আহমদ মজিদ ছিলেন মোগল বাংলার অন্তর্ভূক্ত সিলেট সরকারের নিয়োজিত ফৌজদার, মোগল বাদশাহ আওরঙ্গজেবের রাজত্ত্বকালে। সেসময় বাংলার সুবাহদার ছিলেন আজিম-উস-শান[১]

বর্ণনা সম্পাদনা

১৬৯৯ খ্রীষ্টাব্দের একটি দলিল থেকে জানা গেছে যে আহমদ মজিদ সিলেটের তখনকার ফৌজদার ছিলেন। দলিলটিতে বর্ণনা করা হয় যে ফৌজদার আহমদ মজিদ ঐতিহ্যবাহী দুলালী পরগণার শ্রী ভারত দাস বৈষ্ণবকে কিছু জমি দেবত্র হিসাবে প্রদান করেন সিলেটের ঢাকাদক্ষিণ পরগণায়। তাঁর পুত্র ভবানন্দ বৈষ্ণব উত্তরাধিকার সূত্রে জমিটি পরে পেয়েছিলেন।[২][৩]

কয়েক মাস পরে, সিলেটের ফৌজদার হিসেবে আহমদ মজিদের স্থলাভিষিক্ত হলেন আব্দুল্লাহ শিরাজী[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Fazlur Rahman (১৯৯১)। Sileter Mati, Sileter Manush। M A Sattar। 
  2. অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (২০০০)। শ্রীহট্টের ইতিবৃত্ত: পূর্বাংশ। Kotha। পৃষ্ঠা 186। 
  3. সৈয়দ মোহাম্মদ আলী। "A chronology of Muslim faujdars of Sylhet"। The Proceedings Of The All Pakistan History Conference। পাকিস্তান ঐতিহাসিক সমিতি। পৃষ্ঠা ২৮০। 
  4. সৈয়দ মুর্তাজা আলী (১৯৬৫)। হজরত শাহ জালাল ও সিলেটের ইতিহাস। পৃষ্ঠা ২৯৭। 
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
সৈয়দ রফিউল্লাহ খাঁন
সিলেটের ফৌজদার
১৬৯৯
উত্তরসূরী
আব্দুল্লাহ শিরাজী