আলাপ:সুভাষচন্দ্র বসু

সাম্প্রতিক মন্তব্য: Dr. Bir কর্তৃক ২ বছর পূর্বে "ভালো নিবন্ধ হিসাবে মানোন্নয়ন" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান খ, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী খ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

বোস না বসু সম্পাদনা

In english the spelling Bose sounds like বোস, but ASAFIK he is বসু। --mak ২১:০৬, ১৭ মে ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজী বানানটা Bose। ঠাকুর যেভাবে Tagore হয়েছে, বসুও সেরকম ভাবে বোস হয়েছে। বাংলাতে যেহেতু বসু বানানটা বেশি চালু, তাই সেটাই ব্যবহার করতে হবে। আর তাঁর আসল নাম তো অবশ্যই বসু। --Ragib ২১:১০, ১৭ মে ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

বসু Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ০৯:০৪, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভূল তথ্য সম্পাদনা

ব্যবহারকারী মুনতাসির বোধহয় ভূল করে কিছু তথ্য সন্নিবেশ (ইংরেজী সংস্করণ থেকে ভূল অনুবাদ) করেছিলেন। মান্দালয়ে সুভাষ চন্দ্র বসু ৬ বছর কারাভোগ করেননি,বরং বাল গঙ্গাধর তিলক নামে আরেকজন স্বাধীকার সংগ্রামী এখানে ৬ বছর বন্দী ছিলেন। দয়া করে, আরেকবার আপনার সন্নিবেশিত সম্পাদনা পরীক্ষা করে দেখবেন কি?--mak ১৯:৩২, ৩০ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

It was my fault...... Thanks.... মুনতাসির

শিরোনাম সম্পাদনা

নেতাজি সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত শিরোনামটি কি সুভাষচন্দ্র বসু হওয়া উচিত নয়? নেতাজি তাঁর ডাকনাম ছিল, সেটা তাঁর মূল নামের অংশ ছিল না। যেমন শেখ মুজিবুর রহমানের এন্ট্রির শিরোনামে 'বঙ্গবন্ধু' কথাটা নেই, তেমনই এখানেও 'নেতাজি' কথাটা অনাবশ্যক। পাঠকরা কি মনে করছেন?অর্ণব দত্ত ১৭:১৫, ১৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

একমত--মুনতাসির ২০:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
হুম। সরিয়ে দিচ্ছি। ---μακσυδআলাপ ০৩:২২, ১৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

সুভাষ ও চন্দ্র সম্পাদনা

সুভাষ ও চন্দ্র ইংরেজিতে আলাদা লেখা হলেও বাংলায় একসঙ্গেই লেখা হয়। যেমন শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র। তাই শিরোনামে এই দুই শব্দের মধ্যে স্পেস আরোপ করলে নামের বানানটি ভুল হয়ে যায়।অর্ণব দত্ত ০৩:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ নামটি সংশোধন করে দেওয়ার জন্য রাগিবকে অনেক ধন্যবাদ।--অর্ণব দত্ত ১২:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ হিসাবে মানোন্নয়ন সম্পাদনা

সুভাষচন্দ্র বসু নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসাবে তৈরির প্রকল্প শুরু করা হচ্ছে। সকলের সহযোগিতা প্রয়োজন। প্রকল্পের সমন্বয়ক হিসাবে থাকবেন খাঁ শুভেন্দুশরদিন্দু ভট্টাচার্য্য

@আফতাবুজ্জামান:, @Bodhisattwa:@Titodutta:, আপনাদের সুচিন্তিত মতামত প্রয়োজন। --খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Titodutta:, প্রকল্প পাতা-উইকিপিডিয়া:১২৫তম সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী। -- খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:২০, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ইফতেখার নাইম:, নিবন্ধটিকে ভালো নিবন্ধে উন্নীত করতে যা যা করণীয় তা করতে হবে।.... আপনি চাইলে ইংরেজি থেকে অনুবাদ করতে পারেন।... আর বাংলা নিবন্ধে কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকে তা রাখতে পারেন।..... খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:১২, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভূমিকা সংশোধন সম্পাদনা

প্রাথমিকভাবে আমি যতদূর সম্ভব সরল ভাষায় ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়ায় ভূমিকা অংশটি অনুবাদ করছি। পুরনো তথ্যগুলিকে লুক্কায়িত অবস্থায় রাখা হলো, পরবর্তীকালে নিবন্ধের মান উন্নয়নের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে কোন অংশ মূল নিবন্ধের যুক্ত করা হবে তা বিবেচনা করে বাকি অংশ মুছে ফেলা সহজ হবে। শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৪:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"সুভাষচন্দ্র বসু" পাতায় ফেরত যান।