সম্পাদনা দরকার সম্পাদনা

আশফাক ভাইকে সাধুবাদ, সুন্দরবন নিবন্ধ তথা বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার এই সুন্দর প্রচেষ্টার জন্য। এবং অন্যদের অনুরোধ করছি নিবন্ধটিকে সম্পাদনা করে একে আরও সুন্দর এবং সম্পূর্ণ করার।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:০৭, ২৯ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

  • মহামতি, ধন্যবাদ আপনারও প্রাপ্য। আপনার আমন্ত্রণেই তো আসা হলো। আপনার পরামর্শেই তো লেখা হল। --আশফাক (আলাপ | অবদান) ২৯ এপ্রিল ২০০৮

মানুষখেকো বাঘ বাদ সম্পাদনা

মানুষখেকো বাঘ উপশিরোনামটি কি রয়েল বেঙ্গল টাইগার দিয়ে বদলে দেয়া যায় না? মানুষখেকো বাঘ বিষয়টি বিস্তারিতভাবে এই নিবন্ধে কতটা সাজুয্যপূর্ণ? কিছু বিবরণ থাকতে পারে। মূল বিষয়টি হওয়া উচিত রয়েল বেঙ্গল টাইগার। আপনাদের কী মনে হয়?মঈনুল ইসলাম (আলাপ) ০৫:৩২, ১৪ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মাইনুলের সাথে আমি একমত, অনুচ্ছেদটির শিরোনাম হয় রয়েল বেঙ্গল টাইগার আর না হয় শুধু বাঘ বা সুন্দরবনের বাঘ নামে থাকা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫২, ১৫ জুন ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মঈনুল ও বেলায়েতের সাথে আমিও একমত, অনুচ্ছেদটির শিরোনাম রয়েল বেঙ্গল টাইগার দিয়ে বদলে দেয়া যায় । আর "মানুষখেকো"র বদলে "নরখাদক" বলা যায় । --user:Dr.saptarshi

রয়েল বেঙ্গল বাঘ এখন আর বলা হয়না বলেই আমি জানি। এটি আসলে বেঙ্গল বাঘ। রয়েলটা শয়তান ইংরেজরা লিখতো দখলের জন্য। মানে রাজকীয় একটি ব্যাপার। ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের পোস্টারেও এটিকে বাংলার বাঘ লেখা হয়েছে। রেজা খান স্যারের বাংলার বাঘ গ্রণ্থেও এটিকে বাংলার বাঘ বলা হয়েছে। সেটাই স্বাভাবিক কারণ বাকী বাঘগুলো কিন্তু সুমাত্রার বাঘ, সাইবেরিয়া বাঘ!! Munirhasan (আলাপ) ০৬:৪৪, ২৮ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন
মুনির ভাই অনেকদিন পর আপনার সাথে কথা বলছি। আমাদের আরও সংযত হয়ে বাক্য চয়ন করা দরকার , কারন এখানে কোনো ইংরাজ প্রতিনিধি নেই বলে তাদের আমরা এমন উপমা শয়তান ইংরেজরা দিতে পারি না। ব্যাপারতা একটু দয়া করে খেয়াল রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:৪৬, ২৮ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

১৯৮৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় সম্পাদনা

১৯৯৭ সাম টি ভুল আছে সাল টি ১৯৮৭ হবে

এটি দেখুন --আফতাব (আলাপ) ১৫:০৫, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"সুন্দরবন" পাতায় ফেরত যান।