আলেক্স গ্রিমালদো

স্পেনীয় ফুটবলার

আলেহান্দ্রো গ্রিমালদো গার্সিয়া (স্পেনীয়: Álex Grimaldo; জন্ম: ২০ সেপ্টেম্বর ১৯৯৫; আলেক্স গ্রিমালদো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন এবং স্পেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আলেক্স গ্রিমালদো
২০২০ সালে বেনফিকার হয়ে গ্রিমালদো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেহান্দ্রো গ্রিমালদো গার্সিয়া
জন্ম (1995-09-20) ২০ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ২৮)
জন্ম স্থান ভালেনসিয়া, স্পেন
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার লেভারকুজেন
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৮, ১ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, গ্রিমালদো স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আলেহান্দ্রো গ্রিমালদো গার্সিয়া ১৯৯৫ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে স্পেনের ভালেনসিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

গ্রিমালদো স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৯ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে তিনি স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ২১ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০২৩ সালের ১৬ই নভেম্বর তারিখে, ২৮ বছর, ১ মাস ও ২৭ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী গ্রিমালদো সাইপ্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি স্পেন ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্পেনের হয়ে অভিষেকের বছরে গ্রিমালদো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্পেন ২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Abola.pt (২০২৩-১১-১৬)। "Euro-2024 Espanha derrota Chipre com boa estreia de Grimaldo | Abola.pt"Abola.pt (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "Cyprus - Spain 1:3 (EURO Qualifiers 2023/2024, Group A)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "Cyprus - Spain, Nov 16, 2023 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Cyprus vs. Spain"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা