আল ওয়েহদাত স্পোর্টস ক্লাব

(আল ওয়েহদাত এসসি থেকে পুনর্নির্দেশিত)

আল-ওয়েহদাত স্পোর্টস ক্লাব (আরবি: نادي الوحدات الرياضي) হল জর্ডানের আম্মানের ফিলিস্তিনীয় শরণার্থীদের আল-ওয়েহদাত নিউ ক্যাম্প এর প্রতিনিধিত্বকারী পেশাদার ফুটবল ক্লাব। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বর্তমানে জর্ডানের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব হিসেবে অবতীর্ণ হয়েছে।

আল-ওয়েহদাত
পূর্ণ নামআল-ওয়েহদাত স্পোর্টস ক্লাব
ডাকনামالمارد الأخضر
(দ্য গ্রিন জায়ান্ট)
সংক্ষিপ্ত নামWEH
প্রতিষ্ঠিত১০ মার্চ ১৯৫৬; ৬৮ বছর আগে (1956-03-10), (আল-ওয়েহদাত ইয়ুথ সেন্টার হিসেবে)
মাঠবাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়াম
ধারণক্ষমতা১৩,২৬৫
সভাপতিবাশার আল-হাওয়ামদেহ
ম্যানেজাররাফাত আলি
লিগজর্ডানীয় প্রো লিগ
২০২২২/১২
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
সচল বিভাগসমূহ
ফুটবল বাস্কেটবল ভলিবল টেবিল টেনিস

সম্মাননা সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

উৎস:[১]

প্রতিযোগিতা শিরোপা মরসুম
প্রো লিগ ১৭   ১৯৮০, ১৯৮৭, ১৯৯১, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৭, ২০০৪–২০০৫, ২০০৬–২০০৭, ২০০৭–২০০৮, ২০০৮–২০০৯, ২০১০–২০১১, ২০১৩–২০১৪, ২০১৪–২০১৫, ২০১৫–২০১৬, ২০১৭–২০১৮, ২০২০
এফএ কাপ ১১ ১৯৮২, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯৬, ১৯৯৭, ২০০০, ২০০৮–২০০৯, ২০০৯–২০১০, ২০১০–২০১১, ২০১৩–২০১৪, ২০২২
জর্ডান এফএ শিল্ড ১০ ১৯৮২, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯৫, ২০০২, ২০০৪, ২০০৮, ২০১০, ২০১৭, ২০২০
সুপার কাপ ১৫ ১৯৮৯, ১৯৯২, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০১, ২০০৫, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৪, ২০১৮, ২০২১, ২০২৩
মোট ৫৩
  •       রেকর্ড
  • * যুগ্ম রেকর্ড

মহাদেশীয় সম্পাদনা

এই ক্লাবটি এখনও পর্যন্ত মহাদেশীয় স্তরে কোন শিরোপা লাভে সক্ষম হয়নি। তবে ২০০৬, ২০০৭, ২০১১ এএফসি কাপ প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। এছাড়াও ২০০৫/০৬ আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনালে বিদায় নেয়।

সমর্থক ও প্রতিদ্বন্দ্বিতা সম্পাদনা

জর্ডানে আল-ওয়েহদাতের ৩ মিলিয়নেরও বেশি ওয়েহদাতি সমর্থক রয়েছে। ভক্তদের সবচেয়ে জনপ্রিয় মন্ত্র হল "আল্লাহ, ওয়েহদাত, আল-কুদস আরাবিয়া" (ঈশ্বর, ওয়েহদাত, জেরুজালেম আরব)।[২] আল-ওয়েহদাতের ওয়েহদাতি গ্রুপ (ডব্লিউজি) নামে একটি আল্ট্রাজ গোষ্ঠী রয়েছে, যা জর্ডানের প্রথম আল্ট্রাস এবং এটি ১৩ সেপ্টেম্বর ২০১২-এ প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের নীতিবাক্য হল "আমরা মৃত্যু পর্যন্ত সমর্থন করি"।[৩]

আল-ফয়সালির সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা জর্ডান ডার্বির জন্ম দিয়েছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "History"Al Wehdat Club। nd। ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮ 
  2. Montague, James (২৮ অক্টোবর ২০০৮)। "No place like home as Palestine redefine the meaning of winning"The Guardian। ৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫ 
  3. "وراء كل صورة حكاية .... مجموعة وحداتي .... – ::.. منتديات جماهير الوحدات ..::"alweehdat.net। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭ 
  4. "كلاسيكو الأردن (وحدات وفيصلي) بلغة الأرقام"। ১৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা