আলাপ:হাবিল

সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ২ বছর পূর্বে "সম্পর্কিত নিবন্ধ ও সমাধান" অনুচ্ছেদে

সম্পর্কিত নিবন্ধ ও সমাধান সম্পাদনা

হাবিল, কয়িন (আমরা কাবিল নামে বোধহয় চিনি) আবার কয়িন ও হেবলহাবিল ও কাবিল প্রভৃতি নিবন্ধগুলোতে প্যাঁচ লেগে যাচ্ছে। এগুলোকে কি সহজ করা যায়? আমি বহুল প্রচলিত শব্দগুলোই ব্যবহার করতে পরামর্শ দিব। আবার শেষোক্ত দুইটি নিবন্ধকে একীকরণ করতে পরামর্শ দিব। আমি বাইবেলের একটা বাংলা অনুবাদের কিছু অংশ পড়েছিলাম। সেখানে হাবিল ও কাবিলই লেখা হয়েছিল। লাতিন নামের চেয়ে তারাও বোধহয় স্থানীয় প্রসিদ্ধিকে গুরুত্ব দিয়ে থাকেন। ~ খাত্তাব , , ... ১৫:৩৯, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান: একত্রীত করলে আরও প্যাঁচ লাগবে। হাবিল ও কাবিল নিবন্ধ ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। কয়িন ও হেবল বাইবেলের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। যদি বাইবেলের বাংলাতেও হাবিল ও কাবিল ব্যবহৃত হয়ে থাকে, তবে চাইলে কয়িন ও হেবল-কে বাইবেলে হাবিল ও কাবিল নামকরণ করা যেতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৫, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: এখানে দেখা যেতে পারে। তবে গুগল করলে কমবেশ কয়িন বা হেবলের ব্যবহারও দেখা যায়৷ ~ খাত্তাব , , ... ০৪:০৫, ২২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"হাবিল" পাতায় ফেরত যান।