গেরার্ড কাইপার
গেরার্ড পিটার কাইপার (ইংরেজি: /ˈkaɪpər/; ওলন্দাজ উচ্চারণ: [ˈkœypər]; জন্মগত নাম: গেরিট পিটার কাইপার; ৭ ডিসেম্বর, ১৯০৫ – ২৩ ডিসেম্বর, ১৯৭৩) ছিলেন একজন ওলন্দাজ জ্যোতির্বিজ্ঞানী, গ্রহবিজ্ঞানী, চন্দ্রভূসংস্থানবিদ, লেখক ও অধ্যাপক। কাইপার বেষ্টনী তাঁর নামাঙ্কিত। অনেকে তাঁকে আধুনিক গ্রহবিজ্ঞানের জনক মনে করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "NASA Solar System Exploration"। solarsystem.nasa.gov। National Aeronautics and Space Administration (NASA)। এপ্রিল ১১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৫।