ইউরেনাসের প্রাকৃতিক উপগ্রহ

প্রাকৃতিক উপগ্রহ

সৌরজগৎের সপ্তম গ্রহ ইউরেনাসের ২৭টি প্রাকৃতিক উপগ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। এগুলির অধিকাংশেরই নামকরণ করা হয়েছে উইলিয়াম শেকসপিয়রআলেকজান্ডার পোপের রচনাকর্মে রূপায়িত অথবা উল্লিখিত চরিত্রদের নামানুসারে।[১] ইউরেনাসের উপগ্রহগুলি তিনটি শ্রেণিতে বিভক্ত: তেরোটি অভ্যন্তরীণ উপগ্রহ, পাঁচটি প্রধান উপগ্রহ এবং নয়টি অনিয়মিত উপগ্রহ। অভ্যন্তরীণ উপগ্রহগুলি হল ক্ষুদ্রাকার অন্ধকারাচ্ছন বস্তু। এগুলির সাধারণ বৈশিষ্ট্যগুলি একই প্রকারের এবং উৎপত্তি ইউরেনাসের বলয়ের সঙ্গেই। পাঁচটি প্রধান উপগ্রহ উপগোলকের আকার বিশিষ্ট। এই আকার ইঙ্গিত করে যে এগুলি অতীতে কোনও এক সময়ে উদ্স্থিতি সাম্যাবস্থায় উপনীত হয়েছিল (এবং হয়তো এখনও সাম্যাবস্থাতেই রয়েছে)। চারটি প্রধান উপগ্রহের পৃষ্ঠভাগে গভীর গিরিখাত গঠন এবং অগ্ন্যুৎপাতের মতো অভ্যন্তর ভাগ হতে পরিচালিত প্রক্রিয়ার চিহ্ন আবিষ্কৃত হয়েছে।[২] পাঁচটির মধ্যে বৃহত্তম উপগ্রহ টাইটানিয়ার ব্যাস ১,৫৭৮ কিলোমিটার। এটি সৌরজগৎের অষ্টম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ এবং এর ভর পৃথিবীর চাঁদের ভরের কুড়ি ভাগের এক ভাগ। নিয়মিত উপগ্রহগুলির কক্ষপথ ইউরেনাসের নিরক্ষরেখার সঙ্গে প্রায় একতলীয়। উল্লেখ্য, ইউরেনাসের কক্ষপথের সঙ্গে গ্রহটির নিরক্ষরেখা ৯৭.৭৭° কোণে অনত। ইউরেনাসের অনিয়মিত উপগ্রহগুলি গ্রহটির থেকে বহু দূরে উপবৃত্তাকার ও অত্যধিক আনত (অধিকাংশ ক্ষেত্রে পশ্চাদমুখী) কক্ষপথ ধরে গ্রহটিকে প্রদক্ষিণ করে চলেছে।[৩]

ইউরেনাস ও তার ছয়টি বৃহত্তম উপগ্রহের মধ্যে আপেক্ষিক আকার ও আপেক্ষিক অবস্থানের তুলনা। বাঁদিক থেকে ডানদিকে: পাক, মিরান্ডা, এরিয়েল, আমব্রিয়েল, টাইটানিয়াওবেরন

১৭৮৭ সালে উইলিয়াম হার্শেল প্রথম দু’টি উপগ্রহ টাইটানিয়াওবেরন আবিষ্কার করেন। অপর তিনটি উপগোলকাকার উপগ্রহ ১৮৫১ সালে উইলিয়াম লেসেল (এরিয়েলআমব্রিয়েল) এবং ১৯৪৮ সালে গেরার্ড কাইপার (মিরান্ডা) আবিষ্কার করেন।[১] এই পাঁচটি উপগ্রহই গ্রহীয় ভর-বিশিষ্ট; তাই সরাসরি সূর্যকে প্রদক্ষিণ করলে এগুলিকে বামন গ্রহ হিসেবে গণ্য করা যেত। অবশিষ্ট উপগ্রহগুলি ১৯৮৫ সালের পরে হয় ভয়েজার ২ ফ্লাইবাই মিশনের সময় অথবা অত্যাধুনিক পৃথিবী-ভিত্তিক দূরবীন যন্ত্রের সাহায্যে আবিষ্কৃত হয়।[২][৩]

আবিষ্কার সম্পাদনা

ইউরেনাসের প্রথম যে দু’টি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কৃত হয় সে দু’টি হল টাইটানিয়াওবেরনস্যার উইলিয়াম হার্শেল কর্তৃক গ্রহটি আবিষ্কারের ছয় বছর পরে ১৭৮৭ সালের ১১ জানুয়ারি তিনিই এই দু’টি উপগ্রহের স্থাননির্ণয় করেন। পরবর্তীকালে হার্শে ভেবেছিলেন তিনি ছয়টি উপগ্রহ (নিচে দেখুন) ও সম্ভবত একটি বলয়ও আবিষ্কার করেছেন। প্রায় ৫০ বছর হার্শেলের যন্ত্রটিই ছিল একমাত্র যন্ত্র যার দ্বারা উপগ্রহগুলি দৃষ্ট হয়েছিল।[৪] ১৮৪০-এর দশকে উন্নততর যন্ত্রপাতির সাহায্যে এবং আকাশে ইউরেনাসের অধিকতর অনুকূল অবস্থানের দৌলতে টাইটানিয়া ও ওবেরনের পাশাপাশি অন্যান্য উপগ্রহের বিক্ষিপ্ত ইঙ্গিত পাওয়া যায়। এরপর ১৮৫১ সালে উইলিয়াম হার্শেল পরবর্তী দু’টি উপগ্রহ এরিয়েলআমব্রিয়েল আবিষ্কার করেন।[৫] ইউরেনাসের উপগ্রহগুলির রোমান সংখ্যাগত বিন্যাসটি বেশ কিছু সময় ধরে নিরন্তর পরিবর্তনের ধারায় প্রবাহিত হচ্ছিল। প্রকাশনাগুলিও হার্শেল কর্তৃক চিহ্নিতকরণ (যেখানে টাইটানিয়া ও ওবেরন ছিল ইউরেনাস ২ ও ৪) ও উইলিয়াম লেসেল কর্তৃক চিহ্নিতকরণের (যেখানে কখনও কখনও উপগ্রহ দু’টি যথাক্রমে ১ ও ২ সংখ্যা দ্বারা নির্দেশিত হয়েছিল) মধ্যে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছিল।[৬] এরিয়েল ও আমব্রিয়েল উপগ্রহ হিসেবে নিশ্চিতকৃত হওয়ার সঙ্গে সঙ্গে লেসেল ইউরেনাস থেকে দূরত্বের ভিত্তিতে উপগ্রহগুলির সংখ্যা ১ থেকে ৪ পর্যন্ত স্থির করেন এবং শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত হয়।[৭] ১৮৫২ সালে হার্শেলের পুত্র জন হার্শেল তৎকালে জ্ঞাত চারটি উপগ্রহের নামকরণ করেন।[৮]

 
২০১৯ সালের অক্টোবর মাসের হিসেব অনুযায়ী চারটি বহিঃস্থ গ্রহের প্রত্যেকটির জ্ঞাত উপগ্রহগুলির সংখ্যা। বর্তমানে ইউরেনাসের ২৭টি উপগ্রহের কথা জানা যায়।

পরবর্তী প্রায় একশো বছরে ইউরেনাসের আর কোনও উপগ্রহ আবিষ্কৃত হয়নি। ১৯৪৮ সালে ম্যাকডোনাল্ড মানমন্দিরে গেরার্ড কাইপার পাঁচটি বৃহৎ গোলকাকার উপগ্রহের মধ্যে ক্ষুদ্রতম তথা শেষ উপগ্রহ মিরান্ডা আবিষ্কার করেন।[৮][৯] এর কয়েক দশক পরে ১৯৮৬ সালের জানুয়ারি মাসে ভয়েজার ২ মহাকাশ প্রোবের ফ্লাইবাইয়ের সময় আরও দশটি অভ্যন্তরীণ উপগ্রহ আবিষ্কৃত হয়।[২] ১৯৯৯ সালে ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত পুরনো আলোকচিত্রগুলি বিশ্লেষণ করার পর[১০] আরেকটি উপগ্রহ পার্ডিটা আবিষ্কৃত হয়।[১১]

মনে করা হত, ইউরেনাসই হল শেষ দানব গ্রহ যেটির কোনও জ্ঞাত অনিয়মিত উপগ্রহ নেই। কিন্তু ১৯৯৭ সাল থেকে পৃথিবী-ভিত্তিক দূরবীন যন্ত্রগুলির সাহায্যে এই গ্রহের নয়টি দূরবর্তী অনিয়মিত উপগ্রহ আবিষ্কৃত হয়েছে।[৩] ২০০৩ সালে হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে আরও দু’টি ক্ষুদ্রাকার অভ্যন্তরীণ উপগ্রহ কিউপিডম্যাব আবিষ্কৃত হয়।[১২] ২০২০ সালের হিসেব অনুযায়ী, মার্গারেট হল সর্বশেষ আবিষ্কৃত ইউরেনীয় উপগ্রহ। ২০০৩ সালের অক্টোবর মাসেই এটির বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছিল।[১৩]

ভ্রান্ত উপগ্রহ সম্পাদনা

১৭৮৭ সালের জানুয়ারি মাসে টাইটানিয়াওবেরন আবিষ্কারের পর হার্শেল ভেবেছিলেন তিনি আরও চারটি উপগ্রহ পর্যবেক্ষণ করেছেন: ১৭৯০ সালের ১৮ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি তারিখে দু’টি এবং ১৭৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ আরও দু’টি। এরপর বহু দশক সকলের ধারণা ছিল ইউরেনাসের ছয়টি উপগ্রহ রয়েছে। যদিও অন্য কোনও জ্যোতির্বিজ্ঞানীই শেষ চারটি উপগ্রহের অস্তিত্বের কথা সমর্থন করেননি। ১৮৫১ সালে লেসেলের পর্যবেক্ষণের ফলে এরিয়েলআমব্রিয়েল আবিষ্কৃত হয়। কিন্তু তিনিও হার্শেলের পর্যবেক্ষণগুলিকে সমর্থনে ব্যর্থ হন। হার্শের যদি টাইটানিয়া ও ওবেরন ছাড়া আরও কোনও উপগ্রহ দেখে থাকতেন, তাহলে তিনি নিশ্চয়ই এরিয়েল ও আমব্রিয়েলকে দেখেছিলেন। কিন্তু হার্শেল চারটি অতিরিক্ত উপগ্রহের যে কক্ষীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার সঙ্গে শেষোক্ত উপগ্রহ দু’টির কক্ষীয় বৈশিষ্ট্যের কোনও মিল পাওয়া যায়নি। মনে করা হয়, হার্শেলের চারটি ভ্রান্ত উপগ্রহের নাক্ষত্র পর্যায় ছিল ৫.৮৯ দিন (টাইটানিয়ার অভ্যন্তরভাগ), ১০.৯৬ দিন (টাইটানিয়া ও ওবেরনের মধ্যভাগ), ৩৮.০৮ দিন ও ১০৭.৬৯ দিন (ওবেরনের বহির্ভাগ)।[১৪] সেই জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে হার্শেলের চারটি উপগ্রহ ভ্রান্ত। সম্ভবত আকাশে ইউরেনাসের অবস্থান যেখানে তার আশেপাশে অস্পষ্ট তারাগুলিকেই তিনি ভুল করে উপগ্রহ বলে চিহ্নিত করেছিলেন। তাই এরিয়েল ও আমব্রিয়েল আবিষ্কারের কৃতিত্ব লেসেলকেই দেওয়া হয়।[১৫]

পাদটীকা সম্পাদনা

ইউরেনাস একটা গ্রহ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্ল্যানেট অ্যান্ড স্যাটেলাইট নেমস অ্যান্ড ডিসকভারার্স"গেজেটিয়ার অফ প্ল্যানেটারি নোমেনক্লেচার। ইউএসজিএস অ্যাস্ট্রোজিওলজি। ২১ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-০৬ 
  2. স্মিথ, বি. এ.; সোডারব্লোম, এল. এ.; বিবে, এ.; ব্লিস, ডি.; বয়েস, জে. এম.; ব্রাহিক, এ.; ব্রিগস, জি. এ.; ব্রাউন, আর. এইচ.; কলিনস, এস. এ. (৪ জুলাই ১৯৮৬)। "ভয়েজার ২ ইন দি ইউরেনিয়ান সিস্টেম: ইমেজিং সায়েন্স রেজাল্টস"সায়েন্স২৩৩ (৪৭৫৯): ৪৩–৬৪। ডিওআই:10.1126/science.233.4759.43পিএমআইডি 17812889বিবকোড:1986Sci...233...43S 
  3. শেপার্ড, স্কট এস.; জেউইট, ডি.; ক্লেনা, জে. (২০০৫)। "অ্যান আলট্রাডিপ সার্ভে ফর ইররেগুলার স্যাটেলাইটস অফ ইউরেনাস: লিমিটস টু কমপ্লিটনেস"। দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল১২৯ (১): ৫১৮–৫২৫। arXiv:astro-ph/0410059 ডিওআই:10.1086/426329বিবকোড:2005AJ....129..518S 
  4. হার্শেল, জন (১৮৩৪)। "অন দ্য স্যাটেলাইটস অফ ইউরেনাস"। মান্থলি নোটিশেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (৫): ৩৫–৩৬। ডিওআই:10.1093/mnras/3.5.35 বিবকোড:1834MNRAS...3...35H 
  5. লেসেল, ডব্লিউ. (১৮৫১)। "অন দি ইন্টিরিয়র স্যাটেলাইটস অফ নেপচুন"। মান্থলি নোটিশেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি১২: ১৫–১৭। ডিওআই:10.1093/mnras/12.1.15 বিবকোড:1851MNRAS..12...15L 
  6. লেসেল, ডব্লিউ. (১৮৪৮)। "অবজার্ভেশনস অফ স্যাটেলাইটস অফ ইউরেনাস"। মান্থলি নোটিশেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (৩): ৪৩–৪৪। ডিওআই:10.1093/mnras/8.3.43 বিবকোড:1848MNRAS...8...43L 
  7. লেসেল, উইলিয়াম (ডিসেম্বর ১৮৫১)। "লেটার ফ্রম উইলিয়াম লেসেল, এস্ক., টু দি এডিটর"। অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল (৩৩): ৭০। ডিওআই:10.1086/100198বিবকোড:1851AJ......2...70L 
  8. কাইপার, জি. পি. (১৯৪৯)। "দ্য ফিফথ স্যাটেলাইট অফ ইউরেনাস"। পাবলিকেশনস অফ দি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ দ্য প্যাসিফিক৬১ (৩৬০): ১২৯। ডিওআই:10.1086/126146বিবকোড:1949PASP...61..129K 
  9. কেম্পফার্ট, ওয়াল্ডেমার (২৬ ডিসেম্বর ১৯৪৮)। "সায়েন্স ইন রিভিউ: রিসার্চ ওয়ার্ক ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড ক্যান্সার লেড ইয়ার'স লিস্ট অফ সায়েন্টিফিক ডেভেলপমেন্টস"দ্য নিউ ইয়র্ক টাইমস (লেট সিটি সংস্করণ)। পৃষ্ঠা ৮৭। আইএসএসএন 0362-4331 
  10. কারকোশকা, এরিক (২০০১)। "ভয়েজার'স ইলেভেন্থ ডিসকভারি অফ আ স্যাটেলাইট অফ ইউরেনাস অ্যান্ড ফোটোমেট্রি অ্যান্ড দ্য ফার্স্ট সাইজ মেজারমেন্টস অফ নাইন স্যাটেলাইটস"। ইকারাস১৫১ (১): ৬৯–৭৭। ডিওআই:10.1006/icar.2001.6597বিবকোড:2001Icar..151...69K 
  11. কারকোশকা, এরিক (১৮ মে ১৯৯৯)। "এস/১৯৮৬ ইউ ১০"আইএইউ সার্কুলার৭১৭১: ১। আইএসএসএন 0081-0304বিবকোড:1999IAUC.7171....1K। সংগ্রহের তারিখ ২০১১-১১-০২ 
  12. শোঅল্টার, মার্ক আর.; লিসায়ার, জ্যাক জে. (২০০৬-০২-১৭)। "দ্য সেকেন্ড রিং-মুন সিস্টেম অফ ইউরেনাস: ডিসকভারি অ্যান্ড ডায়নামিকস"। সায়েন্স৩১১ (৫৭৬৩): ৯৭৩–৯৭৭। ডিওআই:10.1126/science.1122882পিএমআইডি 16373533বিবকোড:2006Sci...311..973S 
  13. শেপার্ড, স্কট এস.; জেউইট, ডি. সি. (২০০৩-১০-০৯)। "এস/২০০৩ ইউ ৩"আইএইউ সার্কুলার৮২১৭: ১। আইএসএসএন 0081-0304বিবকোড:2003IAUC.8217....1S। সংগ্রহের তারিখ ২০১১-১১-০২ 
  14. হিউজেস, ডি. ডব্লিউ. (১৯৯৪)। "দ্য হিস্টোরিক্যাল আনর‍্যাভেলিং অফ দ্য ডায়ামিটার্স অফ দ্য ফার্স্ট ফোর অ্যাস্টারয়েডস"। আর.এ.এস. কোয়ার্টার্লি জার্নাল৩৫ (৩): ৩৩৪–৩৪৪। বিবকোড:1994QJRAS..35..331H 
  15. ডেনিং, ডব্লিউ. এফ. (২২ অক্টোবর ১৮৮১)। "দ্য সেন্টানারি অফ দ্য ডিসকভারি অফ ইউরেনাস"সায়েন্টিফিক আমেরিকান সাপ্লিমেন্ট (৩০৩)। ১২ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Karkoschka2001, Hubble" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Jacobson Campbell et al. 1992" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Hussmann Sohl et al. 2006" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "DumasSmithTerrile2003" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Esposito2002" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "nssdc" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Jacobson1998" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "NSES" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Pappalardo1997" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Tittemore Wisdom 1990" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Tittemore 1990" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Grundy Young et al. 2006" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Duncan Lissauer 1997" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Tyler1989" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Widemann Sicardy et al. 2009" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Mousis 2004" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Thomas 1988" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "FarkasTakacs2017" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:সৌরজগৎের প্রাকৃতিক উপগ্রহসমূহ (সুসংবদ্ধ)