আহমদ নাবিল কুকা

মিশরীয় ফুটবলার

আহমদ নাবিল কুকা (আরবি: احمد نبيل كوكا, ইংরেজি: Ahmed Nabil Koka; জন্ম: ৪ জুলাই ২০০১; আহমদ কুকা নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আহমদ কুকা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমদ নাবিল কুকা
জন্ম (2001-07-04) ৪ জুলাই ২০০১ (বয়স ২২)
জন্ম স্থান মিশর
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ৩৬
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৯, ৩০ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আহমদ নাবিল কুকা ২০০১ সালের ৪ঠা জুলাই তারিখে মিশরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা