৯, ১৯৯০, ২০১৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ইলভেস তামপেরে টেমপ্লেট:ভেইক্কাউসলিগা