আল নাহদাহ ক্লাব (ওমান)
আল নাহদাহ ক্লাব (আরবি: نادي النهضة; আঞ্চলিক ভাবে Al-Aneed, বা "The Tenacious") হল ওমান দেশের আল-বুরাইমি রাজ্যের একটি ফুটবল ক্লাব।[২] ক্লাবটি বর্তমানে ওমান ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ বিভাগ ওমান পেশাদার লিগে খেলছে। তাদের ঘরের মাঠ আল-বুরাইমি স্পোর্টস কমপ্লেক্স। স্টেডিয়ামটি সরকারি মালিকানাধীন, তবে তারা তাদের নিজস্ব স্টেডিয়াম এবং ক্রীড়া সরঞ্জামের পাশাপাশি তাদের নিজস্ব প্রশিক্ষণ সুবিধারও মালিক।
পূর্ণ নাম | আল নাহদাহ ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | আল-আনিদ (The Tenacious) | ||
প্রতিষ্ঠিত | ২০০৩ | ||
মাঠ | আল-বুরাইমি স্পোর্টস কমপ্লেক্স আল-বুরাইমি, ওমান | ||
ধারণক্ষমতা | ১৭,০০০[১] | ||
সভাপতি | শেখ সেলিম আল-মুজাহামি | ||
ম্যানেজার | হামাদ আল আজানি | ||
লিগ | ওমান পেশাদার লিগ | ||
২০২২–২৩ | ১ম/১৪ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
যদিও মূলত তাদের ফুটবলের জন্য পরিচিত, আল নাহদাহ ক্লাব ওমানের অন্যান্য অনেক ক্লাবের মতো, তাদের তালিকায় শুধু ফুটবলই নয়, হকি, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং স্কোয়াশ দলও রয়েছে। ওমানি যুব লিগে তাদের একটি যুব ফুটবল দলও রয়েছে।
ইতিহাস
সম্পাদনাক্লাবটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৮ এএফসি কাপের জন্য যোগ্যতা অর্জন এবং সেমিফাইনালে পৌঁছানো সহ কৃতিত্ব। ক্লাবের নামটি আক্ষরিক অর্থে আরবি ভাষায় "দ্য রেনেসাঁ" থেকে অনুবাদ করা হয়েছে।
২০১০ সালে, আল নাহদাহ পোল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ম্যানেজার, জানুস ওয়াজসিককে তাদের ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন।[৩]
ঘরোয়া রেকর্ড
সম্পাদনা- ওমান পেশাদার লিগ (৪):
- বিজয়ী ২০০৬–০৭, ২০০৮–০৯, ২০১৩–১৪, ২০২২–২৩
- রানার্স-আপ ২০০৫–০৬, ২০২১–২২
- সুলতান কাবুস কাপ (১):
- বিজয়ী ২০২২–২৩
- রানার্স-আপ ২০০৮, ২০১২, ২০১৩
- ওমান পেশাদার লিগ কাপ (১):
- বিজয়ী ২০১৬–১৭
- রানার্স-আপ ২০১৭–১৮
- ওমান সুপার কাপ (২):
- বিজয়ী ২০০৯, ২০১৪
আন্তর্জাতিক রেকর্ড
সম্পাদনাএএফসি প্রতিযোগিতা
সম্পাদনা- ২০১৫ : প্রাথমিক পর্ব ২
ইউএএফএ প্রতিযোগিতা
সম্পাদনা- ২০০৬–০৭ : ৩২ দলের পর্ব
- ২০০৮, ২০১২ : গ্রুপ পর্ব
- ২০১৪ : সেমি-ফাইনাল
কর্মকর্তা
সম্পাদনাটেকনিক্যাল স্টাফ
সম্পাদনাঅবস্থান | নাম |
---|---|
হেড কোচ | হামাদ আল আজানি |
সহকারী কোচ | খলিফা আল-মুজাহামি |
গোলকিপিং কোচ | খামিস আল-সাদী |
ফিজিওথেরাপিস্ট | চেকিলি হাসান ব্রঝিম |
ম্যানেজার | হুসেন আল-জাদজালি |
সুপারভাইজার | আহমেদ আল-নুয়াইমি |
কো-অর্ডিনেটর | আব্দুলরহমান আল-জাবরি |
মিডিয়া কো-অর্ডিনেটর | হামদান আল-আলাউই |
ম্যানেজমেন্ট
সম্পাদনাঅবস্থান | স্টাফ |
---|---|
চেয়ারম্যান | শেখ আহমেদ আল-নুয়াইমি |
শেখ সেলিম আল-মুজাহামি | |
সহ-সভাপতি | জুমা আল-কাবি |
জেনারেল সেক্রেটারি | ইসা আল-নুয়াইমি |
ট্রেজারার | সাইফ আল-কাবি |
বোর্ড সদস্য | আলি আল-আজানি |
মার্কেটিং হেড | আবদুল্লাহ আল-ঘাইথি |
সভাপতির তালিকা
সম্পাদনানাম | শুরু | শেষ |
---|---|---|
শেখ আহমেদ আল-নুয়াইমি | ২০০৩ | ২০১০ |
শেখ সেলিম আল-মুজাহামি | ২০১০ | বর্তমান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Al Buraimi Sports Stadium | Oman Football Association"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৭।
- ↑ "Al-Nahda Nizwa"। national-football-teams.com। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৮।
- ↑ "البولندي جانوز واجشك قـــائدا ً للكتيبة النهضــاوية"। forum.kooora.com। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৭।