ফুটবল ক্লাব লরিয়াঁ
ফুটবল ক্লাব লরিয়াঁ-ব্রতানিয়ে সিদ (ফরাসি উচ্চারণ: [lɔʁjɑ̃ bʁətaɲ syd]; সাধারণত এফসি লরিয়াঁ অথবা শুধুমাত্র লরিয়াঁ নামে পরিচিত) হচ্ছে ব্রতানিয়ার লরিয়াঁ ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফুটবল ক্লাব লরিয়াঁ তাদের সকল হোম ম্যাচ লরিয়াঁর স্তাদ দু মুস্তোয়ায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৮,৮৯০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রিস্তোফ পেলিসিয়ে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন লোয়া ফেরি। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় ফাবিয়েঁ লেমোয়ান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ফুটবল ক্লাব লরিয়াঁ-ব্রতানিয়ে সিদ | |||
---|---|---|---|---|
ডাকনাম | লে মেরলু (মেরলুসিডি) লে এফসিএল | |||
প্রতিষ্ঠিত | ১৯২৬ | |||
মাঠ | স্তাদ দু মুস্তোয়া, লরিয়াঁ | |||
ধারণক্ষমতা | ১৮,৮৯০ | |||
সভাপতি | লোয়া ফেরি | |||
ম্যানেজার | ক্রিস্তোফ পেলিসিয়ে | |||
লিগ | লীগ ১ | |||
২০১৯–২০ | ১ম (চ্যাম্পিয়ন, উন্নীত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- লীগ ২
- চ্যাম্পিয়ন: ২০১৯–২০
- শম্পিওনাত ন্যাশনাল
- চ্যাম্পিয়ন: ১৯৯৪–৯৫
- কুপ দে ফ্রান্স
- চ্যাম্পিয়ন: ২০০১–০২
- কুপ দে লা লীগ
- রানার-আপ: ২০০১–০২
- ট্রফি দে চ্যাম্পিয়ন
- রানার-আপ: ২০০২
আঞ্চলিক
সম্পাদনা- দিভিজিওঁ দ'অনার (ব্রতানিয়ে)
- চ্যাম্পিয়ন (৫): ১৯৩২, ১৯৩৬, ১৯৫৭, ১৯৮৩, ১৯৯৫[১]
- কুপ দে ব্রতানিয়ে
- চ্যাম্পিয়ন (৬): ১৯৫৮, ১৯৭০, ১৯৮২, ১৯৯০, ২০০০, ২০০২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ১৯৯৫ শিরোপাটি ক্লাবের সংরক্ষিত দল জয়লাভ করেছিল।