আসিফ করিম

ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার

কে আসিফ (উর্দু: کے آصف‎‎; ১৪ জুন ১৯২২ – ৯ মার্চ ১৯৭১) ছিলেন ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার। আসিফ ১৯৬০ সালের হিন্দি মহাকাব্যিক মুঘল-ই-আজম চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততার জন্য বিখ্যাত ছিলেন।

কে আসিফ
জন্ম(১৯২২-০৬-১৪)১৪ জুন ১৯২২
মৃত্যু৯ মার্চ ১৯৭১(1971-03-09) (বয়স ৪৮)
অন্যান্য নামকরিমুদ্দীন আসিফ
পেশাচলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৪৫-১৯৭১
দাম্পত্য সঙ্গীআক্তার আসিফ (বোন দিলীপ কুমার), নিগার সুলতানা
সন্তানআকবর আসিফ, শাবানা আসিফ, শওকত আসিফ, মুনজা আসিফ, তাবির কোরেশী

প্রাথমিক জীবন

সম্পাদনা

আসিফ পিতা ডাঃ ফজল করিম ও বিবি গোলাম ফাতিমার ঘরে ভারতের উত্তর প্রদেশে আসিফ করিম (' اصف کریم) নামে জন্মগ্রহণ করেন।

ক্যারিয়ার

সম্পাদনা

তিনি ১৯৪৫ সালের ফুল ছবিতে পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। উক্ত চলচ্চিত্রটি সেই সময়কার জনপ্রিয় অভিনেতা/অভিনেত্রী পৃথ্বীরাজ কাপুর, দুর্গা খোতে এবং সুরাইয়াকে নিয়ে নির্মানের কারণে ব্যাপকভাবে ব্যাবসায়িক সাফল্য লাভ করে।

১৯৪৪ সালে, আসিফ মুঘল সম্রাট আকবরের এর জীবনের উপর ভিত্তি মুঘল-ই-আজম চলচ্চিত্রটি নির্মানের পরিকল্পনা করেন।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পরিচালক

সম্পাদনা

প্রযোজক

সম্পাদনা
  • হালচাল (১৯৫১)
  • মুঘল-ই-আজম (১৯৬০)

চিত্রনাট্যকার

সম্পাদনা
  • মুঘল-ই-আজম (১৯৬০) (চিত্রনাট্য)

পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Awards IMDB.
  2. "8th National Film Awards"International Film Festival of India। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা