আশরাফ উদ্দিন খান ইমু
আশরাফ উদ্দিন খান ইমু (জন্ম: ১ জানুয়ারি ১৯৫০) বাংলাদেশের ঢাকা জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও তৎকালীন ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
আশরাফ উদ্দিন খান ইমু | |
---|---|
তৎকালীন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | সামসুদ্দোহা খান মজলিশ |
উত্তরসূরী | নিয়ামত উল্লাহ সাবু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঢাকা | ১ জানুয়ারি ১৯৫০
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | কবির উদ্দিন খান (তারা মিয়া) (পিতা) অজিফা খানম (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | জগন্নাথ কলেজ, দেবেন্দ্র কলেজ |
প্রাথমিক জীবন
সম্পাদনাআশরাফ উদ্দিন খান ইমু ১ জানুয়ারি ১৯৫০ সালে ঢাকা জেলার সাভারের গেন্ডায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কবির উদ্দিন খান (তারা মিয়া) ছিলেন সাভার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মাতার নাম অজিফা খানম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
তিনি সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
তার তিন ছেলে যথাক্রমে বড় ছেলে গোলাম মহিউদ্দিন খান শান্তুনু, মেঝ ছেলে গোলাম শফিউদ্দিন খান ও ছোট ছেলে গোলাম ফয়েজ উদ্দিন খান।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআশরাফ উদ্দিন খান ইমু ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ১৯৬৪ সালে ছাত্রলীগে যোগদান করে ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে ছাত্রলীগের যুগ্মসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাভারের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে সাভার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৯৮৫ সালে সাভার উপজেলা প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও ১৯৯৪-২০০৩ মেয়াদে সাভার পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।[২] এছাড়াও তিনি ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সাভার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-১২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ স্টাফ করেসপন্ডেন্ট (২১ নভেম্বর ২০১৫)। "সাভারে পৌর মেয়র প্রার্থীর জনসভা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০।
- ↑ "আশরাফ উদ্দিন খান ইমু, আসন নং: ১৮৫, ঢাকা-১২"। দৈনিক প্রথম আলো। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |