ইয়োনাস হেক্টর

জার্মান ফুটবলার

ইয়োনাস আরমিন হেক্টর (জন্ম: ২৭ মে ১৯৯০) হলেন জার্মানির একজন পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব ১. এফসি কোলন এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩] তিনি তার পেশাদার ক্যারিয়ার ২০০৯ সালে এসভি আয়ার্সমাহারের হয়ে খেলার মাধ্যমে শুরু করেন।

ইয়োনাস হেক্টর
20180602 FIFA Friendly Match Austria vs. Germany Jonas Hector 850 0692.jpg
২০১৮ সালে জার্মানির হয়ে ইয়োনাস হেক্টর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়োনাস আরমিন হেক্টর[১]
জন্ম (1990-05-27) ২৭ মে ১৯৯০ (বয়স ৩২)[১]
জন্ম স্থান সারব্রুকেন, পশ্চিম জার্মানি[২]
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
১. এফসি কোলন
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
১৯৯৮–২০০৯ এসভি আয়ার্সমাহার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১০ এসভি আয়ার্সমাহার ৩৪ (৯)
২০১০–২০১৩ ১. এফসি কোলন ২ ৬৩ (৫)
২০১২– ১. এফসি কোলন ১৭০ (৬)
জাতীয় দল
২০১৪– জার্মানি ৩৬ (৩)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৮ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যানসম্পাদনা

আন্তর্জাতিকসম্পাদনা

২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৪]
জাতীয় দল সাল উপস্থিতি গোল
জার্মানি
২০১৪
২০১৫
২০১৬ ১৫
২০১৭ ১০
২০১৮
সর্বমোট ৩৬

আন্তর্জাতিক গোলসম্পাদনা

স্কোর এবং ফলাফলের কলামে জার্মানির গোল সংখ্যা প্রথম উল্লেখ করা হয়েছে।[৪]
নং. তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১. ২৯ মার্চ ২০১৬ এলিয়াঞ্জ এরিনা, মিউনিখ, জার্মানি   ইতালি –০ ৪–১ প্রীতি ম্যাচ
২. ১১ নভেম্বর ২০১৬ সান মারিনো স্টেডিয়াম, সেরাভাল, সান মারিনো   সান মারিনো –০ ৮–০ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৩. –০

সম্মাননাসম্পাদনা

ক্লাবসম্পাদনা

১. এফসি কোলন[৪]

আন্তর্জাতিকসম্পাদনা

জার্মানি[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (পিডিএফ)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  2. "Jonas Hector"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৩ 
  3. "Jonas Hector"kicker.de (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫ 
  4. "J.Hector"Soccerway। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৬ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:১. এফসি কোলন দল