আলাপ:স্পেস শাটল

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ২৬ দিন আগে "স্পেস শাটল বনাম নভোখেয়াযান" অনুচ্ছেদে

স্পেস শাটল বনাম নভোখেয়াযান সম্পাদনা

আমি লক্ষ করেছি যে মূল নিবন্ধের নাম স্পেস শাটল, কিন্তু অন্যান্য নিবন্ধে একে "নভোখেয়াযান" বলে অভিহিত করা হয়েছে। আবার, নভোখেয়াযান পাতাকে মহাকাশযান পাতায় পুনর্নির্দেশ করা হয়েছে। আমি "নভোখেয়াযান" নামের প্রতি আপত্তি জানাচ্ছি না, কিন্তু বাংলায় "নভোখেয়াযান" বলতে কি কেবল নাসার স্পেস শাটলকেই বোঝায়? এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:২৭, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি এবিষয়ে @খাঁ শুভেন্দু:কে পিং করছি, কারণ তিনি এই নিবন্ধটি তৈরি করেছেন। কোনো রেফারেন্স বইতে নাসার স্পেস শাটল অর্থে "নভোখেয়াযান" ব্যবহার করা হলে এই নিবন্ধকে "নভোখেয়াযান" নামে স্থানান্তর করা হবে। সবসময় কলেজ স্ট্রিট যেতে পারি না বলে আমি নিজে এটা যাচাই করতে পারি না, তবে আমি ছোটবেলায় একে বাংলায় "স্পেস শাটল" নামেই চিনতাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১১:৫৯, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি @Zaheen:কেও পিং করছি, কারণ সম্ভবত তিনি এই উইকিপিডিয়ায় প্রথম "নভোখেয়াযান" শব্দটি ব্যবহার করেছেন। তিনি যদি কোনো রেফারেন্স হয় থেকে এই শব্দ গ্রহণ করে থাকেন, তাহলে ঐ রেফারেন্স বইতে "নভোখেয়াযান" বলতে কি কেবল নাসার স্পেস শাটলকে বোঝাচ্ছে? আমি লক্ষ করেছি যে ইংরেজি ভাষায় ছোট হাতে space shuttle কথার অর্থ, "any vehicle capable of travelling repeatedly between the Earth's surface and outer space carrying people or cargo" (ইংরেজিতে উদ্ধৃতির জন্য ক্ষমাপ্রাপ্ত), যা মহাকাশযান শব্দের সমতুল্য। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৯:৩৭, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
সাতদিনের মধ্যে কোনো সাড়া না পাওয়ার জন্য আমি বিভ্রান্তিকর নাম হিসাবে বেশিরভাগ জায়গা থেকে "নভোখেয়াযান" কথাটি অপসারণ করছি। পরে সাড়া পেলে সিদ্ধান্ত পরিবর্তন করব। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১১:৫৭, ৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"স্পেস শাটল" পাতায় ফেরত যান।