আলেক্সান্ডার শোলৎস

ডেনীয় ফুটবলার

আলেক্সান্ডার শোলৎস (ডেনীয়: Alexander Scholz; জন্ম: ২৪ অক্টোবর ১৯৯২) হলেন একজন ডেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আলেক্সান্ডার শোলৎস
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-10-24) ২৪ অক্টোবর ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান কোপেনহেগেন, ডেনমার্ক
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
উরাওয়া রেড ডায়মন্ডস
জার্সি নম্বর ২৮
যুব পর্যায়
হেদেনস্তাদ
ভাইলে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১২ ভাইলে ১৭ (০)
২০১২ স্তিয়ারনান ২১ (৫)
২০১২–২০১৫ লোরেকেন ৭০ (১)
২০১৫–২০১৮ স্ট্যান্ডার্ড লিয়েজ ৭৫ (১)
২০১৮ ক্লাব ব্রুজ (০)
২০১৮–২০২১ মিচিল্যান ৯২ (১২)
২০২১– উরাওয়া রেড ডায়মন্ডস ৪৭ (৬)
জাতীয় দল
২০১০–২০১১ ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ (০)
২০১৪–২০১৫ ডেনমার্ক অনূর্ধ্ব-২১ ১৪ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:২০, ৯ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২০, ৯ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, শোলৎস ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ডেনমার্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আলেক্সান্ডার শোলৎস ১৯৯২ সালের ২৪শে অক্টোবর তারিখে ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

শোলৎস ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ এবং ডেনমার্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ডেনমার্কের প্রতিনিধিত্ব করেছেন। ডেনমার্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "トップチーム" [শীর্ষ দল – উরাওয়া রেড ডায়মন্ডস]। urawa-reds.co.jp (জাপানি ভাষায়)। সাইতামা, বৃহত্তর টোকিও অঞ্চল, জাপান: উরাওয়া রেড ডায়মন্ডস। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  2. "TEAM PROFILE – URAWA RED DIAMONDS" [দলের প্রোফাইল – উরাওয়া রেড ডায়মন্ডস]। urawa-reds.co.jp (ইংরেজি ভাষায়)। সাইতামা, বৃহত্তর টোকিও অঞ্চল, জাপান: উরাওয়া রেড ডায়মন্ডস। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  3. "Urawa Red Diamonds – J.LEAGUE" [উরাওয়া রেড ডায়মন্ডস – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা