ইনসুলিন
ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন[২] নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে।[৩] ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
ইনসুলিন ৫১টি অ্যামিনাে অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রােটিন । দুটি পলিপেপটাই চেইন ( ২১টি অ্যামাইনাে অ্যাসিড নিয়ে গঠিত চেইন – A এবং ৩০টি অ্যামিনাে অ্যাসিড নিয়ে গঠিত চেইন – B ) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে । এর রাসায়নিক সংকেত হলাে : । এর আণবিক ভর ৫৭৩৪ ।বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন E . coli তে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে । একটি ব্যাক্টেরিয়াম কোষে প্রায় দশ লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে । ইনসুলিন কৃত্রিমভাবে উৎপাদনের কারণে বর্তমান পৃথিবীর অধিকাংশ জৈবিক সমস্যা সমাধান সম্ভব হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা এই বিষয়ে আরো ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে ।
ইনসুলিন এর কাজ
সম্পাদনাকার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ
সম্পাদনাএই হরমোন যকৃত ও পেশী-কলায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে।
প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ
সম্পাদনাইনসুলিন বিভিন্ন অ্যামিনো-অ্যাসিড একত্রিত করে প্রোটিন গঠনে সাহায্য করে।
চর্বি বিপাক নিয়ন্ত্রণ
সম্পাদনাইনসুলিনের প্রভাবে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি থেকে চর্বি ও স্নেহদ্রব্য উৎপন্ন হতে পারে।
মধুমেহ বা ডায়াবেটিস রোগ
সম্পাদনাইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তখন মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে। এই অবস্থাকে মধুমেহ বা ডায়াবেটিস রোগ বলা হয়।
গ্লুকোজ অবশোষণে সাহায্য
সম্পাদনারক্ত থেকে বিভিন্ন কলার কোষে গ্লুকোজ অবশোষণে ইনসুলিন সাহায্য করে।
গ্লুকোজ জারণ
সম্পাদনাইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজের জারণ বাড়িয়ে দেয়।
কিটোন বস্তু প্রস্তুতিতে বাধা
সম্পাদনাইনসুলিনের সাহায্যে চর্বি সম্পূর্ণভাবে জারিত হয়, ফলে কিটোন বস্তু (যেমন, অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন ইত্যাদি) প্রস্তুত হতে পারে না।
উৎসেচক নিয়ন্ত্রণ
সম্পাদনাইনসুলিন যকৃৎ-কোষের মধ্যে কয়েকটি গ্লুকোজ বিপাকের উৎসেচককে নিয়ন্ত্রণ এমন কি পরিবর্তনকরতে পারে।
সোমাটোট্রফিক হরমোন (STH) এর সঙ্গে সম্পর্ক
সম্পাদনাপ্রোটিন সংশ্লেষ এবং বৃদ্ধির সময় ইনসুলিন এবং সোমাটোট্রফিক হরমোন (STH) যৌথভাবে একসঙ্গে কাজ করতে পারে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ পিডিবি: 1ai0; Chang X, Jorgensen AM, Bardrum P, Led JJ (১৯৯৭)। "Solution structures of the R6 human insulin hexamer,"। Biochemistry। 36 (31): 9409–22। ডিওআই:10.1021/bi9631069। পিএমআইডি 9235985। অজানা প্যারামিটার
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "ইনসুলিন কি বিস্তারিত"। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ Insulin May Do More Harm Than Good ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ এপ্রিল ২০১৫ তারিখে, DiabetesCare24।
- ↑ মাধ্যমিক জীবন বিজ্ঞান: তুষারকান্তি ষন্নিগ্রহী, শ্রীভূমি পাবলিশিং কোম্পানি, কলকাতা, বছর:১৯৮৬, পৃঃ ৪৯
আরও তথ্য
সম্পাদনা- Laws GM, Reaven A (১৯৯৯)। Insulin resistance : the metabolic syndrome X। Totowa, NJ: Humana Press। আইএসবিএন 0-89603-588-3। ডিওআই:10.1226/0896035883।
- Leahy JL, Cefalu WT (২০০২-০৩-২২)। Insulin Therapy (1st সংস্করণ)। New York: Marcel Dekker। আইএসবিএন 0-8247-0711-7।
- Kumar S, O'Rahilly S (২০০৫-০১-১৪)। Insulin Resistance: Insulin Action and Its Disturbances in Disease। Chichester, England: Wiley। আইএসবিএন 0-470-85008-6।
- Ehrlich A, Schroeder CL (২০০০-০৬-১৬)। Medical Terminology for Health Professions (4th সংস্করণ)। Thomson Delmar Learning। আইএসবিএন 0-7668-1297-9।
- Draznin, Boris; LeRoith, Derek (সেপ্টেম্বর ১৯৯৪)। Molecular Biology of Diabetes: Autoimmunity and Genetics; Insulin Synthesis and Secretion। Totowa, New Jersey: Humana Press। আইএসবিএন 0-89603-286-8। ডিওআই:10.1226/0896032868।
- Famous Canadian Physicians: Sir Frederick Banting at Library and Archives Canada
- McKeage K, Goa KL (২০০১)। "Insulin glargine: a review of its therapeutic use as a long-acting agent for the management of type 1 and 2 diabetes mellitus"। Drugs। 61 (11): 1599–624। ডিওআই:10.2165/00003495-200161110-00007। পিএমআইডি 11577797।
বহিঃসংযোগ
সম্পাদনা- Insulin: entry from protein databank
- The History of Insulin ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ নভেম্বর ২০১৮ তারিখে
- CBC Digital Archives – Banting, Best, Macleod, Collip: Chasing a Cure for Diabetes
- Discovery and Early Development of Insulin, 1920–1925
- Secretion of Insulin and Glucagon
- Insulin signaling pathway
- Animations of insulin's action in the body at AboutKidsHealth.ca
- Types of Insulin for Diabetes Treatment at ApolloSugar.com