আলেয়া (নাটক)

কাজী নজরুল ইসলাম রচিত নাটক

আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়। 'মরুতৃষা' শিরোনামে লিখলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে 'আলেয়া' করা হয়।[১] ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু।[২] নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্র্যাজিক পরিণয়ের দিকে নিয়ে গেছে।[৩] নাটকটি প্রথম মঞ্চায়নের সময় জনপ্রিয় ছিল।[২] রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।[৪]

আলেয়া
লেখককাজী নজরুল ইসলাম
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
বিষয়ত্রিভুজ প্রেম, ট্র্যাজেডি
ধরননাটক
প্রকাশিত১৯৩১
আইএসবিএন৯৭৮৯৮৪০৪১৩৬০৭

বৈশিষ্ট্য সম্পাদনা

আলেয়া প্রেমমূলক আখ্যান কেন্দ্রিক নাটক। মূল চরিত্র জয়ন্তীর প্রেম ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা শেষ পর্যন্ত ঘটনায় বিষদময় আবহ তৈরি করেছে। জয়ন্তী, মীনকেতু এবং উগ্রাদিত্যের ত্রিভুজ প্রণয়কাহিনী নাটকের মূলস্তম্ভ; কিন্তু জয়ন্তী আসলে কাকে ভালোবাসে তা নিরূপণ করার আর সুযোগ রাখা হয়নি। নজরুল নাটকটির সংলাপ রচনা করেছেন গীত ও কাব্যের দ্বৈত বন্ধনে, তথাপি এটি গীতিনাটকের যোগ্যতা কে ছাপিয়ে একটি পরিপূর্ণ নাটকের বৈশিষ্ট্যমন্ডিত।[২]

প্রধান চরিত্র সম্পাদনা

  • মীনকেতু - গান্ধার রাজ
  • চন্দ্রকেতু - সেনাপতি
  • কৃষ্ণা - প্রধানমন্ত্রী
  • কাকলি - প্রধান গায়িকা
  • রঙ্গনাথ - রয়স্য
  • জয়ন্তী - যশোল্মীরের রাণী
  • চন্দ্রিকা - জয়ন্তীর কনিষ্ঠা সহোদরা
  • উগ্রাদিত্য - যশোল্মীরের সেনাপতি

এছাড়াও সৈন্য, প্রমোদ উদ্যানের সুন্দরী ও যোগীনীদের বিভিন্ন গৌণ চরিত্র ছিল।[১]

মঞ্চায়ণ সম্পাদনা

আলেয়া নাটকটি সেকালের সেরা রঙ্গালয় কলকাতার নাট্য নিকেতনে ১৯৩১ সালের ১৯ ডিসেম্বর (১৩৩৮ বঙ্গাব্দের ৩ পৌষ) মঞ্চস্থ হয়েছিল। নাটকটি পরিচালনা করেন সতু সেন।[১] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রবোধচন্দ্র গুহ এবং নীহারবালা। এতে নজরুল ৩০টি গান ব্যবহার করেছিলেন। নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল ও দীর্ঘদিন মঞ্চস্থ হয়েছিল। একজনের অনুপস্থিতিতে দু'একবার নজরুলও এই নাটকে অভিনয় করেছিলেন।[৫]

২০১২ সালে আলেয়া নাটক অবলম্বনে প্রাঙ্গণে মোর মঞ্চস্থ করে দ্রোহ, প্রেম ও নারী। নাট্যকর্মী রামিজ রাজু নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, সরোয়ার আলম সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর প্রমুখ।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. হায়াত, অনুপম (ফেব্রুয়ারি ২০১৩)। রঙ্গমঞ্চে নজরুল (১ম সংস্করণ)। ঢাকা: আকাশ। পৃষ্ঠা ৪৫–৪৭। আইএসবিএন 9789848860700 
  2. আহমদ, আফসার (২৫ মে ২০১৬)। "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  3. রুমন, শাহাদৎ (২৪ মে ২০১৫)। "নাট্যকার নজরুল"রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  4. আহমদ, আফসার (২৭ আগস্ট ২০১০)। "মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা - নাটকে নজরুল"দৈনিক প্রথম আলো। ২০১৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  5. আবদুল মান্নান সৈয়দ (১৭ সেপ্টেম্বর ২০১০)। "নজরুলের নাটক বিপুল এবং বিচিত্র"দৈনিক সংগ্রাম। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  6. বৈদ্য, ভাস্কর (মে ২৮, ২০১৪)। "কবি নজরুল ও তার নাটক"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা