আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ (আরবি: كأس العرب للأندية الأبطال, ফরাসি: Ligue des Champions Arabe)[] হল আরব বিশ্বের সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা, যাতে আরব ইউনিয়ন ফুটবল সংস্থার সদস্য দেশগুলির সর্বোচ্চ লিগের সেরা ক্লাবগুলি অংশগ্রহণ নেয়। মোট ৩৭টি দল অংশগ্রহণ করে যারা মহাদেশীয় ভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশন-এর সদস্য।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ
প্রতিষ্ঠিত১৯৮১; ৪৩ বছর আগে (1981)
অঞ্চলআরব বিশ্ব (ইউএএফএ)
দলের সংখ্যা৩৭
বর্তমান চ্যাম্পিয়নসৌদি আরব আল-নাসর
(১ম শিরোপা)
সবচেয়ে সফল দলইরাক আল-রশীদ
তিউনিসিয়া এস্পেরেন্স দে তিউনিস
(৩টি করে শিরোপা)
ওয়েবসাইটuafa-ac.com
২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ

১৯৮১-তে প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটি আরব কাপ উইনার্স কাপআরব সুপার কাপ প্রতিযোগিতার পাশাপাশি চলত কিন্তু ২০০২-এ তিনটি প্রতিযোগিতা একত্রিত যায়। প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল ইরাকের আল-শর্টা এসসি, যারা ফাইনালে লেবাননের নাজমেহ এফসিকে হারিয়েছিল।[]

ইতিহাস

সম্পাদনা

প্রতিযোগিতার ইতিহাস তিনটি পর্যায়ে বিভক্ত:

১৯৮১–১৯৮৮: চালকের আসনে এশিয়ান ক্লাবগুলি

সম্পাদনা

আরব ইউনিয়ন ফুটবল সংস্থা আরব বিশ্বের দেশগুলির প্রথম সারির ক্লাব ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলগুলির জন্য একটি প্রতিযোগিতার সূচনা করেছিল।[] অনেক দলকে প্রস্তাবনা দিলেও বহু দল প্রত্যাহার করেছিল এবং ইরাক, লেবাননজর্ডানের তিনটি ক্লাব প্রথম আসরে অংশ নিয়েছিল।[] সেই মরসুমটি আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ফর লিগ চ্যাম্পিয়ন্স নামে পরিচিত হয়েছিল।[] ১৯ জুন ১৯৮১-এ প্রথম ম্যাচ খেলা হয়েছিল যাতে লেবাননের নাজমেহ এসসি জর্ডানের আল-আহলিকে ২–১ হারিয়েছিল।[] নাজমেহ ক্লাবের জামাল আল-খাতিব এই প্রতিযোগিতার ইতিহাসের প্রথম গোলদাতা।[] প্রথম আসরের ফাইনালে ইরাকের আল-শর্টা এসসি নাজমেহকে ফেব্রুয়ারিতে ৪–২ ফলাফলে হারিয়ে খেতাব অর্জন করে।[] বাগদাদ শহরের আল-শাব স্টেডিয়াম-এ ম্যাচ জিতে আল-শর্টা আরব বিশ্বের চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে ভূষিত হয়।[]

পরের বছর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি কিন্তু ১৯৮৪ সালে রাউন্ড-রবিন বিন্যাসে ফিরে আসে এবং সেই বছর আল-ইত্তেফাক সৌদি আরবের একটি ক্লাবের হয়ে প্রথম শিরোপা অর্জন করে।[১০] প্রতি বছর অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, ইউএএফএ প্রাথমিক বাছাই পর্ব চালু করে যা চূড়ান্ত রাউন্ড-রবিন টুর্নামেন্টের আগে ছিল, তারা ১৯৮৭ সালে চূড়ান্ত টুর্নামেন্টের ফর্ম্যাট পরিবর্তন করার আগে একটি গ্রুপ পর্ব এবং একটি নকআউট পর্যায় নিয়ে গঠিত।[১১] ইউএএফএ এছাড়াও ১৯৮৭ সালে দুইটি সৌদি আরবের ক্লাব (আল-ইত্তিহাদ এবং আল-হিলাল) এবং দুটি ইরাকি ক্লাব (আল-রশীদ এবং আল-জইশ) প্রতিদ্বন্দ্বিতা করে দেশগুলিকে একাধিক অংশগ্রহণ করার অনুমতি দেওয়া শুরু করে।[১২]

ইরাকের আল-রশীদ এই বছরগুলিতে প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করে, ১৯৮৫, ১৯৮৬ এবং ১৯৮৭ সালে টানা তিনটি চ্যাম্পিয়নশিপ জিতে প্রথম দল হয়ে ওঠে, যখন আল-ইত্তেফাক ১৯৮৮ সালে তাদের শিরোপা জিতেছিল।[১৩] ১৯৮১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ) এর কোন দলই টুর্নামেন্ট জিততে সক্ষম হয়নি এবং সমস্ত বিজয়ী ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে।[১৪]

১৯৮৯–২০০১: এশিয়া ও আফ্রিকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা

সম্পাদনা

একটি আফ্রিকান ক্লাব ১৯৮৯ সালে প্রথমবারের মতো আরব বিশ্বের চ্যাম্পিয়ন হয় কারণ মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কা ফাইনালে সৌদি আরবের আল-হিলাল এফসিকে পরাজিত করে।[১৫] একই বছর, ইউএএফএ একটি নতুন বার্ষিক প্রতিযোগিতা প্রতিষ্ঠা করে যা আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের পাশাপাশি অনুষ্ঠিত হবে; এটিকে আরব কাপ উইনার্স কাপ বলা হত এবং এটি আরব দেশগুলির কাপ বিজয়ীদের জন্য একটি প্রতিযোগিতা ছিল, যা চ্যাম্পিয়ন্স কাপের মতোই ছিল।[১৬] এছাড়া আরব সুপার কাপ নামে আরেকটি প্রতিযোগিতা চালু করা হয়, যাতে চ্যাম্পিয়ন্স কাপের বিজয়ী ও রানার্স-আপ এবং কাপ উইনার্স কাপের বিজয়ী ও রানার্স-আপ অর্থাৎ মোট চারটি দল রাউন্ড-রবিন টুর্নামেন্টে অংশ নিত।[১৭]

১৯৮৯ থেকে ২০০১ পর্যন্ত, ক্যাফ থেকে ছয় এবং এএফসি থেকে পাঁচটি ক্লাব বিজয়ী ছিল।[১৮] এই সময়ে এগারোজন বিজয়ীর মধ্যে চারটি ছিল সৌদি আরবের, যখন এস্পেরেন্স ডি তিউনিস ১৯৯৩ সালে একটি তিউনিসিয়ান দলের হয়ে প্রথম জয় অর্জন করে, আল-আহলি ১৯৯৫ সালে প্রথম মিশরীয় চ্যাম্পিয়ন হয়, ডব্লিউএ ত্লেমসেন ১৯৯৮ সালে আলজেরিয়ার প্রথম ক্লাব হিসেবে শিরোপা অর্জন করেন এবং আল-সাদ ২০০১ সালে কাতারি ক্লাবের হয়ে প্রথম শিরোপা জিতেছিল।[১৯]

২০০১–বর্তমান: আফ্রিকান ক্লাবগুলির প্রভাব

সম্পাদনা

২০০২ সালে, ইউএএফএ এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা আরব বিশ্বের ফুটবলের চেহারা বদলে দেয়। আধুনিক যুগে আরব ক্লাবগুলোর প্রতিশ্রুতির ক্রমবর্ধমান সংখ্যার সাথে, ইউএএফএ কাপ উইনার্স কাপ এবং সুপার কাপকে চ্যাম্পিয়ন্স কাপের সাথে একীভূত করার সিদ্ধান্ত নেয় আরব ইউনিফায়েড ক্লাব চ্যাম্পিয়নশিপ গঠনের জন্য, যা হবে একমাত্র ইউএএফএ ক্লাব টুর্নামেন্ট। এই নামে টুর্নামেন্টের দুটি সংস্করণ খেলা হয়েছিল, সৌদি আরবের আল-আহলি ২০০২ সালে এবং জামালেক ২০০৩ সালে জিতেছিল।[২০] ২০০৩ সংস্করণের পর, এআরটি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হয়ে ওঠে এবং ইউএএফএ তারপর টুর্নামেন্টের নাম পরিবর্তন করে আরব চ্যাম্পিয়ন্স লিগ করে যাতে এর নাম অন্যান্য অভিজাত মহাদেশীয় টুর্নামেন্ট যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি চ্যাম্পিয়নস লিগ এবং ওএফসি চ্যাম্পিয়নস লিগ। তিউনিসিয়ার ক্লাব ফাসিয়েন চ্যাম্পিয়ন্স লিগ যুগের প্রথম বিজয়ী হয়ে ওঠে।[২১] ২০০৪/০৫ সংস্করণের পর থেকে, ইউএএফএ দুই-লেগ ফাইনালের পুনঃপ্রবর্তন করে, যা টুর্নামেন্টের প্রথম সংস্করণ থেকেই ব্যবহার করা হয়নি।

সৌদি আরবের আল-ইত্তিহাদ এবং মরক্কোর রাজা কাসাব্লাঙ্কার জন্য শিরোপা জয়ের পর, আলজেরিয়ার ইএস সেতিফ ২০০৬/০৭ এবং ২০০৭/০৮ উভয় শিরোপা দাবি করে চ্যাম্পিয়ন্স লিগ যুগে প্রথম পরপর বিজয়ী হয়। ২০০৮/০৯ সংস্করণ তিউনিসিয়ার এস্পেরেন্স ডি তিউনিস জিতে যাওয়ার পর, টুর্নামেন্টের নতুন স্পনসর নিয়ে সমস্যার কারণে ইউএএফএ সাংগঠনিক সমস্যায় পড়ে। এটি ২০১২-১৩ সালে ইউএএফএ ক্লাব কাপের নতুন নামে পুনরুত্থিত না হওয়া পর্যন্ত এই টুর্নামেন্টটি চার বছরের জন্য অনুষ্ঠিত হতে বাধা দেয়, আলজেরিয়ার ইউএসএম আলজার তাদের প্রথম শিরোপা অর্জন করে।[২২] যাইহোক, ইউএএফএ তখন আগের মতো একই সমস্যায় পড়েছিল যার ফলে আরও চার বছরের বিরতি হয়েছিল। প্রতিযোগিতাটি ২০১৭ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে ২০টি প্রতিযোগী দলের সাথে আবার অনুষ্ঠিত হয়; গ্রুপ পর্ব এবং নকআউট পর্যায় মিশরে অনুষ্ঠিত হয় এবং ফাইনাল একক লেগ হিসাবে অনুষ্ঠিত হয়।[২৩] এস্পেরেন্স ডি তিউনিস প্রতিযোগিতার ইতিহাসে তাদের যৌথ-সবচেয়ে সফল দল করে চ্যাম্পিয়নদের মুকুট দেওয়া হয়েছিল।

২০১৮/১৯ মরসুমের জন্য দলের সংখ্যা দ্বিগুণ হয়ে ৪০ হয়েছে, যেখানে প্রতিযোগিতাটির নাম পরিবর্তন করে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ রাখা হয়েছিল এবং এর বিন্যাস পরিবর্তন করে রাউন্ড অফ ৩২ থেকে নকআউট প্রতিযোগিতায় পরিণত হয়েছে।[২৪] ২০০২ থেকে ২০২০ পর্যন্ত বারোটি চ্যাম্পিয়নদের মধ্যে দশজন আফ্রিকার এবং মাত্র দুইজন এশিয়ার।

চ্যাম্পিয়ন

সম্পাদনা
মরসুম বিজয়ী
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ
১৯৮১–৮২   আল-শর্টা
১৯৮৪   আল-ইত্তেফাক
১৯৮৫   আল-রশীদ
১৯৮৬   আল-রশীদ (২)
১৯৮৭   আল-রশীদ (৩)
১৯৮৮   আল-ইত্তেফাক (২)
১৯৮৯   উইদাদ কাসাব্লাঙ্কা
১৯৯২   আল-শাবাব
১৯৯৩   এস্পেরেন্স দে তিউনিস
১৯৯৪   আল-হিলাল
১৯৯৫   আল-হিলাল (২)
১৯৯৬   আল আহলি
১৯৯৭   ক্লাব আফ্রিকাইন
১৯৯৮   ডব্লিউএ ত্লেমসেন
১৯৯৯   আল-শাবাব (২)
২০০০   ক্লাব ফাসিয়েন
২০০১   আল-সাদ
আরব ইউনিফায়েড ক্লাব চ্যাম্পিয়নশিপ
২০০২   আল-আহলি সৌদি
২০০৩   জামালেক
আরব চ্যাম্পিয়ন্স লিগ
২০০৩–০৪   ক্লাব ফাসিয়েন (২)
২০০৪–০৫   আল-ইত্তিহাদ
২০০৫–০৬   রাজা কাসাব্লাঙ্কা
২০০৬–০৭   ইএস সেতিফ
২০০৭–০৮   ইএস সেতিফ (২)
২০০৮–০৯   এস্পেরেন্স দে তিউনিস (২)
ইউএএফএ ক্লাব কাপ
২০১২–১৩   ইউএসএম আলজার
আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ
২০১৭   এস্পেরেন্স দে তিউনিস (৩)
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ
২০১৮–১৯   এতোইল দু সহেল
২০১৯–২০   রাজা কাসাব্লাঙ্কা (২)
২০২৩   আল-নাসর

পরিসংখ্যান

সম্পাদনা

দেশ অনুযায়ী

সম্পাদনা
নং দেশ বিজয়ী রানার্স-আপ
  সৌদি আরব
  তিউনিসিয়া
  আলজেরিয়া
  ইরাক
  মরক্কো
  মিশর
  কাতার
  জর্ডান
  কুয়েত
  সিরিয়া
১১   বাহরাইন
  লেবানন

মহাদেশ অনুযায়ী

সম্পাদনা
নং মহাদেশ বিজয়ী রানার্স-আপ
আফ্রিকা (ক্যাফ) ১৬ ১৪
এশিয়া (এএফসি) ১৩ ১৫

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "وقائع المؤتمر الصحفي لمدرب نادي القادسية الكويتي بعد التعادل 0/0 مع الزمالك في البطولة العربية – الاتحاد العربي لكرة القدم"। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৩ 
  2. "Arab Club Champions Cup"RSSSF। ২০২২-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২ 
  3. Al-Ahmed, Abu Baqir (৬ নভেম্বর ২০০৭)। "حصاد الفرق العراقية في بطولات الاندية العربية خلال ربع قرن" (আরবি ভাষায়)। Kooora.com। ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  4. "نادي الشرطة سيدا للاندية العربية" (আরবি ভাষায়)। NIIIIS। ১৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  5. "UAFA Competitions: 1981-82 Arab Club Champions Cup"। Al-Shorta SC Website। ১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  6. Gamal, Khaled (১৪ আগস্ট ২০১৮)। "الخطيب سجل أول هدف في بطولة الأندية العربية عام 1981.. وكان في مباراة الأهلي!" (আরবি ভাষায়)। ৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  7. Sarah, Raafat (৮ জানুয়ারি ২০১৭)। "يشهد الشهر المقبل أول مشاركة رسمية للاهلي في بطولة كاس الأندية الأسيوية أبطال الكأس" (আরবি ভাষায়)। ৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  8. "Al-Shorta: Overview of History"। Al-Shorta SC Website। ৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  9. "Al-Shorta: Overview of History"। Al-Shorta SC Website। ৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  10. "Arabian Champs. League Winners List"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  11. "5th Arab Club Champions Cup 1987"RSSSF। ১৩ জানুয়ারি ২০১১। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  12. "لاول مرة فريقان عراقيان في بطولة الاندية العربية" (আরবি ভাষায়)। NIIIIS। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  13. "6th Arab Club Champions Cup 1988"RSSSF। ৬ জানুয়ারি ২০০৩। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  14. "Arab Club Champions Cup"RSSSF। ৭ মার্চ ২০১৯। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  15. "Arab Clubs League Championship - Casablanca 1989"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  16. "Arab Cup Winners' Cup"RSSSF। ১১ মার্চ ২০০২। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  17. "Arab Super Cup"RSSSF। ১১ এপ্রিল ২০০১। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  18. "بطولات الأندية العربية أبطال الدوري"Union of Arab Football Associations। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭ 
  19. "Arab Clubs League Championship 17 - 2001"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  20. "Arab Merged Clubs Championship 2003"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  21. "Arabian Champions League 2004"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  22. "Arab Cup of Club 2012/2013"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  23. "Arab Championship League 2017/2016"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 
  24. "Zayed Cup Championship League 2018"। Goalzz.com। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা