আলেয়া (নাটক)
আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়। 'মরুতৃষা' শিরোনামে লিখলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে 'আলেয়া' করা হয়।[১] ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু।[২] নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্র্যাজিক পরিণয়ের দিকে নিয়ে গেছে।[৩] নাটকটি প্রথম মঞ্চায়নের সময় জনপ্রিয় ছিল।[২] রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।[৪]
লেখক | কাজী নজরুল ইসলাম |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
বিষয় | ত্রিভুজ প্রেম, ট্র্যাজেডি |
ধরন | নাটক |
প্রকাশিত | ১৯৩১ |
আইএসবিএন | ৯৭৮৯৮৪০৪১৩৬০৭ |
বৈশিষ্ট্য
সম্পাদনাআলেয়া প্রেমমূলক আখ্যান কেন্দ্রিক নাটক। মূল চরিত্র জয়ন্তীর প্রেম ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা শেষ পর্যন্ত ঘটনায় বিষদময় আবহ তৈরি করেছে। জয়ন্তী, মীনকেতু এবং উগ্রাদিত্যের ত্রিভুজ প্রণয়কাহিনী নাটকের মূলস্তম্ভ; কিন্তু জয়ন্তী আসলে কাকে ভালোবাসে তা নিরূপণ করার আর সুযোগ রাখা হয়নি। নজরুল নাটকটির সংলাপ রচনা করেছেন গীত ও কাব্যের দ্বৈত বন্ধনে, তথাপি এটি গীতিনাটকের যোগ্যতা কে ছাপিয়ে একটি পরিপূর্ণ নাটকের বৈশিষ্ট্যমন্ডিত।[২]
প্রধান চরিত্র
সম্পাদনা- মীনকেতু - গান্ধার রাজ
- চন্দ্রকেতু - সেনাপতি
- কৃষ্ণা - প্রধানমন্ত্রী
- কাকলি - প্রধান গায়িকা
- রঙ্গনাথ - রয়স্য
- জয়ন্তী - যশোল্মীরের রাণী
- চন্দ্রিকা - জয়ন্তীর কনিষ্ঠা সহোদরা
- উগ্রাদিত্য - যশোল্মীরের সেনাপতি
এছাড়াও সৈন্য, প্রমোদ উদ্যানের সুন্দরী ও যোগীনীদের বিভিন্ন গৌণ চরিত্র ছিল।[১]
মঞ্চায়ণ
সম্পাদনাআলেয়া নাটকটি সেকালের সেরা রঙ্গালয় কলকাতার নাট্য নিকেতনে ১৯৩১ সালের ১৯ ডিসেম্বর (১৩৩৮ বঙ্গাব্দের ৩ পৌষ) মঞ্চস্থ হয়েছিল। নাটকটি পরিচালনা করেন সতু সেন।[১] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রবোধচন্দ্র গুহ এবং নীহারবালা। এতে নজরুল ৩০টি গান ব্যবহার করেছিলেন। নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল ও দীর্ঘদিন মঞ্চস্থ হয়েছিল। একজনের অনুপস্থিতিতে দু'একবার নজরুলও এই নাটকে অভিনয় করেছিলেন।[৫]
২০১২ সালে আলেয়া নাটক অবলম্বনে প্রাঙ্গণে মোর মঞ্চস্থ করে দ্রোহ, প্রেম ও নারী। নাট্যকর্মী রামিজ রাজু নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, সরোয়ার আলম সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর প্রমুখ।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ হায়াত, অনুপম (ফেব্রুয়ারি ২০১৩)। রঙ্গমঞ্চে নজরুল (১ম সংস্করণ)। ঢাকা: আকাশ। পৃষ্ঠা ৪৫–৪৭। আইএসবিএন 9789848860700।
- ↑ ক খ গ আহমদ, আফসার (২৫ মে ২০১৬)। "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ রুমন, শাহাদৎ (২৪ মে ২০১৫)। "নাট্যকার নজরুল"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আহমদ, আফসার (২৭ আগস্ট ২০১০)। "মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা - নাটকে নজরুল"। দৈনিক প্রথম আলো। ২০১৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আবদুল মান্নান সৈয়দ (১৭ সেপ্টেম্বর ২০১০)। "নজরুলের নাটক বিপুল এবং বিচিত্র"। দৈনিক সংগ্রাম। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ বৈদ্য, ভাস্কর (মে ২৮, ২০১৪)। "কবি নজরুল ও তার নাটক"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।