ইকরামুল হক টিটু
ইকরামুল হক টিটু (জন্ম: ১ আগস্ট, ১৯৭৬) বাংলাদেশের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন।[১]
ইকরামুল হক টিটু | |
---|---|
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ম মেয়র | |
কাজের মেয়াদ ১৬ই এপ্রিল ২০১৯ – ১৯ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | শুরু |
উত্তরসূরী | শূন্য |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ, বাংলাদেশ | আগস্ট ১, ১৯৭৬
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
মাতা | মানোয়ারা খাতুন |
পিতা | ফজলে হক |
বাসস্থান | ময়মনসিংহ, বাংলাদেশ |
প্রাক্তন শিক্ষার্থী | আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ |
পেশা |
|
ওয়েবসাইট | ইকরামুল হক টিটু |
জন্ম ও শিক্ষা জীবন
সম্পাদনাইকরামুল হক টিটু ১৯৭৬ সালের ১লা আগস্ট ময়মনসিংহ জেলার একটি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে ঐতিহ্যমন্ডিত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আলহাজ্ব ফজলে হক, মাতা মৃত মানোয়ারা খাতুন এর পাঁচ সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ময়মনসিংহের প্রি-ক্যাডেট হাইস্কুল, ময়মনসিংহ জিলা স্কুল এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিনি প্রাথমিক ও মাধ্যমিকে পড়াশোনা করেন। আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক(সম্মান) পাস করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাতার কর্মজীবন শুরু হয় শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের পরিচালক হিসেবে। তিনি জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।[২]২০১৮ সালে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এবং ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বিলুপ্ত পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১৯ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হোন। এ বছর ২০২৪ সালের ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে লক্ষাধিক বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। [৩] বর্তমানে তিনি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, হোটেল সি ক্রাউন, শামিম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড ও শামিম এন্টারপ্রাইজ প্রোপার্টিজ লিমিটেডের পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন।
তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী পন্ডিতপাড়া ক্লাবের সভাপতি, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের পরিচালনা পর্যদের সভাপতিসহ অনেক সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪]
রাজনইতিজ জীবন
সম্পাদনাময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র।[৩][৫]
১৯ আগস্ট ২০২৪ সালে তিনিসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।[৬]
পারিবারিক জীবন
সম্পাদনাইকরামুল হকের সহধর্মিনী নাছিমা আক্তার মিলা ময়মনসিংহ ইউমেন্স চেম্বার অব কর্মাসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বড় ভাই মোঃ ইমদাদুল হক পেশায় একজন চিকিৎসক, মেজো ভাই আমিনুল হক শামীম (সিআইপি) ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এফবিসিসিআই এর-সহ-সভাপতি এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই বোনের মধ্যে ফরহাদ সুলতানা গৃহিনী এবং অন্যজন আনোয়ারা খাতুন অল্প বয়সে অসুস্থতা জনিত কারনে ইন্তেকাল করেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ইকরামুল হক টিটু"। ittefaq.com.bd। দৈনিক ইত্তেফাক। এপ্রিল ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৯।
- ↑ ক খ "ইকরামুল হক টিটু"। mcc.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- ↑ ক খ "ময়মনসিংহ সিটির প্রথম মেয়র হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়"। prothomalo.com। দৈনিক প্রথম আলো। এপ্রিল ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৯।
- ↑ https://mcc.portal.gov.bd/site/biography/6f3a9096-5192-411e-9f13-e83492c77a01
- ↑ "জাপা প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন টিটু"। bd-pratidin.com। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এপ্রিল ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ এপ্রিল ১৬, ২০১৯।
- ↑ "এবার ১২ সিটির মেয়র অপসারণ"। দৈনিক কালবেলা। ১৯ আগস্ট ২০২৪। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "রয়েল টিউলিপে বিনিয়োগ করে বিপাকে আইসিবি"। bonikbarta.net। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।