ইলঁ মেলিয়ে

ফরাসি ফুটবল খেলোয়াড়

ইলঁ স্তেফান মেলিয়ে (ফরাসি উচ্চারণ: ​[ilɑ̃ stefan melje], ফরাসি: Illan Meslier; জন্ম: ২ মার্চ ২০০০; ইলঁ মেলিয়ে নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

ইলঁ মেলিয়ে
২০১৯ সালে লরিয়াঁর হয়ে মেলিয়ে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইলঁ স্তেফান মেলিয়ে
জন্ম (2000-03-02) ২ মার্চ ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান লরিয়াঁ, ফ্রান্স[১]
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)[২]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিডস ইউনাইটেড
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৬–২০০৯ মেরলেভেনেজ
২০০৯–২০১৮ লরিয়াঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৯ লরিয়াঁ ২ ১৭ (০)
২০১৮–২০২০ লরিয়াঁ ২৮ (০)
২০১৯–২০২০লিডস ইউনাইটেড (ধার) ১০ (০)
২০২০– লিডস ইউনাইটেড ৩০ (০)
জাতীয় দল
২০১৮ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১৮ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৯ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:০৫, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:০৫, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬–০৭ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব মেরলেভেনেজের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মেলিয়ে ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে লরিয়াঁর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ফরাসি ক্লাব লরিয়াঁ ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; লরিয়াঁ ২-এর হয়ে তিনি ১৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন। মাঝে ২ মৌসুমের জন্য তিনি লরিয়াঁর মূল দলের হয়ে খেলেছেন। অতঃপর ২০১৯–২০ মৌসুমে তিনি ধারে ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেডে যোগদান করেছেন,[৩] লিডস ইউনাইটেডের হয়ে তিনি মার্সেলো বিয়েলসার অধীনে ইএফএল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়লাভ করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি লরিয়াঁ হতে ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেডে যোগদান করেছেন।[৪]

২০১৮ সালে, মেলিয়ে ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, মেলিয়ে এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি লিডস ইউনাইটেডের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইলঁ স্তেফান মেলিয়ে ২০০০ সালের ২রা মার্চ তারিখে ফ্রান্সের লরিয়াঁয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[৫]

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

মেলিয়ে ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে তিনি ইতালি অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[৬][৭] তবে ১৬ দলের পর্বে তার দল মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়ে উক্ত প্রতিযোগিতা হয়ে বিদায় নিয়েছিল;[৮][৯] উক্ত প্রতিযোগিতায় তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Illan Meslier"L'Équipe (ফরাসি ভাষায়)। Paris। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১ 
  2. "Illan Meslier: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১ 
  3. "Illan Meslier: Leeds United sign Lorient goalkeeper on loan"BBC Sport (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  4. Smyth, Graham (২৩ জুলাই ২০২০)। "Illan Meslier signs three-year Leeds United deal to complete week from heaven"Yorkshire Evening Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০ 
  5. "FIFA U-20 World Cup Poland 2019: List of Players: France" (পিডিএফ)। FIFA। ১৩ জুন ২০১৯। পৃষ্ঠা 4। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "FIFA U-20 World Cup Poland 2019™: List of Players" (পিডিএফ)tournament.fifadata.com/। FIFA। ১৫ মে ২০১৯। ১৩ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯ 
  7. "LA LISTE POUR LA COUPE DU MONDE"fff.fr (ফরাসি ভাষায়)। FFF। ১৩ মে ২০১৯। ১৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯ 
  8. "Match report – Round of 16 – France v USA" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  9. "FIFA U-20 World Cup Poland 2019 - Matches - France - USA"ফিফা (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০১৯। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  10. "LA LISTE DES 23 BLEUETS POUR L'EURO" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ১৫ মার্চ ২০২১। 

বহিঃসংযোগ সম্পাদনা